সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হংকং টু ম্যানিলা

হংকং টু ম্যানিলা

হংকং থেকে ক্যাথে প্যাসেফিক ( Cathay Pacific- হংকংয়ের এয়ারলাইন্স ) এয়ারলাইন্সে ম্যানিলা গিয়েছিলাম একদিন । সেই কবে ১৯৯৫ সালে । হংকং থেকে ম্যানিলা ৩ ঘন্টা ১০ মিনিটের ফ্লাইট । ঢাকা - কুয়ালালামপুর ফ্লাইটের সমান । ক্যাথে প্যাসেফিক এয়ারলাইন্সের ইনফ্লাইট সার্ভিস যেমন ভালো তেমনি বিমানগুলোও প্রায় নতুনের মতো । যাত্রীও হয় প্রচুর । হংকং - ম্যানিলা মাত্র ৩ ঘন্টার ছোট দূরত্ব হলেও ক্যাথে প্যাসিফিক এই রুটেও ৭৪৭ এর মতো বড় বোয়িং ব্যবহার করে । বিমানে উঠে দেখি ৭৪৭ই আমাদের ম্যানিলা নিয়ে যাবে । যাত্রীও প্রচুর ।
হংকং বৃটিশ কলোনি থাকা অবস্থায় ক্যাথে প্যাসেফিক ফ্লাইট সার্ভিস শুরু করে। ১৯৯৭ সালে চায়নার অধীনে চলে গেলেও এই ফ্লাইট সার্ভিস চায়না বন্ধ করে নি।
ফিলিপিন্সের প্রতি আমার আগ্রহ ছিলো খুব । ১৯৮৬ সালে যখন জাপান গিয়েছিলাম তখন ম্যানিলাতে ২ ঘণ্টার ট্রানজিট ছিলো ।
খুব আনন্দের ছিলো বিকেলের সেই ফ্লাইট । কৃসেলডা নামের ফিলিপিন্সের একটা মেয়ে ছিলো আমার পাশের সিটে । বয়স ২২/২৩ । আমি কথা বলতে পছন্দ করি। সহযাত্রী যেই হোক তার সঙ্গে কথা বলা হয়। কেউ না কেউ শুরু করে। ইকোনমি ক্লাশে বিমানের সীটগুলোও পাশাপাশি এবং কাছাকাছি। আমিই কথা শুরু করলাম। নিজের পরিচয় দিয়ে প্রথমে তার দেশ নিয়ে কিছু কথা বললাম।
সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস , ফার্স্ট লেডী ইমেলদা মার্কোস( যার ৬০০০ জোড়া জুতা ছিলো ), ফিদেল রামোস ,বেনিনো আকিনো ( অনেকে বলে বেনিগনো ), যিনি আমেরিকা থেকে স্বেচ্ছা নির্বাসন ছেড়ে দেশে ফিরলে ম্যানিলা এয়ারপোর্টেই বিমান থেকে নামার সময় বিমানের সিঁড়িতেই তাকে গুলি করে মেরে ফেলা হয়েছিলো সম্ভবত ১৯৮৩ সালে। ফিলিপিন্সের প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি । তার হত্যাকাণ্ডের পর তার স্ত্রী কোরাজন আকিনো মার্কোসের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন । শেষ পর্যন্ত ২৫ বছরের প্রতাপশালী স্বৈরশাসক মার্কোস আমেরিকার হনলুলু দ্বীপে আশ্রয় নেন স্ত্রী ইমেলদাকে নিয়ে ।
তীব্র গন আন্দোলনের মুখে ফিলিপিন্সের আমেরিকান বিমান ঘাটি থেকে তাকে আমেরিকান বিমান বাহিনীর বিমানে হনুলুলু নিয়ে যাওয়া হয়েছিলো । মার্কোস আমেরিকার ভালো বন্ধু ছিলেন । কয়েক বছর পর তিনি সেখানেই মারা যান । মার্কোসের পর বেনিনো আকিনোর বিধবা স্ত্রী কোরাজন আকিনো নির্বাচনের মাধ্যমে ফিলিপিন্সের প্রেসিডেন্ট হন । যায়যায়দিন একবার প্রচ্ছদও করেছিলো " কোরাজন , বুবুজান( হাসিনা) , ভাবীজান( খালেদা) " নামে । বেনিনো আকিনোর ডাকনাম ছিলো নিনয় । তার ডাক নামেই ম্যানিলা এয়ারপোর্টটির নামকরন করা হয়েছিলো " নিনয় আকিনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট " । কৃসেলডার সঙ্গে এসব বিষয়ে গল্প



করার সময় সে খুব অবাক হয়েছিলো তার দেশ সম্পর্কে ধারণা দেখে ।
ফিলিপিন্সের প্রায় সবাই ভালো ইংরেজি জানে । ফিলিপিনো মেয়েরা খুব মিশুক । অল্প কিছু টাকা খরচ করলেই তারা অকাতরে সঙ্গ দেয় । সততা আর নিরাপত্তায় তাদেরকে বিশ্বাস করা যায় । কৃসেলডা হংকংয়ে একটা ইলেকট্রনিক্স দোকানে সেলস গার্লের কাজ করে বলে জানালো । ম্যানিলাতেই তার বাসা । ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরে একটা গরিব দ্বীপ দেশ । বাংলাদেশ পাসপোর্ট তখন পোর্ট অফ এন্টৃ ছিলো । পৃথিবীর প্রায় সব ধনী দেশে ফিলিফিনো মেয়েরা চাকরি করে । সৌদি আরব থেকে আমেরিকা পর্যন্ত । আমি তখন ভিয়েনায় থাকতাম , ফিলিপিন্স বেড়াতে এসেছি । আমি জানি, অনেক দেশেই অল্প সময়ের জন্য কারো বাসায় পেয়িং গেস্ট থাকা যায় । একবার বুখারেস্টে ( ১৯৯২ সালে) এক বাসায় ছিলাম মাত্র ২০ ডলারে এক মাস । আরো কতো সুযোগ সুবিধা ! এসব শুনে কৃসেলডা বললো , আমি চাইলে তার বাসায় থাকতে পারি । আমি নিম রাজী । বিমান আস্তে আস্তে নিচে নামতে লাগলো । কৃসেলডা আরো ঘনিষ্ঠ হয়ে আমার হাত ধরে জানতে চাইলো Are you coming with me ? আমিও ওর হাতে ঝাঁকি দিয়ে বলেছিলাম Yes , I am. সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আমরা ম্যানিলায় নেমে সোজা কৃসেলডার বাসায় ।
(ম্যানিলা বে (Manila Bay) বা ম্যানিলা উপসাগরের পাড়েই ম্যানিলা শহর। ওই সাগরের বাধাই করা পাড়ে বসা একটা ছবি।)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

অশ্লীল নাম

বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর