আমাদের এই বাংলাদেশ!
এক সময় ধর্ম মানুষকে শান্তি দিতো। মানুষকে উদারতা, মানবতা, পরোপকার, শিখিয়েছে। ঐক্যহীনকে ঐক্যবদ্ধ করেছে। শত্রুকে ভাই বানিয়েছে। আজ এই ধর্মের ধারক বাহক একে অপরের শত্রু। হাজারো মাজহাব ফেরকায় বিভক্ত। সাধারণ শিক্ষায় শিক্ষিতরাও বিভক্ত। ডাক্তার, ছাত্র,শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, উকিল, রাজনীতিবিদ কোথাও ঐক্যের সুর নেই। কেবল বিভাজন আর হিংসা। আধিপত্য বিস্তার নিয়ে রীতিমতো প্রায় প্রতিদিন মারামারি। আগে একজনের বিপদে আরেকজন এগিয়ে যেতো। এখন রাস্তায় একজনকে কেউ আক্রমণ করলেও অন্যরা ফিরেও তাঁকায় না। শত শত মানুষের সামনে একজন আরেকজনকে হত্যা করলেও কেউ এগিয়ে যায় না। যৌথ পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ে বিরোধ, বাবা মায়ের সম্মান নেই,গুরুজনদের মান্য করার প্রশ্নই উঠে না। প্রতিটি মানুষ বিচ্ছিন্ন। কেউ কারো খবর রাখে না। দেশ জাতি রসাতলে গেলেও কারো কোনো ভাবান্তর নেই। সবাই আছে নিজের স্বার্থ নিয়ে। আনন্দ ফুর্তি নিয়ে। মিডিয়া আছে তাদের ব্যবসা নিয়ে। আমরা তাদের কাস্টমার। রাত ১২ টায় শুরু হয় টক শো। একেকজনের কথা একেকরকম। মোবাইল অপারেটরগুলো রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ২৫ পয়সা মিনিট কথা বলার অফার দিয়ে যুবক যুবতীদের ফোন সেক্স করার সুযোগ দিয়ে তাদের স্বাস্থ্যের ১৩টা বাজিয়ে দিয়েছে।
আরো অনেক কিছু নিয়েই আমাদের এই বাংলাদেশ!!
এক সময় ধর্ম মানুষকে শান্তি দিতো। মানুষকে উদারতা, মানবতা, পরোপকার, শিখিয়েছে। ঐক্যহীনকে ঐক্যবদ্ধ করেছে। শত্রুকে ভাই বানিয়েছে। আজ এই ধর্মের ধারক বাহক একে অপরের শত্রু। হাজারো মাজহাব ফেরকায় বিভক্ত। সাধারণ শিক্ষায় শিক্ষিতরাও বিভক্ত। ডাক্তার, ছাত্র,শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, উকিল, রাজনীতিবিদ কোথাও ঐক্যের সুর নেই। কেবল বিভাজন আর হিংসা। আধিপত্য বিস্তার নিয়ে রীতিমতো প্রায় প্রতিদিন মারামারি। আগে একজনের বিপদে আরেকজন এগিয়ে যেতো। এখন রাস্তায় একজনকে কেউ আক্রমণ করলেও অন্যরা ফিরেও তাঁকায় না। শত শত মানুষের সামনে একজন আরেকজনকে হত্যা করলেও কেউ এগিয়ে যায় না। যৌথ পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ে বিরোধ, বাবা মায়ের সম্মান নেই,গুরুজনদের মান্য করার প্রশ্নই উঠে না। প্রতিটি মানুষ বিচ্ছিন্ন। কেউ কারো খবর রাখে না। দেশ জাতি রসাতলে গেলেও কারো কোনো ভাবান্তর নেই। সবাই আছে নিজের স্বার্থ নিয়ে। আনন্দ ফুর্তি নিয়ে। মিডিয়া আছে তাদের ব্যবসা নিয়ে। আমরা তাদের কাস্টমার। রাত ১২ টায় শুরু হয় টক শো। একেকজনের কথা একেকরকম। মোবাইল অপারেটরগুলো রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ২৫ পয়সা মিনিট কথা বলার অফার দিয়ে যুবক যুবতীদের ফোন সেক্স করার সুযোগ দিয়ে তাদের স্বাস্থ্যের ১৩টা বাজিয়ে দিয়েছে।
আরো অনেক কিছু নিয়েই আমাদের এই বাংলাদেশ!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন