আইসল্যান্ড বিয়ে করো
সরকারী নাম আইসল্যান্ড প্রজাতন্ত্র। ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম রেইকিয়াভিক। ইংরেজি বানান Reykjavík। ইংরেজি বানানের কারনে আমাদের দেশে অনেকেই এমনকি পত্রিকাও লিখে রিকজাভিক। আইসল্যান্ডকে ভালোভাবে চিনি ১৯৮৬ সালে। আমি তখন জাপানে ছিলাম। নিয়মিত Japan Times, Mainichi Daily News পড়তাম। যারা রাজনীতির খবর রাখেন তারা জানেন, তখনো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় নি। আমেরিকার সঙ্গে চলছে ঠান্ডা যুদ্ধ। আমেরিকা এক হুমকি দেয় তো সোভিয়েত ইউনিয়ন তিন হুমকি দেয় আমেরিকাকে। তখন সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গরবাচেভ। তিনিই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট। ১৯৮৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিপাবলিকান দলের রোনাল্ড রেগান। দুই পরাশক্তির স্নায়ু যুদ্ধ কমাতে আইসল্যান্ডের রাজধানীতে রেগান- গরবাচেভ শীর্ষ বৈঠকে বসে। ওই বৈঠকে গরবাচেভ রেগানকে দুই দেশের ( আমেরিকা - সোভিয়েত ইউনিয়নের) সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রেগান - গরবাচেভের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আমার স্পস্ট মনে আছে, সেদিন জাপানের সব পত্রিকার শিরোনাম ছিলো Historic Offer by Gorbachev. Summit Collapsed.
দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রীনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এবং ফারো দ্বীপপুঞ্জের মধ্যে, উত্তর আমেরিকা ও ইউরোপের সদাসক্রিয় ভূ-গাঠনিক প্লেটগুলির সীমারেখার ঠিক উপরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ।
আইসল্যান্ডের উত্তর প্রান্ত সুমেরুবৃত্তকে স্পর্শ করেছে। ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪৮৫ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৬০ কিলোমিটার দীর্ঘ। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। দেশটির জলবায়ু, ভূগোল ও সংস্কৃতি বৈপরীত্য ও বৈচিত্র্যে সমৃদ্ধ।
আইসল্যান্ডের আয়তন মাত্র ১০৩০০০স্কোয়ার কিলোমিটার বা ৪০,০০০ বর্গ মাইল। লোক সংখ্যা মাত্র ৩ লাখ ৪৮ হাজার ৫৮০।
আইসল্যান্ডে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি। তাই আইসল্যান্ড সরকার ঘোষণা করেছে, কেউ আইসল্যান্ডের মেয়েকে বিয়ে করলে সরকার প্রতিমাসে ৫০০০ ডলার দেবে। সঙ্গে থাকবে আরো অনেক সুবিধা।
সরকারী নাম আইসল্যান্ড প্রজাতন্ত্র। ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম রেইকিয়াভিক। ইংরেজি বানান Reykjavík। ইংরেজি বানানের কারনে আমাদের দেশে অনেকেই এমনকি পত্রিকাও লিখে রিকজাভিক। আইসল্যান্ডকে ভালোভাবে চিনি ১৯৮৬ সালে। আমি তখন জাপানে ছিলাম। নিয়মিত Japan Times, Mainichi Daily News পড়তাম। যারা রাজনীতির খবর রাখেন তারা জানেন, তখনো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় নি। আমেরিকার সঙ্গে চলছে ঠান্ডা যুদ্ধ। আমেরিকা এক হুমকি দেয় তো সোভিয়েত ইউনিয়ন তিন হুমকি দেয় আমেরিকাকে। তখন সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গরবাচেভ। তিনিই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট। ১৯৮৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিপাবলিকান দলের রোনাল্ড রেগান। দুই পরাশক্তির স্নায়ু যুদ্ধ কমাতে আইসল্যান্ডের রাজধানীতে রেগান- গরবাচেভ শীর্ষ বৈঠকে বসে। ওই বৈঠকে গরবাচেভ রেগানকে দুই দেশের ( আমেরিকা - সোভিয়েত ইউনিয়নের) সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রেগান - গরবাচেভের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আমার স্পস্ট মনে আছে, সেদিন জাপানের সব পত্রিকার শিরোনাম ছিলো Historic Offer by Gorbachev. Summit Collapsed.
দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রীনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এবং ফারো দ্বীপপুঞ্জের মধ্যে, উত্তর আমেরিকা ও ইউরোপের সদাসক্রিয় ভূ-গাঠনিক প্লেটগুলির সীমারেখার ঠিক উপরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ।
আইসল্যান্ডের উত্তর প্রান্ত সুমেরুবৃত্তকে স্পর্শ করেছে। ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪৮৫ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৬০ কিলোমিটার দীর্ঘ। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। দেশটির জলবায়ু, ভূগোল ও সংস্কৃতি বৈপরীত্য ও বৈচিত্র্যে সমৃদ্ধ।
আইসল্যান্ডের আয়তন মাত্র ১০৩০০০স্কোয়ার কিলোমিটার বা ৪০,০০০ বর্গ মাইল। লোক সংখ্যা মাত্র ৩ লাখ ৪৮ হাজার ৫৮০।
আইসল্যান্ডে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি। তাই আইসল্যান্ড সরকার ঘোষণা করেছে, কেউ আইসল্যান্ডের মেয়েকে বিয়ে করলে সরকার প্রতিমাসে ৫০০০ ডলার দেবে। সঙ্গে থাকবে আরো অনেক সুবিধা।
আমি কি আইসল্যান্ডে বিয়ে করতে পারবো
উত্তরমুছুন