\রাত ১১ টায় "অ্যাঁই কিচ্চি", বিজেমের চেয়ারম্যান মীর্জা তারেকুল কাদের, বন্ধু কাবেরী মীর্জা , নিউ ইয়র্ক প্রবাসী বেগমগঞ্জের শাহ আলম, ভিয়েনা প্রবাসী ছাগলনাইয়ার আবুল কালাম আযাদ ,লক্ষ্মীপুরের ফরিদ বাংগালি , অভিনেতা মাহফুজ, তারিন তাদেকেও আমি ব্যক্তিগত ভাবে চিনি । জহির রায়হান, শহিদুল্লাহ কায়সার, শমী কায়সার, মওদুদ আহমেদ ,এবি এম মুসা, ড.সাদত হোসাইন, ইকবাল সোবহান চৌধুরী ,(নোয়াখালিতে অনেক গুণীজন আছেন) । জয়নাল হাজারিকেও জানি । যোগাযোগ নেই অনেক বছর । আমি কুমিল্লার কিন্তু বিদেশে গিয়ে নোয়াখালি আর ফেনির লোকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিলো ।
ইউরোপ আমেরিকায় নোয়াখালির কোনো লোক নতুন গিয়ে উঠলে তার জন্য যা করার সব করে তারা । টাকা না থাকলেও তার সব খরচ বহন করে । খাওয়া থাকার জায়গা দেয় । এমনকি ইমিগ্রেশন ফি দিয়ে লিগ্যাল করার জন্য সবাই টাকা দিয়ে তাকে সেট করে দেয় । পরে আস্তে আস্তে সবার টাকা শোধ করে দিবে। কি চমৎকার মানবিকতা !!!
অ্যাঁই কিচ্চি"র শানে নুযূল প্রকাশিত হবে । আমেরিকায় বসবাসকারী নোয়াখালি আর ফেনির বন্ধুদের কথাও থাকবে । ফেনি সরকারি কলেজের সহকারি অধ্যাপক লায়ন ফজলুল হ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন