সুজানা
প্রথম ছবির ছোট্ট বর্ণনা :-
এইতো সেদিন পাঁচ বছর আগে । টুরিস্ট বাসে পুরু সিঙ্গাপুর ঘুরে এসে নামলাম । এই জায়গাটির নাম সানটেক সিটি । সিঙ্গাপুর খুব ছোট দেশ । লম্বায় ২২ মাইল আর প্রস্থে ১৪ মাইল । লোক সংখ্যা মাত্র ৫২ লাখ । যে ঝর্ণাটা দেখা যাচ্ছে তা রাতের বেলায় কেমন হয় তা যারা দেখেননি তাদের লিখে বুঝানো কিছুতেই সম্ভব নয়। ‘কৃশ’ হিন্দি মুভিটি প্রায় সবটাই এখানে শুটিং হয়েছিলো ।
এখানে ছবি তুলবো । কিন্তু আমি একা । দু’টো মেয়ে দেখলাম ঝর্ণার পাশে দাঁড়িয়ে । ওদের দেখেই বুঝেছি ওরা বিদেশি । দুইজন বিদেশি তৃতীয় কোন দেশে খুব সহজেই আপন হয়ে যেতে পারে । ওদেশে দুজনই আগন্তুক । এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে সৌজন্য বিনিময় করে জানলাম মেয়ে দু’টো ভেনিজুয়েলার । কারাকাস (ভেনিজুয়েলার রাজধানী) ইউনিভার্সিটিতে ফটোগ্রাফিতে পড়াশোনা করছে । আমার সঙ্গে অল্প কথায় এই মেয়েটি ঘনিষ্ঠ হয়ে গেলো । আমেরিকায় ছিলাম বলে দক্ষিন আমেরিকার দেশগূলো সম্পর্কে আমার ধারণা আছে । ব্রাজিল, বলিভিয়া, আরজেন্টিনা, পেরু, কোস্টারিকা, হন্ডুরাস ,কলামবিয়া , গায়ানা ,উরুগুয়ে, সুরিনাম, ইকুয়েডর ,নিকারাগুয়া, এল সালবাদর, প্যারাগুয়ে ,ইকুয়েডর, বেলিজ, গুয়াতেমালা, চিলি ।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ভেনিজুয়েলা । তেল সম্মৃদ্ধ দেশ। রাজধানী কারাকাস । সমাজতান্ত্রিক ভাবধারায় সরকার পরিচালিত হয় । জনপ্রিয় প্রেসিডেন্ট হিউগু শাভেজ ৩ বছর আগে মাত্র ৫৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে কিউবার রাজধানী হাভানায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ।
ভেনিজুয়েলার মেয়েগুলো খুব মিশুক । সুন্দর । আমেরিকা থাকতেই ভেনিজুয়েলারর মেয়েদের আমি চিনতাম,জানতাম । তাদের গায়ের রঙ সাদা ছাই কালারের মতো । ভেনিজুয়েলার ভাষা স্প্যানিস । একমাত্র ব্রাজিল ছাড়া দক্ষিণ আমেরিকার সব দেশের ভাষা স্প্যানিস । ব্রাজিল পর্তুগালের কলোনি ছিলো । তাই ব্রাজিলের ভাষা পর্তুগীজ। বাকি সব দেশ ছিলো স্প্যানের কলোনি । আমরা যেমন ছিলাম বৃটিশের কলোনী ।
আমিও ছবি তুলতে পছন্দ করি খুব । তার সঙ্গে আরেকজন মেয়ে বন্ধু ছিলো । দুজনের মধ্যে এই মেয়েটি বেশি সুন্দর । আমার ইচ্ছা হলো তার সাথে গল্প করবো । তারপর অনেক কথা । ছবি তোলা । ছবিগুলো তুলেছিলো তার বান্ধবী ক্রিস্টিনা । আর এই মেয়েটির নাম সুজানা । তার সাথে আমি সিঙ্গাপুরে তিন দিন সময় কাটিয়েছিলাম । শেষ দিন সে আমাকে কয়েকটা ছবি দিয়েছিল সিঙ্গাপুরের তার নিজ হাতে তোলা । সুজানার একটা ছবি আজ দিলাম । এই ছবিটি আগে একবার পোস্টিং দেয়াতে কয়েকজন মনক্ষুণ্ণ হয়েছেন । এবার দেখি মনক্ষুণ্ণের পরিমান বাড়ে না কমে ?
* দ্বিতীয় ছবি-Liberal Party leader Justin Trudeau shares a moment with his wife Sophie Gregoire as he gives his victory speech after Canada's federal election in Montreal, Quebec, Canada .October 19, 2015. -- Reuters photo (Justin Trudeau এখন কানাডার প্রধানমন্ত্রী । নির্বাচনে বিজয়ের পর হাজার হাজার মানুষের সামনে স্ত্রীর সঙ্গে নাকে নাক লাগিয়ে ছবি তোলায় কতজন মনক্ষুণ্ণ হোন তাও দেখি । October 19, 2015. -- Reuters photo।)
প্রথম ছবির ছোট্ট বর্ণনা :-
এইতো সেদিন পাঁচ বছর আগে । টুরিস্ট বাসে পুরু সিঙ্গাপুর ঘুরে এসে নামলাম । এই জায়গাটির নাম সানটেক সিটি । সিঙ্গাপুর খুব ছোট দেশ । লম্বায় ২২ মাইল আর প্রস্থে ১৪ মাইল । লোক সংখ্যা মাত্র ৫২ লাখ । যে ঝর্ণাটা দেখা যাচ্ছে তা রাতের বেলায় কেমন হয় তা যারা দেখেননি তাদের লিখে বুঝানো কিছুতেই সম্ভব নয়। ‘কৃশ’ হিন্দি মুভিটি প্রায় সবটাই এখানে শুটিং হয়েছিলো ।
এখানে ছবি তুলবো । কিন্তু আমি একা । দু’টো মেয়ে দেখলাম ঝর্ণার পাশে দাঁড়িয়ে । ওদের দেখেই বুঝেছি ওরা বিদেশি । দুইজন বিদেশি তৃতীয় কোন দেশে খুব সহজেই আপন হয়ে যেতে পারে । ওদেশে দুজনই আগন্তুক । এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে সৌজন্য বিনিময় করে জানলাম মেয়ে দু’টো ভেনিজুয়েলার । কারাকাস (ভেনিজুয়েলার রাজধানী) ইউনিভার্সিটিতে ফটোগ্রাফিতে পড়াশোনা করছে । আমার সঙ্গে অল্প কথায় এই মেয়েটি ঘনিষ্ঠ হয়ে গেলো । আমেরিকায় ছিলাম বলে দক্ষিন আমেরিকার দেশগূলো সম্পর্কে আমার ধারণা আছে । ব্রাজিল, বলিভিয়া, আরজেন্টিনা, পেরু, কোস্টারিকা, হন্ডুরাস ,কলামবিয়া , গায়ানা ,উরুগুয়ে, সুরিনাম, ইকুয়েডর ,নিকারাগুয়া, এল সালবাদর, প্যারাগুয়ে ,ইকুয়েডর, বেলিজ, গুয়াতেমালা, চিলি ।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ভেনিজুয়েলা । তেল সম্মৃদ্ধ দেশ। রাজধানী কারাকাস । সমাজতান্ত্রিক ভাবধারায় সরকার পরিচালিত হয় । জনপ্রিয় প্রেসিডেন্ট হিউগু শাভেজ ৩ বছর আগে মাত্র ৫৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে কিউবার রাজধানী হাভানায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ।
ভেনিজুয়েলার মেয়েগুলো খুব মিশুক । সুন্দর । আমেরিকা থাকতেই ভেনিজুয়েলারর মেয়েদের আমি চিনতাম,জানতাম । তাদের গায়ের রঙ সাদা ছাই কালারের মতো । ভেনিজুয়েলার ভাষা স্প্যানিস । একমাত্র ব্রাজিল ছাড়া দক্ষিণ আমেরিকার সব দেশের ভাষা স্প্যানিস । ব্রাজিল পর্তুগালের কলোনি ছিলো । তাই ব্রাজিলের ভাষা পর্তুগীজ। বাকি সব দেশ ছিলো স্প্যানের কলোনি । আমরা যেমন ছিলাম বৃটিশের কলোনী ।
আমিও ছবি তুলতে পছন্দ করি খুব । তার সঙ্গে আরেকজন মেয়ে বন্ধু ছিলো । দুজনের মধ্যে এই মেয়েটি বেশি সুন্দর । আমার ইচ্ছা হলো তার সাথে গল্প করবো । তারপর অনেক কথা । ছবি তোলা । ছবিগুলো তুলেছিলো তার বান্ধবী ক্রিস্টিনা । আর এই মেয়েটির নাম সুজানা । তার সাথে আমি সিঙ্গাপুরে তিন দিন সময় কাটিয়েছিলাম । শেষ দিন সে আমাকে কয়েকটা ছবি দিয়েছিল সিঙ্গাপুরের তার নিজ হাতে তোলা । সুজানার একটা ছবি আজ দিলাম । এই ছবিটি আগে একবার পোস্টিং দেয়াতে কয়েকজন মনক্ষুণ্ণ হয়েছেন । এবার দেখি মনক্ষুণ্ণের পরিমান বাড়ে না কমে ?
* দ্বিতীয় ছবি-Liberal Party leader Justin Trudeau shares a moment with his wife Sophie Gregoire as he gives his victory speech after Canada's federal election in Montreal, Quebec, Canada .October 19, 2015. -- Reuters photo (Justin Trudeau এখন কানাডার প্রধানমন্ত্রী । নির্বাচনে বিজয়ের পর হাজার হাজার মানুষের সামনে স্ত্রীর সঙ্গে নাকে নাক লাগিয়ে ছবি তোলায় কতজন মনক্ষুণ্ণ হোন তাও দেখি । October 19, 2015. -- Reuters photo।)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন