স্মার্ট ফোন
স্মার্ট ফোন বা ফেসবুক কে বা কারা ইউজ করতে পারবে বা করা উচিৎ এ নিয়ে আমাদের সমাজে বিতর্ক আছে । আমার জুনিয়র বা ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকেই জানতে চেয়েছে তারা মোবাইল ফোন বা ফেসবুক ইউজ করতে পারবে কিনা । এ প্রশ্নের উত্তর দিতে হলে একটু ভূমিকা লাগে ।
ইসলাম ধর্মের অনেক মাওলানা, মুফতি, ক্বারি, কিছু ধর্মীয় গুরু (যাদের আমরা পীর মানি), ইমাম সাহেবকে বলতে শুনেছি, ইসলামের দৃষ্টিতে এসব ব্যবহার করা নিষেধ । টিভি, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহারে এরা বাঁধা দেয় । এরা মনে করে,এসব প্রযুক্তি ইসলামের মুল্যবোধকে আঘাত করে । এরা বলে, এসব ইহুদি নাসারাদের সৃষ্টি । ইসলাম বা মুসলমানদের ধ্বংস করার জন্য বিধর্মী বা নাস্তিকরা এসব বানিয়েছে । সেখান থেকেই এগুলো ব্যবহারের বৈধতার প্রশ্ন এসেছে প্রধানত । কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হলো, আমার দেখা এসব মাওলানা, মুফতি, ক্বারি, ইমাম সাহেব সবাই স্মার্ট ফোন ব্যবহার করেন ! অনেকেরই ফেসবুক একাউন্টও আছে ।
এ প্রসঙ্গে কলেজ জীবনের এক স্মৃতি মনে পড়লো । ইন্টারমেডিয়েট পাশ করে যখন বিভিন্ন ভার্সিটিতে টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম, তখন একদিন বাকী ভাইয়ের সঙ্গে দেখা ভিক্টোরিয়া কলেজে । উনার পুরো নাম আব্দুল্লাহিল বাকী । তিনি আমাদের সিনিয়র ছিলেন । বাসদ রাজনীতি করতেন ।
সমাজতন্ত্রের রাজনীতির সঙ্গে ধর্মের বিরোধ প্রসঙ্গে তিনি আমাকে বললেন,
দেখো, কে বেহেশত যাবে আর কে দোজখে যাবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন । যারা এক ঈশ্বরে বিশ্বাসী তারা আল্লাহর প্রেরিত ধর্মেই বিশ্বাসী । সে হতে পারে খ্রিস্টান, ইহুদী ।
পৃথিবীর প্রধান তিনটি ধর্মের লোকই আল্লাহ বিশ্বাস করেন । খ্রিষ্টানরা ঈশা (আঃ) নবীকে মানেন । এবং আল্লাহর প্রেরিত আসমানি কিতাব ‘ইঞ্জিল’ শরিফ অনুসরণ করেন । আমেরিকার ডলারেও লেখা আছে “ In God We Trust”.
ইহুদিরা মুসা নবীকে মানেন । তারাও মুসা (আঃ) এর উপর অবতীর্ন ‘তাওরাত'(তোরাহ) আসমানি কিতাব অনুসরণ করেন । আমরা হজরত মোহাম্মদ (সাঃ)কে মানি । এবং ‘কোরআন’ অনুসরণ করি । সবাই এক খোদা বিশ্বাস করে ।
এখন মৃত্যুর পর বিচারের সময় আল্লাহ যদি দেখেন যে, মার্কোনি রেডিও আবিষ্কার করার ফলে মানুষের যথেষ্ট কল্যান সাধন হয়েছে । এবং ইসলাম প্রসারে রেডিও গুরত্বপুর্ন ভুমিকা রেখেছে । তখন মানব হিতৈষী কাজের জন্য আল্লাহ তাকে পুরস্কৃত করতে পারেন ।
তিনি আরো অনেক উদাহরন দিলেন ।
এ অঞ্চলের মানুষ এক সময় জাহাজে করে হজে যেতো । প্রথম ভারতের বম্বে (এখন মুম্বাই) যেতো । তারপর সেখান থেকে জাহাজে চেপে আরব সাগর পাড়ি দিয়ে সৌদি আরব যেতো হজ পালন করতে । কেউ কেউ জাহাজে যেতে না পারলে ফিরে আসতেন ।
আমাদের ছোটবেলায় তাদেরকে “বোম্বাইয়া হাজী” বলা হতো । তারা বম্বে থেকে ফিরে আসতো বলেই তাদেরকে "বোম্বাইয়া হাজী " বলা হতো । এখন রাইট ব্রাদার্স বিমান আবিস্কার করায় মুসলিমদের হজ করতেও কতো সুবিধা !
রেডিও, টেলিভিশনে পাঁচ ওয়াক্তই আজান শোনা যায় । মোবাইল ফোন বা সেল ফোন খুব আধুনিক প্রযুক্তি । চালাতে জানে এবং কিছুটা হলেও ভালোমন্দ বুঝে তাদের সবাই সেল ফোন ব্যবহার করতে পারে বলে আমি মনে করি । কেউ চাইলে ফেসবুক চালাতে পারে । এতে সে অনেক অজানাকে জানতে পারে । অনেকের ধারণা, ফেসবুক চালালেই ছেলেমেয়েরা প্রেম করবে । ফেসবুক এসেছে এই সেদিন । ২০০৪ সালে । এদেশে ফেসবুক জনপ্রিয় হয়েছে ৪/৫ বছর হয়। এর আগে কি ছেলেমেয়েরা প্রেম করতো না ? আগে আমরা চিঠি লিখে প্রেম করতাম । এখন ছেলেমেয়েরা এসএমএস লিখবে । জীবনে এমন লোক দেখেছি বলে মনে পড়ে না, যে প্রেম করেনি বা প্রেমে পড়েনি !
চাইলে সেল ফোন বা কম্পিউটারের মাধ্যমে সে ঘরে বসেই ইসলাম সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করতে পারে । এখনো দেশে অনেকেই আছেন যারা সেল ফোন ব্যবহার করতে জানেন না । তাদের অনেককেই তো নামাজও পড়তে দেখি না । মোবাইল ফোন তাদের কিভাবে প্রভাবিত করেছে ?!
এখন সব মোবাইল ফোনে আছে এলার্ম, নির্ধারিত সময়ের বিষয়ে সংকেত, ঘড়ি, ক্যামেরা,টর্চ লাইট, রমজানের সময়সূচী, সেহেরি ও ইফতারের সময় । কিছু কিছু মোবাইল ফোনে আছে কম্পাস যা মক্কার দিক নির্দেশ করে । এতে মুসুল্লিরা সঠিক দিকে ফিরে নামাজ আদায় করতে পারে । সাইলেন্ট মুডে রেখে নামাজ পড়ার সুবিধাও আছে । ৪/৫ হাজার টাকার একটা মোবাইল ফোনে অনেক ফাংশন আছে। যারা আর্থিকভাবে দূর্বল তারা ৩০/৪০ হাজার টাকায় কম্পিউটার না কিনে একটা মোবাইল ফোনে সে কাজ করতে পারে। বাংলাদেশে প্রায় ৮০% লোক মোবাইল ফোনেই ইন্টারনেট ইউজ করে।
কয়েকদিন আগে আমাদের এলাকায় এক ওয়াজ মাহফিলে মাওলানা সাহেব এসেছিলেন হেলিকপ্টারে করে !
যারা আধুনিক প্রযুক্তির সমালোচনা করেন, বিরোধীতা করেন এবং ইসলামি মূল্যবোধে পশ্চিমা সংস্কৃতি, ধ্যান-ধারণাকে অনুপ্রবেশের মাধ্যম হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিকে দায়ী করেন তারাও বিজ্ঞান ও প্রযুক্তির অনেক সুবিধা গ্রহণ করছেন । উন্নত চিকিৎসার জন্য অনেককেই সিঙ্গাপুর, লন্ডন, নিউ ইয়র্ক দৌঁড়াতে দেখি!
পত্রপত্রিকায় পড়েছিলাম, পশ্চিমা দেশগুলোকে তীব্রভাবে ঘৃনা করা চরমপন্থী মৌলবাদী ওসামা বিন লাদেন তার কিডনি ডায়ালসিসের মাধ্যমে বেঁচে ছিলেন । আল কায়েদা বা অন্যান্য চরমপন্থী মৌলবাদীরা যারা পশ্চিমাদের আধুনিক প্রযুক্তিকে প্রত্যাখ্যান করে তারাও এর সুবিধা নিয়ে থাকে । আল কায়েদার নিজস্ব ওয়েবসাইট আছে । বিভিন্ন সময়ে লাদেনের বক্তব্য ভিডিও করে আল জাজিরা, বিবিসিতে পাঠানো হতো ।
গাড়ি, এসি, ইন্টারনেট, বিমান, কম্পিউটার, মোবাইল ফোনসহ আধুনিক প্রযুক্তি আজ সর্বত্র । এসব ছাড়া আমাদের চলেই না । সৌদি আরব, দুবাই ও কুয়েতে এমন দামি গাড়ি রাস্তায় চলে অহরহ সেসব গাড়ি ইউরোপ আমেরিকার রাস্তায় প্রায় দেখাই যায় না ।
স্মার্ট ফোন বা ফেসবুক কে বা কারা ইউজ করতে পারবে বা করা উচিৎ এ নিয়ে আমাদের সমাজে বিতর্ক আছে । আমার জুনিয়র বা ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকেই জানতে চেয়েছে তারা মোবাইল ফোন বা ফেসবুক ইউজ করতে পারবে কিনা । এ প্রশ্নের উত্তর দিতে হলে একটু ভূমিকা লাগে ।
ইসলাম ধর্মের অনেক মাওলানা, মুফতি, ক্বারি, কিছু ধর্মীয় গুরু (যাদের আমরা পীর মানি), ইমাম সাহেবকে বলতে শুনেছি, ইসলামের দৃষ্টিতে এসব ব্যবহার করা নিষেধ । টিভি, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহারে এরা বাঁধা দেয় । এরা মনে করে,এসব প্রযুক্তি ইসলামের মুল্যবোধকে আঘাত করে । এরা বলে, এসব ইহুদি নাসারাদের সৃষ্টি । ইসলাম বা মুসলমানদের ধ্বংস করার জন্য বিধর্মী বা নাস্তিকরা এসব বানিয়েছে । সেখান থেকেই এগুলো ব্যবহারের বৈধতার প্রশ্ন এসেছে প্রধানত । কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হলো, আমার দেখা এসব মাওলানা, মুফতি, ক্বারি, ইমাম সাহেব সবাই স্মার্ট ফোন ব্যবহার করেন ! অনেকেরই ফেসবুক একাউন্টও আছে ।
এ প্রসঙ্গে কলেজ জীবনের এক স্মৃতি মনে পড়লো । ইন্টারমেডিয়েট পাশ করে যখন বিভিন্ন ভার্সিটিতে টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম, তখন একদিন বাকী ভাইয়ের সঙ্গে দেখা ভিক্টোরিয়া কলেজে । উনার পুরো নাম আব্দুল্লাহিল বাকী । তিনি আমাদের সিনিয়র ছিলেন । বাসদ রাজনীতি করতেন ।
সমাজতন্ত্রের রাজনীতির সঙ্গে ধর্মের বিরোধ প্রসঙ্গে তিনি আমাকে বললেন,
দেখো, কে বেহেশত যাবে আর কে দোজখে যাবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন । যারা এক ঈশ্বরে বিশ্বাসী তারা আল্লাহর প্রেরিত ধর্মেই বিশ্বাসী । সে হতে পারে খ্রিস্টান, ইহুদী ।
পৃথিবীর প্রধান তিনটি ধর্মের লোকই আল্লাহ বিশ্বাস করেন । খ্রিষ্টানরা ঈশা (আঃ) নবীকে মানেন । এবং আল্লাহর প্রেরিত আসমানি কিতাব ‘ইঞ্জিল’ শরিফ অনুসরণ করেন । আমেরিকার ডলারেও লেখা আছে “ In God We Trust”.
ইহুদিরা মুসা নবীকে মানেন । তারাও মুসা (আঃ) এর উপর অবতীর্ন ‘তাওরাত'(তোরাহ) আসমানি কিতাব অনুসরণ করেন । আমরা হজরত মোহাম্মদ (সাঃ)কে মানি । এবং ‘কোরআন’ অনুসরণ করি । সবাই এক খোদা বিশ্বাস করে ।
এখন মৃত্যুর পর বিচারের সময় আল্লাহ যদি দেখেন যে, মার্কোনি রেডিও আবিষ্কার করার ফলে মানুষের যথেষ্ট কল্যান সাধন হয়েছে । এবং ইসলাম প্রসারে রেডিও গুরত্বপুর্ন ভুমিকা রেখেছে । তখন মানব হিতৈষী কাজের জন্য আল্লাহ তাকে পুরস্কৃত করতে পারেন ।
তিনি আরো অনেক উদাহরন দিলেন ।
এ অঞ্চলের মানুষ এক সময় জাহাজে করে হজে যেতো । প্রথম ভারতের বম্বে (এখন মুম্বাই) যেতো । তারপর সেখান থেকে জাহাজে চেপে আরব সাগর পাড়ি দিয়ে সৌদি আরব যেতো হজ পালন করতে । কেউ কেউ জাহাজে যেতে না পারলে ফিরে আসতেন ।
আমাদের ছোটবেলায় তাদেরকে “বোম্বাইয়া হাজী” বলা হতো । তারা বম্বে থেকে ফিরে আসতো বলেই তাদেরকে "বোম্বাইয়া হাজী " বলা হতো । এখন রাইট ব্রাদার্স বিমান আবিস্কার করায় মুসলিমদের হজ করতেও কতো সুবিধা !
রেডিও, টেলিভিশনে পাঁচ ওয়াক্তই আজান শোনা যায় । মোবাইল ফোন বা সেল ফোন খুব আধুনিক প্রযুক্তি । চালাতে জানে এবং কিছুটা হলেও ভালোমন্দ বুঝে তাদের সবাই সেল ফোন ব্যবহার করতে পারে বলে আমি মনে করি । কেউ চাইলে ফেসবুক চালাতে পারে । এতে সে অনেক অজানাকে জানতে পারে । অনেকের ধারণা, ফেসবুক চালালেই ছেলেমেয়েরা প্রেম করবে । ফেসবুক এসেছে এই সেদিন । ২০০৪ সালে । এদেশে ফেসবুক জনপ্রিয় হয়েছে ৪/৫ বছর হয়। এর আগে কি ছেলেমেয়েরা প্রেম করতো না ? আগে আমরা চিঠি লিখে প্রেম করতাম । এখন ছেলেমেয়েরা এসএমএস লিখবে । জীবনে এমন লোক দেখেছি বলে মনে পড়ে না, যে প্রেম করেনি বা প্রেমে পড়েনি !
চাইলে সেল ফোন বা কম্পিউটারের মাধ্যমে সে ঘরে বসেই ইসলাম সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করতে পারে । এখনো দেশে অনেকেই আছেন যারা সেল ফোন ব্যবহার করতে জানেন না । তাদের অনেককেই তো নামাজও পড়তে দেখি না । মোবাইল ফোন তাদের কিভাবে প্রভাবিত করেছে ?!
এখন সব মোবাইল ফোনে আছে এলার্ম, নির্ধারিত সময়ের বিষয়ে সংকেত, ঘড়ি, ক্যামেরা,টর্চ লাইট, রমজানের সময়সূচী, সেহেরি ও ইফতারের সময় । কিছু কিছু মোবাইল ফোনে আছে কম্পাস যা মক্কার দিক নির্দেশ করে । এতে মুসুল্লিরা সঠিক দিকে ফিরে নামাজ আদায় করতে পারে । সাইলেন্ট মুডে রেখে নামাজ পড়ার সুবিধাও আছে । ৪/৫ হাজার টাকার একটা মোবাইল ফোনে অনেক ফাংশন আছে। যারা আর্থিকভাবে দূর্বল তারা ৩০/৪০ হাজার টাকায় কম্পিউটার না কিনে একটা মোবাইল ফোনে সে কাজ করতে পারে। বাংলাদেশে প্রায় ৮০% লোক মোবাইল ফোনেই ইন্টারনেট ইউজ করে।
কয়েকদিন আগে আমাদের এলাকায় এক ওয়াজ মাহফিলে মাওলানা সাহেব এসেছিলেন হেলিকপ্টারে করে !
যারা আধুনিক প্রযুক্তির সমালোচনা করেন, বিরোধীতা করেন এবং ইসলামি মূল্যবোধে পশ্চিমা সংস্কৃতি, ধ্যান-ধারণাকে অনুপ্রবেশের মাধ্যম হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিকে দায়ী করেন তারাও বিজ্ঞান ও প্রযুক্তির অনেক সুবিধা গ্রহণ করছেন । উন্নত চিকিৎসার জন্য অনেককেই সিঙ্গাপুর, লন্ডন, নিউ ইয়র্ক দৌঁড়াতে দেখি!
পত্রপত্রিকায় পড়েছিলাম, পশ্চিমা দেশগুলোকে তীব্রভাবে ঘৃনা করা চরমপন্থী মৌলবাদী ওসামা বিন লাদেন তার কিডনি ডায়ালসিসের মাধ্যমে বেঁচে ছিলেন । আল কায়েদা বা অন্যান্য চরমপন্থী মৌলবাদীরা যারা পশ্চিমাদের আধুনিক প্রযুক্তিকে প্রত্যাখ্যান করে তারাও এর সুবিধা নিয়ে থাকে । আল কায়েদার নিজস্ব ওয়েবসাইট আছে । বিভিন্ন সময়ে লাদেনের বক্তব্য ভিডিও করে আল জাজিরা, বিবিসিতে পাঠানো হতো ।
গাড়ি, এসি, ইন্টারনেট, বিমান, কম্পিউটার, মোবাইল ফোনসহ আধুনিক প্রযুক্তি আজ সর্বত্র । এসব ছাড়া আমাদের চলেই না । সৌদি আরব, দুবাই ও কুয়েতে এমন দামি গাড়ি রাস্তায় চলে অহরহ সেসব গাড়ি ইউরোপ আমেরিকার রাস্তায় প্রায় দেখাই যায় না ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন