হিন্দি
আমি হিন্দি বলতে পারিনা । কখনো চেষ্টাও করিনি । তবে বুঝি । ছোটবেলা থেকেই আমার ধারণা ছিলো, ক্রিয়া পদের শেষে ''তা" আর যে কোন বাক্যের শেষে "হায়" জুড়ে দিলেই হিন্দি হয়ে যায় । যেমন 'যাইতা হায়', 'খাইতা হায়' 'করতা হায়' 'বুঝতা হায়' 'ঘুমাইতা হায় ' 'আমি তোমাকে ভালোবাসতা হায়' ইত্যাদি । তো দুইবার ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজ মহলে গিয়েছিলাম । তাজ মহলের আশেপাশে প্রচুর হকার বিভিন্ন জিনিষ বিক্রি করে । আমাদের মতো টুরিস্ট দেখলে ওরা খুব জ্বালায় । কেনার জন্য পীড়াপীড়ি করে । কয়েকজনকে ইংরেজিতে I don't need বলে বিদায় করেছি । তারপরও অনেক হকার যন্ত্রণা করছিলো । এক পর্যায়ে আমি রেগে গিয়ে হিন্দিতে বলেছিলাম " দরকার নাই হায় " ।
আমি হিন্দি বলতে পারিনা । কখনো চেষ্টাও করিনি । তবে বুঝি । ছোটবেলা থেকেই আমার ধারণা ছিলো, ক্রিয়া পদের শেষে ''তা" আর যে কোন বাক্যের শেষে "হায়" জুড়ে দিলেই হিন্দি হয়ে যায় । যেমন 'যাইতা হায়', 'খাইতা হায়' 'করতা হায়' 'বুঝতা হায়' 'ঘুমাইতা হায় ' 'আমি তোমাকে ভালোবাসতা হায়' ইত্যাদি । তো দুইবার ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজ মহলে গিয়েছিলাম । তাজ মহলের আশেপাশে প্রচুর হকার বিভিন্ন জিনিষ বিক্রি করে । আমাদের মতো টুরিস্ট দেখলে ওরা খুব জ্বালায় । কেনার জন্য পীড়াপীড়ি করে । কয়েকজনকে ইংরেজিতে I don't need বলে বিদায় করেছি । তারপরও অনেক হকার যন্ত্রণা করছিলো । এক পর্যায়ে আমি রেগে গিয়ে হিন্দিতে বলেছিলাম " দরকার নাই হায় " ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন