কবি,
শিল্পী, সাহিত্যিক, লেখকদের জীবনে বহুমুখী প্রেম হয় । তারা প্রেমিকও ।
প্রেমিক না হলে সৃষ্টিশীল কিছু করা যায় না । তারা বহুমুখী মেধার অধিকারী ।
অনেকেই বলেন, বহুমুখী মেধাসম্পন্ন মানুষের
বহুমুখী প্রেম হবে এটাই স্বাভাবিক । মেধাবীদের মেয়েরা ভালোও বাসে । তারা
যেমন প্রেমকে বড় করে লিখেন- নারীকে বড় করে লিখেন আবার উল্টোও লিখেন ।
কলেজ জীবনে নজরুল সাহিত্য প্রচুর পড়েছি । নজরুলের একটা কবিতার কিছু অংশ আজো মনে আছে । মেয়ে বন্ধুদের রাগানোর জন্য এই কবিতাটা আমি প্রায়ই তাদের সামনে আবৃতি করতাম । কাজী নজরুল ইসলামের ওই কবিতাটির নাম ছিলো...
“পূজারিণী”
কলেজ জীবনে নজরুল সাহিত্য প্রচুর পড়েছি । নজরুলের একটা কবিতার কিছু অংশ আজো মনে আছে । মেয়ে বন্ধুদের রাগানোর জন্য এই কবিতাটা আমি প্রায়ই তাদের সামনে আবৃতি করতাম । কাজী নজরুল ইসলামের ওই কবিতাটির নাম ছিলো...
“পূজারিণী”
নারী নাহি হতে চায়
শুধু একা কারো
এরা দেবি এরা লোভী
যতো পুজা পায় এরা
চায় ততো আরো
ইহাদের অতি লোভী মন
এক জনে তৃপ্ত নয়
এক পেয়ে সুখী নয়
যাচে বহুজন
যে পুজা পুজিনি আমি
স্রস্টা ভগবানে
যারে দিনু সেই পুজা
সে-ই আজ প্রতারণা হানে...”
শুধু একা কারো
এরা দেবি এরা লোভী
যতো পুজা পায় এরা
চায় ততো আরো
ইহাদের অতি লোভী মন
এক জনে তৃপ্ত নয়
এক পেয়ে সুখী নয়
যাচে বহুজন
যে পুজা পুজিনি আমি
স্রস্টা ভগবানে
যারে দিনু সেই পুজা
সে-ই আজ প্রতারণা হানে...”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন