স্মৃতি তুমি বেদনা
ছোট বেলা দেখেছি গ্রামের মহিলারা সাদা কাপড়ে রঙিন সুতা দিয়ে লিখতো
" স্মৃতি তুমি বেদনা। "
" যাও পাখি বলো তারে
সে যেন ভুলে না মোরে। "
" ভুলনা আমায়"
"পুকুরেতে জল নাই
পদ্ম কেনো ভাসে?
যার সাথে দেখা নাই
সে কেনো হাসে।"
"বসন্ত আসিলে ফুল দুটি ফুটিবে আবার,
যৌবন চলিয়া গেলে ফিরিবে না আর!"
এসব কথা ফ্রেমে বাধাই করে ঘরে টাঙিয়ে রাখতো। এখনকার মতো দামি পেইন্টিং ছিলো না।
ছোট বেলা দেখেছি গ্রামের মহিলারা সাদা কাপড়ে রঙিন সুতা দিয়ে লিখতো
" স্মৃতি তুমি বেদনা। "
" যাও পাখি বলো তারে
সে যেন ভুলে না মোরে। "
" ভুলনা আমায়"
"পুকুরেতে জল নাই
পদ্ম কেনো ভাসে?
যার সাথে দেখা নাই
সে কেনো হাসে।"
"বসন্ত আসিলে ফুল দুটি ফুটিবে আবার,
যৌবন চলিয়া গেলে ফিরিবে না আর!"
এসব কথা ফ্রেমে বাধাই করে ঘরে টাঙিয়ে রাখতো। এখনকার মতো দামি পেইন্টিং ছিলো না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন