ফেসবুকঃ কতোরূপ ! সতর্কতামূলক পোষ্ট।
“আরে আমি প্রথম থেকেই সন্দেহ করছিলাম । না জানি আপনি কোন সমস্যায় পড়েন । আপনি তো শুধু সোজা বুঝেন । সরল, আবেগপ্রবণ মানুষ । সহজেই যে কোন মানুষকে বিশ্বাস করেন । আমার কাছে আপনার ওই বন্ধুত্বটা স্বাভাবিক মনে হয়নি । ভদ্রলোক আর ভদ্রমহিলার আপনার প্রতি যে আচরণ ফেসবুকে আপনার লেখায় জেনেছি তা আমার কাছে মোটেও মহৎ মনে হয়নি । যদিও আপনি তাদের মহৎ, মহান বলে লিখেছিলেন । এসব নিয়ে কেন অযথা ভাবছেন ? মনে মনে দোয়া করেন, আল্লাহ আপনাকে বাঁচাইছে । তাদের সঙ্গে থাকলে আপনি বিপদে পড়তে পারতেন ।
একজন তরুণী স্ত্রী শুধু ফেসবুকের পরিচয়ে আপনার বাসায় গিয়েছেন একা আপনাকে পুডিং দিতে আর তার স্বামী নিচে গাড়িতে বসেছিলেন ! কোনো লাভ ছাড়া স্বামীরা এমন উদার হয় না । আপনার আজকের কথা শুনে একটা পাগলেও বুঝবে যে, আপনার সঙ্গে এমন সম্পর্ক তৈরিতে ভদ্রমহিলার স্বামীর স্বার্থ জড়িত ছিলো । সে জন্য তিনি স্ত্রীকে ইউজ করেছেন । ভদ্রলোক যখন বুঝেছে, আপনাকে দিয়ে সেই স্বার্থ উদ্ধার হবে না তখনি সম্পর্কটা ভেঙে দিয়েছে ।
ফেসবুকের স্ট্যাটাস আর ছবি দেখে কে কেমন তা চেনা যায় না ।
বাস্তবে এবং ফেসবুকে অনেক স্বামী তাদের তরুণী স্ত্রীকে ফ্রন্ট লাইনে রেখে নিজের স্বার্থ আদায় করে নেয় কৌশলে । তরুণী স্ত্রী তাদের মুলধন । ফেসবুকে শুধু বন্ধুত্ব, প্রেম, ভালোবাসাই হয় না । অনেকে অনেক রকমের ব্যবসাও করে । আপনি এই পরিস্থিতি সম্পর্কে এখনো জানেন না । ওই ভদ্রমহিলা যখন আপনার লিস্টে ছিলো তখন তার অনেক কমেন্ট ও স্ট্যাটাস আমি দেখেছিলাম । তার টাইমলাইনে তিনি খুব আকর্ষনীয় ও স্মার্ট এবং বাহ্যত আভিজাত্যে মোড়ানো ছবি দেন । যা দেখে অনেকেই আকৃষ্ট হোন । আমাদের দেশের কথিত অভিজাতরা তাই করে । নইলে অভিজাত হওয়া যায় না । এসব করেই তারা 'অভিজাত' হয়। ভদ্রমহিলার ওইসব ছবিতে অসংখ্য ছেলের লাভ রিয়েক্ট থাকে । উনার প্রায় সব বন্ধুই ছেলে। উনি তো কোনো সেলিব্রেটিও নন । সবাই কি উনার আত্বীয় ? উনি একজন বিবাহিতা মহিলা । আমি কয়েকদিন দেখেছিলাম, ওখানে তার হাসব্যান্ডের লাইকও থাকে । আমি অবাক হয়ে ভেবেছিলাম, তার স্বামী কি চায় তার তরুণী স্ত্রীকে অনেকেই ভালোবাসুক ? এটা কেমন উদারতা আর মহত্ব ? স্ত্রীর বন্ধুত্বের পরিচয়ে, পরে তিনি তার স্বার্থ আদায় করে নেন । কই আপনার সঙ্গে তো এতো কিছু হয়েছে তার স্ত্রী কি ফেসবুক একাউন্ট বন্ধ করে দিয়েছে ? এখন আপনাকে তাদের প্রয়োজন নেই । প্রয়োজনের তাগিদে যে সম্পর্ক গড়ে উঠে সেখানে সম্পর্কের চেয়ে প্রয়োজনটাই প্রধান থাকে । প্রয়োজন যখন থাকে না তখন সম্পর্কও থাকে না ।
আমি যদি এখন বলি, আপনাকে একটা মেকি ভালোবাসা দিয়ে মায়ার বন্ধনে জড়িয়ে নিয়ে তারা কিছু বললে যেন ফেলতে না পারেন সেজন্যই এই রিলেশন গড়েছিলো । আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নিতে চেয়েছিলো । আপনি ফেবুতে তাদের নিয়ে, তাদের ছবি দিয়ে স্ট্যাটাস লিখেছিলেন । তারা যে আরো অনেকের সঙ্গেই এমন বন্ধুত্ব করে না তার প্রমাণ কি ? সবাইতো আর আপনার মতো ফেবুতে লিখে জানায় না । এসব গোপনই রাখে। আপনি এখনো কিচ্ছু বুঝেন না । আমার ধারণা, ওই ভদ্রমহিলা আরো অনেকের সঙ্গেই এমন বন্ধুত্ব পাতায় । এবং এতে তার স্বামীরও সম্মতি রয়েছে ।”
কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন শিরিন আপা । গতকাল রাত ১১টায় আমাকে ফেসবুকে দেখে তিনি কল করেছিলেন ওয়াশিংটন ডিসি থেকে । আমার রুমে তখন রানা ছিলো । ফেবুতে আমার লিস্টে আছে মাসুদ রানা নামে ।
আমরা তো কয়েকবছর পর সিনিয়র সিটিজেন হয়ে যাবো । ফেবুতে তো প্রেম করতে আসি না । এখানে অনেকের সঙ্গে পরিচয় হয় । আন্তরিকতা, ভালোবাসা, শুভ কামনা থাকবে । এর বেশি আর কি ? আমার মনে কোন অপরাধবোধ নেই । আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি । আমার চাওয়া পাওয়ার কিছু নেই । ফেবুতে আমার প্রোফাইল আর টাইমলাইন ঘুরে এলেই বোঝা যাবে আমি কেমন । তাই নতুন করে নিজেকে আর প্রকাশ না করাই ভালো ।
তো ঘনিষ্ঠতার কয়েক মাস পর একদিন ভদ্রলোক ফোন করে আমাকে বললেন, করিম ভাই, পুলিশে কনস্টেবল পদে লোক নিয়োগ হবে । আপনার পরিচিত কেউ থাকলে যোগাযোগ করে জানিয়েন । ১০ লাখ টাকা লাগবে । ৭ লাখ টাকা এখন দিতে হবে আর ৩ লাখ টাকা নিয়োগের পর । আমি জ্বি আচ্ছা বলে ফোন রেখে দিই । কিছুক্ষণ ভাবি । অনেকদিন আগে আমি ভদ্রলোকের স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, তোমার বর কি করে ? আমাকে বলা হয়েছে বিজনেস । আমি জানতে চেয়েছিলাম, কি বিজনেস ? মেয়েটি আমতা আমতা করতে লাগলো। আমি বললাম, এক্সপোর্ট- ইমপোর্ট, ইন্ডেন্টিং, ডিপার্টমেন্ট স্টোর, গার্মেন্টস কতো বিজনেসই তো আছে । আমি ‘মেয়েটি’ লিখেছি । কারণ She is only 27 .
যাক, চলছে ফেবুতে পারস্পারিক ফান । গোপনে কিছু নয় । বন্ধুরা জানেন, আমি একটা স্কুলে পার্টটাইম ইংরেজি পড়াতাম । গত বছর ১০ এপৃল রিজাইন করেছি । তাও ফেসবুকে লিখে জানিয়েছি । সে দিন সকালে ভদ্রলোক আবার আমাকে ফোন করে বললেন, করিম ভাই, কুমিল্লা কর কমিশনে লোক লাগবে । আপনি চাকরি করলে বলেন । আমি অবাক হয়ে বললাম, এই বয়সে আমাকে সরকারি চাকরি দেবেন ! তিনি বললেন, আমি বললে হবে ।
আজ এই নোট লিখতে বসে ভাবছি, তখন যদি আমি চাকরি করবো বলতাম, তবে কি তিনি আমার কাছে ৮/১০ লাখ টাকা চাইতেন ? যদি তিনি এমন ভেবে থাকেন তবে আমার সম্পর্কে তিনি খুব দুঃখজনক নিচু ধারণা পোষণ করেছেন । আমি ভেঙে যাবো তবু মচকাবো না ।
এর প্রায় মাসখানেক পর তিনি রাত ১১ টায় ফোন করে বললেন, করিম ভাই, আমার মিসেস আপনার জন্য হাঁসের মাংস রান্না করে দিয়েছেন । আমরা মায়ামিতে আছি । চলে আসুন । আমার বাসা থেকে মায়ামি রেস্তোরা ১০ মিনিটের হাঁটা পথ । আমি গেলাম । তাদের সঙ্গে খেলাম । উনার সঙ্গে ৫/৬ জন বন্ধু । এক মাইক্রোতে । ঢাকা থেকে তার জেলায় যেতে হলে কুমিল্লার উপর দিয়ে যেতে হয় । উনি উনার হোম ডিসট্রিক্ট যাবেন । সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন । আমি অবাক হয়ে দেখলাম, তার এক বন্ধু দিনাজপুরের, আরেক বন্ধু খুলনার, আরেক বন্ধু বগুরার, আরেক বন্ধু কিশোরগঞ্জের । এখন আমি আরেকজন কুমিল্লার ! তার স্ত্রীর দেয়া হাঁসের মাংসসহ আমাকে বাসায় ড্রপ করলেন তাদের মাইক্রোতে । চলছিলো দিন ভালোই ।
ওই রাতেই তিনি গাড়ি থেকে ফোন করে বললেন, করিম ভাই, আমাদের কিছু রসমালাই লাগবে । কাল যেতে নিয়ে যাবো ঢাকায় । আমি জানতে চাইলাম, কতো কেজি লাগবে ? তিনি বললেন, ৫ কেজি । পরদিন আমি আর্লি ঘুম থেকে জেগেই গেলাম শহরের মনোহরপুরে অবস্থিত “মাতৃ ভান্ডারে”। ১০টা, ১১টার পর ওই দোকানে আর রসমালাই পাওয়া যায় না । কুমিল্লা জেলায় এই একটি মাত্র মিষ্টান্ন দোকানের রসমালাই-ই অরিজিনাল । আর সব ডুপ্লিকেট । তাদের কোনো শাখা নেই । আমি ৫ প্যাকেটে ৫ কেজি রসমালাই কিনে এলাম জিলা স্কুল রোডে । এখানে সব লাইব্রেরি । আমার স্কুল, কলেজ জীবনের বেশিরভাগ সময় কেটেছিলো এই জিলা স্কুল রোডে । তার স্ত্রীর জন্য কয়েকটা বিদেশি লেখকের অনুবাদ করা বই কিনলাম । রসমালাইগুলো এনে ফ্রিজে রেখে দিলাম । যাওয়ার পথে দিয়ে দেবো বলে । উনি যাবার সময় কল করলেন । আমার বাসা বিশ্বরোডের পাশেই । বই আর রসমালাই সবগুলো দিলাম । উনারা চলে গেলেন । কিছুক্ষণ পর উনি ফোন করে বললেন, করিম ভাই, তাড়াহুড়ার মাঝে আপনাকে রসমালাই এর টাকা দিতে ভুলে গিয়েছিলাম । আমি ফান করে বললাম, আগে খেয়ে দেখুন ভালো কিনা । বিফলে মাগনা ।
এইতো সেদিন, কোরবানি ঈদের পরদিন সকাল ৭টায় তারা আমার বাসার নিচে এসে আমাকে কল করে । ঈদের খাবারসহ কিছু গিফট দেয় । কিন্তু বাসায় আসেনি ।
প্রায় মাসখানেক পর তিনি আবার ফোন করে আমাকে বলেন, করিম ভাই, বিজিবিতে লোক নিয়োগ হবে সৈনিক পদে । ৭ লাখ টাকা করে লাগবে । এখন ৫ লাখ টাকা দিতে হবে । নিয়োগের পর বাকি ২ লাখ । আমি ভীষণ দুঃখ পেয়ে ভদ্রলোককে আন্তরিকভাবে বলেছিলাম, ভাই, আমি তোমাদের অনেক ভালোবাসি । অনেক । তোমরা আমার অনেক ছোট । আমাকে অন্য কোনো কাজ দাও । আমি করে দেবো । এই কাজগুলো আমি পারবো না । সবাই সবকিছু পারে না ।
উনার মিসেসকে একদিন বলেছিলাম, তোমরা স্বামী-স্ত্রী-আর দু' সন্তানকে আমি অনেক ভালোবাসি । তোমার ছেলে আমার কাছে জেমিমার মতোই। যদিও উপলক্ষ্য তুমি । বিশ্বাস করো আমাকে । ধরো, এখন যদি এমন কোনো মিরাকল হয় যে, আমার সামনে অপশন দেয়া হলো- হয় আমি বাঁচবো নয় তোমার স্বামী বাঁচবে । আমি কোনটা বেছে নেবো ? আমি চাইবো, আমি মরে গিয়ে তোমার স্বামী বেঁচে থাক । তুমি অনেক ছোট । এই বয়সে তোমাকে বৈধব্য মানায় না ।
তুমি যদি এখন বলো, তোমার প্রিয় কোনো আত্মীয়ের জন্য একটা কিডনি লাগবে জরুরী । যদি আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে তবে আমি হাসি মুখে এটা তোমাকে/তোমাদেকে দেবো । তোমার/তোমাদের প্রিয় কারোর জন্য যদি চোখের কর্নিয়া লাগে আমি আমার একটা চোখ দেবো হাসি মুখে । বিলিভ মি । পৃথিবীতে অনেক কিছু আছে প্রমাণ করা যায় না । আমিও হয়তো প্রমাণ করতে পারবো না তোমাদের কতোটা ভালোবাসি ।
কিন্তু তোমার বর যে কাজগুলোর কথা আমাকে বলে এই কাজগুলো আমি করতে পারবো না । আমার পক্ষে কারো কাছে গিয়ে বলা সম্ভব নয় যে, কাউকে চাকরি দেবো । এতো টাকা লাগবে ঘুষ । আমি মরে গেলেও তা পারবো না ।
আজ আমরা বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসি । কে কেমন আছি কেউ জানি না । তবে এই পৃথিবীর যেখানেই থাকো, ভালো থেকো। এই কামনায় বিদায় বন্ধু ।
“আরে আমি প্রথম থেকেই সন্দেহ করছিলাম । না জানি আপনি কোন সমস্যায় পড়েন । আপনি তো শুধু সোজা বুঝেন । সরল, আবেগপ্রবণ মানুষ । সহজেই যে কোন মানুষকে বিশ্বাস করেন । আমার কাছে আপনার ওই বন্ধুত্বটা স্বাভাবিক মনে হয়নি । ভদ্রলোক আর ভদ্রমহিলার আপনার প্রতি যে আচরণ ফেসবুকে আপনার লেখায় জেনেছি তা আমার কাছে মোটেও মহৎ মনে হয়নি । যদিও আপনি তাদের মহৎ, মহান বলে লিখেছিলেন । এসব নিয়ে কেন অযথা ভাবছেন ? মনে মনে দোয়া করেন, আল্লাহ আপনাকে বাঁচাইছে । তাদের সঙ্গে থাকলে আপনি বিপদে পড়তে পারতেন ।
একজন তরুণী স্ত্রী শুধু ফেসবুকের পরিচয়ে আপনার বাসায় গিয়েছেন একা আপনাকে পুডিং দিতে আর তার স্বামী নিচে গাড়িতে বসেছিলেন ! কোনো লাভ ছাড়া স্বামীরা এমন উদার হয় না । আপনার আজকের কথা শুনে একটা পাগলেও বুঝবে যে, আপনার সঙ্গে এমন সম্পর্ক তৈরিতে ভদ্রমহিলার স্বামীর স্বার্থ জড়িত ছিলো । সে জন্য তিনি স্ত্রীকে ইউজ করেছেন । ভদ্রলোক যখন বুঝেছে, আপনাকে দিয়ে সেই স্বার্থ উদ্ধার হবে না তখনি সম্পর্কটা ভেঙে দিয়েছে ।
ফেসবুকের স্ট্যাটাস আর ছবি দেখে কে কেমন তা চেনা যায় না ।
বাস্তবে এবং ফেসবুকে অনেক স্বামী তাদের তরুণী স্ত্রীকে ফ্রন্ট লাইনে রেখে নিজের স্বার্থ আদায় করে নেয় কৌশলে । তরুণী স্ত্রী তাদের মুলধন । ফেসবুকে শুধু বন্ধুত্ব, প্রেম, ভালোবাসাই হয় না । অনেকে অনেক রকমের ব্যবসাও করে । আপনি এই পরিস্থিতি সম্পর্কে এখনো জানেন না । ওই ভদ্রমহিলা যখন আপনার লিস্টে ছিলো তখন তার অনেক কমেন্ট ও স্ট্যাটাস আমি দেখেছিলাম । তার টাইমলাইনে তিনি খুব আকর্ষনীয় ও স্মার্ট এবং বাহ্যত আভিজাত্যে মোড়ানো ছবি দেন । যা দেখে অনেকেই আকৃষ্ট হোন । আমাদের দেশের কথিত অভিজাতরা তাই করে । নইলে অভিজাত হওয়া যায় না । এসব করেই তারা 'অভিজাত' হয়। ভদ্রমহিলার ওইসব ছবিতে অসংখ্য ছেলের লাভ রিয়েক্ট থাকে । উনার প্রায় সব বন্ধুই ছেলে। উনি তো কোনো সেলিব্রেটিও নন । সবাই কি উনার আত্বীয় ? উনি একজন বিবাহিতা মহিলা । আমি কয়েকদিন দেখেছিলাম, ওখানে তার হাসব্যান্ডের লাইকও থাকে । আমি অবাক হয়ে ভেবেছিলাম, তার স্বামী কি চায় তার তরুণী স্ত্রীকে অনেকেই ভালোবাসুক ? এটা কেমন উদারতা আর মহত্ব ? স্ত্রীর বন্ধুত্বের পরিচয়ে, পরে তিনি তার স্বার্থ আদায় করে নেন । কই আপনার সঙ্গে তো এতো কিছু হয়েছে তার স্ত্রী কি ফেসবুক একাউন্ট বন্ধ করে দিয়েছে ? এখন আপনাকে তাদের প্রয়োজন নেই । প্রয়োজনের তাগিদে যে সম্পর্ক গড়ে উঠে সেখানে সম্পর্কের চেয়ে প্রয়োজনটাই প্রধান থাকে । প্রয়োজন যখন থাকে না তখন সম্পর্কও থাকে না ।
আমি যদি এখন বলি, আপনাকে একটা মেকি ভালোবাসা দিয়ে মায়ার বন্ধনে জড়িয়ে নিয়ে তারা কিছু বললে যেন ফেলতে না পারেন সেজন্যই এই রিলেশন গড়েছিলো । আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নিতে চেয়েছিলো । আপনি ফেবুতে তাদের নিয়ে, তাদের ছবি দিয়ে স্ট্যাটাস লিখেছিলেন । তারা যে আরো অনেকের সঙ্গেই এমন বন্ধুত্ব করে না তার প্রমাণ কি ? সবাইতো আর আপনার মতো ফেবুতে লিখে জানায় না । এসব গোপনই রাখে। আপনি এখনো কিচ্ছু বুঝেন না । আমার ধারণা, ওই ভদ্রমহিলা আরো অনেকের সঙ্গেই এমন বন্ধুত্ব পাতায় । এবং এতে তার স্বামীরও সম্মতি রয়েছে ।”
কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন শিরিন আপা । গতকাল রাত ১১টায় আমাকে ফেসবুকে দেখে তিনি কল করেছিলেন ওয়াশিংটন ডিসি থেকে । আমার রুমে তখন রানা ছিলো । ফেবুতে আমার লিস্টে আছে মাসুদ রানা নামে ।
আমরা তো কয়েকবছর পর সিনিয়র সিটিজেন হয়ে যাবো । ফেবুতে তো প্রেম করতে আসি না । এখানে অনেকের সঙ্গে পরিচয় হয় । আন্তরিকতা, ভালোবাসা, শুভ কামনা থাকবে । এর বেশি আর কি ? আমার মনে কোন অপরাধবোধ নেই । আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি । আমার চাওয়া পাওয়ার কিছু নেই । ফেবুতে আমার প্রোফাইল আর টাইমলাইন ঘুরে এলেই বোঝা যাবে আমি কেমন । তাই নতুন করে নিজেকে আর প্রকাশ না করাই ভালো ।
তো ঘনিষ্ঠতার কয়েক মাস পর একদিন ভদ্রলোক ফোন করে আমাকে বললেন, করিম ভাই, পুলিশে কনস্টেবল পদে লোক নিয়োগ হবে । আপনার পরিচিত কেউ থাকলে যোগাযোগ করে জানিয়েন । ১০ লাখ টাকা লাগবে । ৭ লাখ টাকা এখন দিতে হবে আর ৩ লাখ টাকা নিয়োগের পর । আমি জ্বি আচ্ছা বলে ফোন রেখে দিই । কিছুক্ষণ ভাবি । অনেকদিন আগে আমি ভদ্রলোকের স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, তোমার বর কি করে ? আমাকে বলা হয়েছে বিজনেস । আমি জানতে চেয়েছিলাম, কি বিজনেস ? মেয়েটি আমতা আমতা করতে লাগলো। আমি বললাম, এক্সপোর্ট- ইমপোর্ট, ইন্ডেন্টিং, ডিপার্টমেন্ট স্টোর, গার্মেন্টস কতো বিজনেসই তো আছে । আমি ‘মেয়েটি’ লিখেছি । কারণ She is only 27 .
যাক, চলছে ফেবুতে পারস্পারিক ফান । গোপনে কিছু নয় । বন্ধুরা জানেন, আমি একটা স্কুলে পার্টটাইম ইংরেজি পড়াতাম । গত বছর ১০ এপৃল রিজাইন করেছি । তাও ফেসবুকে লিখে জানিয়েছি । সে দিন সকালে ভদ্রলোক আবার আমাকে ফোন করে বললেন, করিম ভাই, কুমিল্লা কর কমিশনে লোক লাগবে । আপনি চাকরি করলে বলেন । আমি অবাক হয়ে বললাম, এই বয়সে আমাকে সরকারি চাকরি দেবেন ! তিনি বললেন, আমি বললে হবে ।
আজ এই নোট লিখতে বসে ভাবছি, তখন যদি আমি চাকরি করবো বলতাম, তবে কি তিনি আমার কাছে ৮/১০ লাখ টাকা চাইতেন ? যদি তিনি এমন ভেবে থাকেন তবে আমার সম্পর্কে তিনি খুব দুঃখজনক নিচু ধারণা পোষণ করেছেন । আমি ভেঙে যাবো তবু মচকাবো না ।
এর প্রায় মাসখানেক পর তিনি রাত ১১ টায় ফোন করে বললেন, করিম ভাই, আমার মিসেস আপনার জন্য হাঁসের মাংস রান্না করে দিয়েছেন । আমরা মায়ামিতে আছি । চলে আসুন । আমার বাসা থেকে মায়ামি রেস্তোরা ১০ মিনিটের হাঁটা পথ । আমি গেলাম । তাদের সঙ্গে খেলাম । উনার সঙ্গে ৫/৬ জন বন্ধু । এক মাইক্রোতে । ঢাকা থেকে তার জেলায় যেতে হলে কুমিল্লার উপর দিয়ে যেতে হয় । উনি উনার হোম ডিসট্রিক্ট যাবেন । সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন । আমি অবাক হয়ে দেখলাম, তার এক বন্ধু দিনাজপুরের, আরেক বন্ধু খুলনার, আরেক বন্ধু বগুরার, আরেক বন্ধু কিশোরগঞ্জের । এখন আমি আরেকজন কুমিল্লার ! তার স্ত্রীর দেয়া হাঁসের মাংসসহ আমাকে বাসায় ড্রপ করলেন তাদের মাইক্রোতে । চলছিলো দিন ভালোই ।
ওই রাতেই তিনি গাড়ি থেকে ফোন করে বললেন, করিম ভাই, আমাদের কিছু রসমালাই লাগবে । কাল যেতে নিয়ে যাবো ঢাকায় । আমি জানতে চাইলাম, কতো কেজি লাগবে ? তিনি বললেন, ৫ কেজি । পরদিন আমি আর্লি ঘুম থেকে জেগেই গেলাম শহরের মনোহরপুরে অবস্থিত “মাতৃ ভান্ডারে”। ১০টা, ১১টার পর ওই দোকানে আর রসমালাই পাওয়া যায় না । কুমিল্লা জেলায় এই একটি মাত্র মিষ্টান্ন দোকানের রসমালাই-ই অরিজিনাল । আর সব ডুপ্লিকেট । তাদের কোনো শাখা নেই । আমি ৫ প্যাকেটে ৫ কেজি রসমালাই কিনে এলাম জিলা স্কুল রোডে । এখানে সব লাইব্রেরি । আমার স্কুল, কলেজ জীবনের বেশিরভাগ সময় কেটেছিলো এই জিলা স্কুল রোডে । তার স্ত্রীর জন্য কয়েকটা বিদেশি লেখকের অনুবাদ করা বই কিনলাম । রসমালাইগুলো এনে ফ্রিজে রেখে দিলাম । যাওয়ার পথে দিয়ে দেবো বলে । উনি যাবার সময় কল করলেন । আমার বাসা বিশ্বরোডের পাশেই । বই আর রসমালাই সবগুলো দিলাম । উনারা চলে গেলেন । কিছুক্ষণ পর উনি ফোন করে বললেন, করিম ভাই, তাড়াহুড়ার মাঝে আপনাকে রসমালাই এর টাকা দিতে ভুলে গিয়েছিলাম । আমি ফান করে বললাম, আগে খেয়ে দেখুন ভালো কিনা । বিফলে মাগনা ।
এইতো সেদিন, কোরবানি ঈদের পরদিন সকাল ৭টায় তারা আমার বাসার নিচে এসে আমাকে কল করে । ঈদের খাবারসহ কিছু গিফট দেয় । কিন্তু বাসায় আসেনি ।
প্রায় মাসখানেক পর তিনি আবার ফোন করে আমাকে বলেন, করিম ভাই, বিজিবিতে লোক নিয়োগ হবে সৈনিক পদে । ৭ লাখ টাকা করে লাগবে । এখন ৫ লাখ টাকা দিতে হবে । নিয়োগের পর বাকি ২ লাখ । আমি ভীষণ দুঃখ পেয়ে ভদ্রলোককে আন্তরিকভাবে বলেছিলাম, ভাই, আমি তোমাদের অনেক ভালোবাসি । অনেক । তোমরা আমার অনেক ছোট । আমাকে অন্য কোনো কাজ দাও । আমি করে দেবো । এই কাজগুলো আমি পারবো না । সবাই সবকিছু পারে না ।
উনার মিসেসকে একদিন বলেছিলাম, তোমরা স্বামী-স্ত্রী-আর দু' সন্তানকে আমি অনেক ভালোবাসি । তোমার ছেলে আমার কাছে জেমিমার মতোই। যদিও উপলক্ষ্য তুমি । বিশ্বাস করো আমাকে । ধরো, এখন যদি এমন কোনো মিরাকল হয় যে, আমার সামনে অপশন দেয়া হলো- হয় আমি বাঁচবো নয় তোমার স্বামী বাঁচবে । আমি কোনটা বেছে নেবো ? আমি চাইবো, আমি মরে গিয়ে তোমার স্বামী বেঁচে থাক । তুমি অনেক ছোট । এই বয়সে তোমাকে বৈধব্য মানায় না ।
তুমি যদি এখন বলো, তোমার প্রিয় কোনো আত্মীয়ের জন্য একটা কিডনি লাগবে জরুরী । যদি আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে তবে আমি হাসি মুখে এটা তোমাকে/তোমাদেকে দেবো । তোমার/তোমাদের প্রিয় কারোর জন্য যদি চোখের কর্নিয়া লাগে আমি আমার একটা চোখ দেবো হাসি মুখে । বিলিভ মি । পৃথিবীতে অনেক কিছু আছে প্রমাণ করা যায় না । আমিও হয়তো প্রমাণ করতে পারবো না তোমাদের কতোটা ভালোবাসি ।
কিন্তু তোমার বর যে কাজগুলোর কথা আমাকে বলে এই কাজগুলো আমি করতে পারবো না । আমার পক্ষে কারো কাছে গিয়ে বলা সম্ভব নয় যে, কাউকে চাকরি দেবো । এতো টাকা লাগবে ঘুষ । আমি মরে গেলেও তা পারবো না ।
আজ আমরা বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসি । কে কেমন আছি কেউ জানি না । তবে এই পৃথিবীর যেখানেই থাকো, ভালো থেকো। এই কামনায় বিদায় বন্ধু ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন