সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অথেরোস ক্লোরোসিস

অথেরোস ক্লোরোসিস

আমাকে যারা চেনেন তাদের সকলেরই একটা ধারণা আমি রাগী ! কিন্তু আমার মনে প্রায়ই একটা প্রশ্ন জাগে- আসলেই কি আমি রাগি না আমাকে রাগানো হয় ? প্রায় ৮/১০ বছর আগে আমার চাচাতো ভাতিজা ফারুক চৌধুরী আমাকে বলেছিলো কাকা, আপনি বুঝেন না । কিছু লোক আপনাকে ইচ্ছা করে রাগায় । এরা খুব ধুরন্ধর । এরা জানে কি করলে বা বললে, আপনি রাগবেন । আপনি রাগলেই হারবেন আর তাদের স্বার্থ সিদ্ধি হবে
২০১০ সালে জেমিমার মা আমাকে ধানমণ্ডি ইবনে সিনহা হসপিটালে নিয়ে যান । কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে দেখেন । একেকজন একেক বিষয়ে স্পেশালিস্ট । এক্সরে, কয়েক রকমের ব্লাড টেস্ট, ব্লাড টেস্টের বিলই এসেছিলো ৮৩০০ টাকা । ইসিজি, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, বুক, তলপেট, এমনকি ব্রেইন পর্যন্ত এক্সরে করিয়েছিলো জেমিমার মা । আমি তাকে বার বার বলেছি, আমার কোনো রোগ নেই । ইউরোপ- আমেরিকায় আমি ডাক্তার দেখিয়েছি । আমার কোনো শারীরিক সমস্যা নেই । তোমরা আমাকে বোঝো না ।
একটা রোগ আছে, সেটা এই দেশের ডাক্তার আইডেনটিফাই করতে পারবে কিনা জানি না । আমি লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় পড়েছি, সাবেক সোভিয়েত নেতা জোশেফ স্টালিন এক ধরনের রোগে ভুগতেন । তার মৃত্যুর ৫০ বছর পর তাঁর ব্যক্তিগত ডাক্তার এই রোগ সম্পর্কে গনমাধ্যমে বলেন যে, জোশেফ স্টালিন ‘অথেরস ক্লোরোসিস’ নামে এক রোগে ভুগতেন । এই রোগে মানুষ হঠাৎ রেগে যায় । প্রতিক্রিয়া হয় তীব্র । স্টালিন তাঁর সময়ে ৫ কোটি সোভিয়েতবাসীকে হত্যা করেছিলেন বলে বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছিলো । ওই রিপোর্টে ডাক্তার বলেছেন, অনেকেই এই রোগে আক্রান্ত কিন্তু আমরা না বুঝে তাকে রাগি, উম্মাদ, পাগল বলি । কিন্তু তা ঠিক নয় । এই রোগে তারাই আক্রান্ত হয় যাদের ব্লাডে ফ্যাট বেশি থাকে । রক্তে চর্বি বেশি থাকার কারনে শরীরের সব জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক থাকলেও আমাদের মস্তিস্কে যে সূক্ষ্ম শিরা উপশিরা আছে সেখানে গিয়ে স্বাভাবিক রক্ত চলাচলে বাঁধার সৃষ্টি করে । যেহেতু মস্তিস্কের শিরা উপশিরা খুব সূক্ষ্ম সেখানে রক্তে চর্বির কারনে স্বাভাবিক রক্ত চলাচলে বাধা দেয় । তখনি ওই মানুষ রেগে যায় ।
আমার তেমন রোগ আছে কিনা জানি না । অযথা কেন এই হয়রানি করছো ?
পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ আছে । কেউ একটু রাগি হবে, কেউবা শান্ত প্রকৃতির । আর রাগ ছাড়া মানুষ আছে বলে আমার জানা নেই । স্বয়ং আল্লাহ ভীষণ রাগি । তার কথামতো না চললে, দোজখে কি কঠোর শাস্তি দেবেন তা পবিত্র কোরানে স্পষ্ট লেখা আছে । এটা নিয়ে কেনো ঝামেলা করছো ? আগে দেখো, বিনা কারনে আমি কারো সঙ্গে রাগ করি কিনা । যদি করি তবে সেটাকে রোগ হিসেবে ধরতে পারো । আমি অনিয়ম, অন্যায়, অসৌজন্যতা, দুর্নীতি এসব মেনে নিতে পারি না।
জেমিমার মা বলেছিলো, আমি দেখবো তোমার কোনো রোগ আছে কিনা ? আমি তখন ফান করে বলেছিলাম, বিশেষ মুহুর্তে কি আমাকে অসুস্থ মনে হয় তোমার কাছে ? আমি যে কি পরিমান রোমান্টিক এটা তোমার চোখে পড়ে না? জেমিমার মা বলেছিলেন, না, আপনি আন্তর্জাতিক অভিজ্ঞতসম্পন্ন । ওই ব্যাপারে আপনি ক্লাশের ফার্স্ট বয়ের মতোই ফার্স্ট ।
৮/১০ দিন ধরে সব চেক আপ করে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার একসঙ্গে বসে আমার সঙ্গে কথা বললেন ১৫ মিনিট । কিছুটা সাইকোলজিস্টের মতো । তারপর জেমিমার মাকে জানালেন, আমার কোনো রোগ নেই । অনেকদিন দেশের বাইরে নিয়মের মধ্যে চলে এখানের অনিয়ম দেখলে আমি রেগে যাই । এটা অ্যাডজাস্টমেন্ট সমস্যা । আর কিছু নয় । ব্লাডে সামান্য ফ্যাট আছে । যা স্বাভাবিক মাত্রার । প্রায় সকলেরই আছে । ডাক্তার আমাকে শুধু একটা ট্যাবলেট দিয়েছিলেন । ১০ দিন খাওয়ার জন্য । খুবই কম দামি একটা ট্যাবলেট । নাম Rex. ছোট এক বোতল ট্যাবলেটের (১০টা) দাম ১৫ টাকা । ভিজিট, টেস্ট সব মিলে খরচ হয়েছিলো ৪২৫০০ টাকা ! আর ওষুধ লেগেছে ১৫ টাকার !

করিম চৌধুরী
 ৩ সেপ্টেম্বর ২০১৯
কুমিল্লা ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

অশ্লীল নাম

বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর