( পৃথিবীর শ্রেষ্ঠ শহরে টাটকা যৌবনে ছয় বছর বসবাস এবং গান। নতুন বন্ধুদের জন্য)।
এই চাইনিজ ভদ্র মহিলা আমাকে খুব পছন্দ করতেন। বয়সে আমার অনেক বড় ছিলেন । নাম সুচি । ভিয়েনার উপকন্ঠে উনার একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিলো ।
ভিয়েনা থেকে ২৫ মাইল দূরে । ২০ মিনিটে যাওয়া যায়। জায়গাটির নাম বাদেন ( Baden ) । বেশ অভিজাত আবাসিক এলাকা । আমার মেয়ে বন্ধু এঞ্জেলার বাসা এখানে । অবসরে বেশি সময় এই এলাকায় কাটাতাম। জার্মান উচ্চারণে এঞ্জেলা ( Angela ) কে এঙ্গেলা বলে। পুরো এলাকায় অল্প কয়েকজন মানুষ । বলতে গেলে সবাই সবাইকে চেনে । সারা দেশের জনসংখ্যাই তখন ছিলো ৭৫ লাখ আর এখন ৮২ লাখ । অনেকেই জানেন, ২০১৬ এবং ২০১৭ এই দুই বছর ভিয়েনা বিশ্বে বসবাসের জন্য শ্রেষ্ঠ শহরের তালিকায় ছিলো।
আমি বিয়ার খেতে পছন্দ করতাম । রেস্টুরেন্টে গেলেই তিনি বড় গ্লাসে বিয়ার দিতেন। ২০ বছর কলকাতায় ছিলেন বলে তিনি খুব ভালো/ শুদ্ধ বাংলা বলতে পারতেন । বাংলা গান খুব পছন্দ করতেন। ওই সময় আমি ভালো গান গাইতে পারতাম । কিশোর কুমার, মান্না দে, হেমন্ত, বাপ্পি লাহিড়ী ,কুমার শানু, রাহুল দেব বর্মণ, তালাত মাহমুদ , শিবাজি, ভুপেন হাজারিকা, তরুণ বন্দোপাধ্যায়, শ্যামল মিত্র, অভিজিৎ ,আশা ,আরতি,হৈমন্তী,শ্রাবন্তী,প্রতিমা,নির্মলা মিস্ত্রসহ অনেক শিল্পির অনেক গান আমার মুখস্ত ছিলো ।
একদিন উনি বাপ্পি লাহিড়ীর গান শুনতে চাইলেন । অনেকেই হয়তো জানেন না অথবা জানেন, ট্রামে চলাচলের জন্য ভিয়েনা বিখ্যাত শহর । একই রাস্তায় গাড়িও চলছে ট্রামও চলছে। বেশ সুন্দর দৃশ্য ।
ডিসেম্বর মাসে তীব্র শীতের এক সন্ধ্যায় ওই চাইনিজ ভদ্র মহিলাকে শুনিয়েছিলাম বাপ্পি লাহিড়ীর ট্রামের গান....
" শেষ ট্রামে দু'জনাতে
ফাগুনের এক রাতে
দেখা হয়ে গেলো
তিনটি বছর পরে
জানিনা কেমন করে
এমন হলো..."
সুচি এই গান শুনে উঠে এসে আমার কান মলে শুদ্ধ বাংলায় বলেছিলো, এই দুষ্টু সবই পারে । ডিস্কোতেও নাচতে পারে বাংলা গানও ভালো গাইতে জানে ।
মাঝে মাঝে ভাবি, এক জীবনে মানুষ কত কি করে !!!!!
সঙ্গে ভিয়েনার ট্রামের ছবিও ।
· Comilla






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন