ভালোবাসা
সত্যিকারের ভালোবাসা হচ্ছে আগুনের মতো,যাতে কোনো পাপ স্পর্শ করে না। আমার কিছু কথা শোনলে যে মানুষ পাহাড়ের মতো কঠোর তারও বুক ফুঁড়ে বেরিয়ে আসবে ঝর্ণা। অপ্রেমিকও প্রেমিক হয়ে যাবে। সুখভোগ আমোদ আহ্লাদে ডুবে আছে যে মানুষ, আমার কথা শোনে সেও এক মুহুর্ত থমকে যাবে। তার মনে হবে জীবনে কি যেন বাকি রয়ে গেলো,বুকের মধ্যটা উদাস উদাস হয়ে যাবে। আমার কথা শোনার পর মনে হবে - এই পৃথিবীতে যে জন্মালাম,জীবনটা ঠিক মতো বাঁচা হলো তো? নাকি এক জীবন মনের ভুলেই কেটে গেলো! ভালোবাসাহীন জীবনই তো ভুল জীবন।
পৃথিবীতে আমাদের মতো সুন্দর, আমাদের মতো নিষ্পাপ নারী-পুরুষ আর কি জন্মেছে? আমাদের মতো সুখী কেউ ছিলো না। আমাদের মতো দু:খীও কেউ নেই। ভালোবাসা মানেই তো দু:খ, তবু মানুষ ভালোবাসতে চায়। জীবনে ভালোবাসাই একমাত্র দু:খ, যেখানে মানুষ ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমরা বড় বেশি দু:খ পেয়েছি ভালোবেসে।
সত্যিকারের ভালোবাসা হচ্ছে আগুনের মতো,যাতে কোনো পাপ স্পর্শ করে না। আমার কিছু কথা শোনলে যে মানুষ পাহাড়ের মতো কঠোর তারও বুক ফুঁড়ে বেরিয়ে আসবে ঝর্ণা। অপ্রেমিকও প্রেমিক হয়ে যাবে। সুখভোগ আমোদ আহ্লাদে ডুবে আছে যে মানুষ, আমার কথা শোনে সেও এক মুহুর্ত থমকে যাবে। তার মনে হবে জীবনে কি যেন বাকি রয়ে গেলো,বুকের মধ্যটা উদাস উদাস হয়ে যাবে। আমার কথা শোনার পর মনে হবে - এই পৃথিবীতে যে জন্মালাম,জীবনটা ঠিক মতো বাঁচা হলো তো? নাকি এক জীবন মনের ভুলেই কেটে গেলো! ভালোবাসাহীন জীবনই তো ভুল জীবন।
পৃথিবীতে আমাদের মতো সুন্দর, আমাদের মতো নিষ্পাপ নারী-পুরুষ আর কি জন্মেছে? আমাদের মতো সুখী কেউ ছিলো না। আমাদের মতো দু:খীও কেউ নেই। ভালোবাসা মানেই তো দু:খ, তবু মানুষ ভালোবাসতে চায়। জীবনে ভালোবাসাই একমাত্র দু:খ, যেখানে মানুষ ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমরা বড় বেশি দু:খ পেয়েছি ভালোবেসে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন