বাংলাদেশের প্রথম
ক্রসফায়ার
আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশের প্রথম এবং আলোচিত ক্রসফায়ার তথা বিচারবহির্ভূত হত্যাকান্ডটি সংঘঠিত হয়েছিল। অত্যন্ত ঠান্ডা মাথায় এই হত্যাকান্ডটি ঘটায় শেখ মুজিব বাহিনী।
যাকে হত্যা করা হয় তিনি ছিলেন মুজিবের আতঙ্ক এবং বাংলার রাজনীতিতে একজন কিংবদন্তীী বিপ্লবী। কেউ কেউ বলতেন তিনি বাংলার চে গুয়েভারা। কমরেড সিরাজ শিকদার তাঁর নাম।
তাঁকে হত্যা করার পর শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে খুব দম্ভ করে বলেছিলেন,- 'কোথায় আজ সিরাজ শিকদার?'
নতুন প্রজন্ম কি জানে বাংলাদেশের এই ইতিহাস?
পড়ুন-
২রা জানুয়ারি ১৯৭৫ সনের এই দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রসফায়ারের শিকার হন সিরাজ শিকদার। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত মহিউদ্দিন আহমদের "জাসদের উত্থান পতন ঃ অস্থির সময়ের রাজনীতি" গ্রন্থের ১৫৪ নং পৃষ্ঠায় সেই ক্রসফায়ারের বর্ননা দেয়া হয়েছে এভাবে-
"পচাত্তরের ১লা জানুয়ারী সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ কর্মকর্তা মারুফুল হক তাকে গ্রেফতার করেন। তাকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয়। তেজগাঁও বিমানবন্দরে তাকে নামানো হলে পুলিশের ইন্সপেক্টর কায়কোবাদ তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন।
মালিবাগে স্পেশাল ব্রাঞ্চের অফিসে কিছুক্ষন রাখার পর অতিরিক্ত নিরাপত্তার কারনে তাকে শেরে বাংলা নগরে রক্ষীবাহিনীর ক্যাম্পে স্থানান্তর করা হয়। ঢাকার পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব দেয়া হয়। জিজ্ঞাসাবাদের পদ্ধতি নিয়ে মাহবুবের তেমন 'সুখ্যাতি' ছিলো না।
ওই রাতেই তাকে হত্যা করা হয়। লেখা হয় ক্রসফায়ারের চিত্রনাট্য। একটা প্রেসনোটে বলা হয় , 'পুলিশ তাকে নিয়ে অস্ত্রের সন্ধানে সাভারে গিয়েছিলো। গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত হন।'
দিনটি ছিলো পচাত্তরের ২রা জানুয়ারি।
ক্রসফায়ার
আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশের প্রথম এবং আলোচিত ক্রসফায়ার তথা বিচারবহির্ভূত হত্যাকান্ডটি সংঘঠিত হয়েছিল। অত্যন্ত ঠান্ডা মাথায় এই হত্যাকান্ডটি ঘটায় শেখ মুজিব বাহিনী।
যাকে হত্যা করা হয় তিনি ছিলেন মুজিবের আতঙ্ক এবং বাংলার রাজনীতিতে একজন কিংবদন্তীী বিপ্লবী। কেউ কেউ বলতেন তিনি বাংলার চে গুয়েভারা। কমরেড সিরাজ শিকদার তাঁর নাম।
তাঁকে হত্যা করার পর শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে খুব দম্ভ করে বলেছিলেন,- 'কোথায় আজ সিরাজ শিকদার?'
নতুন প্রজন্ম কি জানে বাংলাদেশের এই ইতিহাস?
পড়ুন-
২রা জানুয়ারি ১৯৭৫ সনের এই দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রসফায়ারের শিকার হন সিরাজ শিকদার। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত মহিউদ্দিন আহমদের "জাসদের উত্থান পতন ঃ অস্থির সময়ের রাজনীতি" গ্রন্থের ১৫৪ নং পৃষ্ঠায় সেই ক্রসফায়ারের বর্ননা দেয়া হয়েছে এভাবে-
"পচাত্তরের ১লা জানুয়ারী সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ কর্মকর্তা মারুফুল হক তাকে গ্রেফতার করেন। তাকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয়। তেজগাঁও বিমানবন্দরে তাকে নামানো হলে পুলিশের ইন্সপেক্টর কায়কোবাদ তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন।
মালিবাগে স্পেশাল ব্রাঞ্চের অফিসে কিছুক্ষন রাখার পর অতিরিক্ত নিরাপত্তার কারনে তাকে শেরে বাংলা নগরে রক্ষীবাহিনীর ক্যাম্পে স্থানান্তর করা হয়। ঢাকার পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব দেয়া হয়। জিজ্ঞাসাবাদের পদ্ধতি নিয়ে মাহবুবের তেমন 'সুখ্যাতি' ছিলো না।
ওই রাতেই তাকে হত্যা করা হয়। লেখা হয় ক্রসফায়ারের চিত্রনাট্য। একটা প্রেসনোটে বলা হয় , 'পুলিশ তাকে নিয়ে অস্ত্রের সন্ধানে সাভারে গিয়েছিলো। গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত হন।'
দিনটি ছিলো পচাত্তরের ২রা জানুয়ারি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন