সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পুলিশের ভাবমূর্তি

 পুলিশের ভাবমূর্তি - ------------------------ পুলিশের চাকরি একটা অত্যন্ত সম্মানজনক চাকরি। পুলিশকে মানুষ যেমন ভালোবাসে তেমনি শ্রদ্ধাও করে। সাধারণ মানুষ কেউ পুলিশকে ভয় পায় না। সকলেই পুলিশকে বন্ধু মনে করে। যে কোনো বিপদ আপদে পুলিশই একমাত্র ভরসা। উন্নত দেশগুলোতে তাই দেখেছি।  একবার এক চেকোস্লোভাকিয়ার বান্ধবী ক্যাথারিনা ভিয়েনা বেড়াতে এসে কয়েকদিন থেকে, যাওয়ার সময় আবদার করলো আমি যেনো তার সঙ্গে চেকোস্লোভাকিয়া আরেকবার যাই। তার বাসা অস্টৃয়া-চেকোস্লোভাকিয়ার বর্ডার সিটিতে। শহরটির নাম ব্রুনো BRNO. এই শহরটি অর্ধেক অস্টৃয়ায় আর অর্ধেক চেকোস্লোভাকিয়ায়। শহরটি আরো বিখ্যাত এইজন্য যে, জার্মান ডিক্টেটর এ*ড*লফ হি*ট*লা*রের জন্ম এই শহরে অস্টৃয়ার অংশে। হি*ট*লারের শৈশব কেটেছিলো এই শহরে। ভিয়েনা থেকে বাসে মাত্র দেড় ঘন্টার জার্নি।  আমি ক্যাথারিনাকে বুঝিয়ে বললাম, আগেরবার যে চেকোস্লোভাকিয়ায় গিয়েছি সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তোমার সঙ্গে যেতে হলে আমার আবার চেক ভিসা নিতে হবে। ভিসা নেয়া আমার জন্য কোনো সমস্যা ছিলো না। চেক এম্ব্যাসিতে গেলেই ভিসা দেবে সঙ্গে সঙ্গে। কিন্তু সেদিন এই ঘটনা ঘটে রাত ৯ টায়। তাই এ...