কাবেরী
ঠিক এক বছর আগে। এই দিনে। আমার ফেসবুক বন্ধু Kaberi Mirza ও তার হাসব্যান্ড Mirza Mamun এই সকাল বেলায়ই ঢাকা থেকে রান্না করে আমার জন্য গরুর মাংস,পোলাউ,কাস্টার্ড, এক বৈয়াম কফি,একটা বিদেশি রেড বুল,তিন প্যাকেট সিগারেট, সিগারেট রাখার একটা সুন্দর বক্স যাতে লাইটারও আছে । আলাদা একটা দামি লাইটার নিয়ে এসেছেন । এসব ভালোবাসাই আমার বড় অনুপ্রেরণা । শুধু ধন্যবাদই তাদের জন্য যথেষ্ট নয় । ফেবুতে আমার লেখা পড়েই তারা আমাকে চেনে । ভালোবাসে ।
ঠিক এক বছর আগে। এই দিনে। আমার ফেসবুক বন্ধু Kaberi Mirza ও তার হাসব্যান্ড Mirza Mamun এই সকাল বেলায়ই ঢাকা থেকে রান্না করে আমার জন্য গরুর মাংস,পোলাউ,কাস্টার্ড, এক বৈয়াম কফি,একটা বিদেশি রেড বুল,তিন প্যাকেট সিগারেট, সিগারেট রাখার একটা সুন্দর বক্স যাতে লাইটারও আছে । আলাদা একটা দামি লাইটার নিয়ে এসেছেন । এসব ভালোবাসাই আমার বড় অনুপ্রেরণা । শুধু ধন্যবাদই তাদের জন্য যথেষ্ট নয় । ফেবুতে আমার লেখা পড়েই তারা আমাকে চেনে । ভালোবাসে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন