শনব্রুন Shoenbrun
শনব্রুন, ভিয়েনা,অস্টৃয়া । সতের শ শতাব্দীতে জায়গাটি নেপোলিয়নের হেড কোয়ার্টার ছিলো । এমন সুন্দর জায়গা পৃথিবীতে কম দেখেছি । ওই বাগানে চিৎ হয়ে শুয়ে আকাশ দেখেছি । চমৎকার অনুভূতি । খোলা জায়গায় চিৎ হয়ে শুয়ে আকাশ দেখতে দারুণ । অস্টৃয়ার প্রধান গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে আকর্ষণীয় এবং নাম্বার ওয়ান টুরিস্ট স্পট শনব্রুন।
এর ভেতরে পর্যাপ্ত পে ফোন আছে । রিসিভার তুলে কয়েন ঢুকালে নেপোলিয়ন,ভিয়েনার ইতিহাস,এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব আরো অনেক কিছু প্রথমে জার্মান ভাষায় ও পরে ইংরেজিতে আকর্ষণীয় মধুর মেয়েলি কন্ঠে বর্ণনা শোনা যায় । অটো রেকর্ড করা আছে । নেপোলিয়ন,ভিয়েনা,অস্টৃয়া,শনব্রুন সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে হয়না । ভিয়েনার খুব গুরুত্বপূর্ণ জায়গা শনব্রুন । শনব্রুন শব্দটি জার্মান । Schoenbrun মানে সুন্দর ফোয়ারা । এখানে চমৎকার একটি ঝর্ণা আছে। নগর জীবনের চেয়ে এসব নিরিবিলি জায়গায় সময় কাটাতে আমার ভালো লাগতো। এখনো লাগে ।
শনব্রুন, ভিয়েনা,অস্টৃয়া । সতের শ শতাব্দীতে জায়গাটি নেপোলিয়নের হেড কোয়ার্টার ছিলো । এমন সুন্দর জায়গা পৃথিবীতে কম দেখেছি । ওই বাগানে চিৎ হয়ে শুয়ে আকাশ দেখেছি । চমৎকার অনুভূতি । খোলা জায়গায় চিৎ হয়ে শুয়ে আকাশ দেখতে দারুণ । অস্টৃয়ার প্রধান গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে আকর্ষণীয় এবং নাম্বার ওয়ান টুরিস্ট স্পট শনব্রুন।
এর ভেতরে পর্যাপ্ত পে ফোন আছে । রিসিভার তুলে কয়েন ঢুকালে নেপোলিয়ন,ভিয়েনার ইতিহাস,এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব আরো অনেক কিছু প্রথমে জার্মান ভাষায় ও পরে ইংরেজিতে আকর্ষণীয় মধুর মেয়েলি কন্ঠে বর্ণনা শোনা যায় । অটো রেকর্ড করা আছে । নেপোলিয়ন,ভিয়েনা,অস্টৃয়া,শনব্রুন সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে হয়না । ভিয়েনার খুব গুরুত্বপূর্ণ জায়গা শনব্রুন । শনব্রুন শব্দটি জার্মান । Schoenbrun মানে সুন্দর ফোয়ারা । এখানে চমৎকার একটি ঝর্ণা আছে। নগর জীবনের চেয়ে এসব নিরিবিলি জায়গায় সময় কাটাতে আমার ভালো লাগতো। এখনো লাগে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন