কিছু রাজনৈতিক ও রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তির হিউমার
১। ইরাক যুদ্ধের আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ (জুনিয়র) এক প্রেস মিটিংয়ে বললেন, ইরাকের বিরুদ্ধে যুদ্ধ এখন অনিবার্য হয়ে উঠেছে । সাদ্দাম হোসেনের গনবিধ্বংসী অস্ত্র থেকে বিশ্বকে বাঁচাতে কিছু ইরাকি ও আমাদের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া রবার্টসের জীবন হুমকির মুখে পড়তে পারে । এক সাংবাদিক বুশকে প্রশ্ন করেন, মি. প্রেসিডেন্ট, ইরাকিদের জীবন হুমকির মুখে পড়তে পারে তা বুঝলাম, কিন্তু জুলিয়া রবার্টস কেন ? বুশ হাসতে হাসতে বললেন-Yes, I understand . You are not worried about the Iraqis, you are worried about Julia .
২। আমরা জানি, পৃথিবীর প্রাচীনতম পেশা হচ্ছে পতিতাবৃত্তি । আশির দশকে আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান প্রেসিডেন্ট থাকা অবস্থায়ই বলেছিলেন, রাজনীতি হলো পৃথিবীর দ্বিতীয় প্রাচীন পেশা এবং আমি এই উপলব্ধিতে পৌঁছেছি যে, এটির সঙ্গে প্রাচীনতম পেশাটির যথেষ্ট মিল রয়েছে ।
৩। রাজনীতি বিশ্লেষক রবার্ট বায়ার্ন বলেছেন,একজন প্রতিশ্রুতিশীল যুবক যদি আজীবন প্রতিশ্রুতিশীল থাকতে চায়, তাহলে তার উচিৎ রাজনীতিতে যোগ দেয়া । কারণ তাতে তার প্রতিশ্রুতি কোনোদিনই ফলপ্রসূ হবে না ।
৪। এককালের মার্কিন ভাইস প্রেসিডেন্ট হারবার্ট হামফ্রে এক জনসভায় বলেছিলেন, মানুষ মাত্রই ভুল করে আর সেই ভুলের দায় অন্য কারো উপর চাপানোর নামই হচ্ছে রাজনীতি ।
৫। মওলানা ভাসানী স্বাধীনতার পুর্বে এক জনসভায় বক্তৃতা করছিলেন, মঞ্চে তার পাশে বসেছিলেন মশিউর রহমান যার ডাক নাম যাদু মিয়া । ( পরবর্তীতে যাদু মিয়া জিয়াউর রহমানের কেবিনেটে সিনিয়র মন্ত্রী ছিলেন । সবাই জানতেন, মশিউর রহমান যাদু মিয়া ডৃংক করতেন)। উত্তেজিত ভাসানী বলে চলেছেন- চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে , নুনের দামও বাড়ছে – এরপর তিনি গলা নামিয়ে যাদু মিয়ার দিকে তাঁকিয়ে বললেন- তবে মদের দাম বাড়ছে কিনা বলতে পারমু না । যাদু যদি কইতে পারে !
১। ইরাক যুদ্ধের আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ (জুনিয়র) এক প্রেস মিটিংয়ে বললেন, ইরাকের বিরুদ্ধে যুদ্ধ এখন অনিবার্য হয়ে উঠেছে । সাদ্দাম হোসেনের গনবিধ্বংসী অস্ত্র থেকে বিশ্বকে বাঁচাতে কিছু ইরাকি ও আমাদের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া রবার্টসের জীবন হুমকির মুখে পড়তে পারে । এক সাংবাদিক বুশকে প্রশ্ন করেন, মি. প্রেসিডেন্ট, ইরাকিদের জীবন হুমকির মুখে পড়তে পারে তা বুঝলাম, কিন্তু জুলিয়া রবার্টস কেন ? বুশ হাসতে হাসতে বললেন-Yes, I understand . You are not worried about the Iraqis, you are worried about Julia .
২। আমরা জানি, পৃথিবীর প্রাচীনতম পেশা হচ্ছে পতিতাবৃত্তি । আশির দশকে আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগান প্রেসিডেন্ট থাকা অবস্থায়ই বলেছিলেন, রাজনীতি হলো পৃথিবীর দ্বিতীয় প্রাচীন পেশা এবং আমি এই উপলব্ধিতে পৌঁছেছি যে, এটির সঙ্গে প্রাচীনতম পেশাটির যথেষ্ট মিল রয়েছে ।
৩। রাজনীতি বিশ্লেষক রবার্ট বায়ার্ন বলেছেন,একজন প্রতিশ্রুতিশীল যুবক যদি আজীবন প্রতিশ্রুতিশীল থাকতে চায়, তাহলে তার উচিৎ রাজনীতিতে যোগ দেয়া । কারণ তাতে তার প্রতিশ্রুতি কোনোদিনই ফলপ্রসূ হবে না ।
৪। এককালের মার্কিন ভাইস প্রেসিডেন্ট হারবার্ট হামফ্রে এক জনসভায় বলেছিলেন, মানুষ মাত্রই ভুল করে আর সেই ভুলের দায় অন্য কারো উপর চাপানোর নামই হচ্ছে রাজনীতি ।
৫। মওলানা ভাসানী স্বাধীনতার পুর্বে এক জনসভায় বক্তৃতা করছিলেন, মঞ্চে তার পাশে বসেছিলেন মশিউর রহমান যার ডাক নাম যাদু মিয়া । ( পরবর্তীতে যাদু মিয়া জিয়াউর রহমানের কেবিনেটে সিনিয়র মন্ত্রী ছিলেন । সবাই জানতেন, মশিউর রহমান যাদু মিয়া ডৃংক করতেন)। উত্তেজিত ভাসানী বলে চলেছেন- চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে , নুনের দামও বাড়ছে – এরপর তিনি গলা নামিয়ে যাদু মিয়ার দিকে তাঁকিয়ে বললেন- তবে মদের দাম বাড়ছে কিনা বলতে পারমু না । যাদু যদি কইতে পারে !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন