সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bamboo Shoots

Bamboo Shoots

একটা পত্রিকায় বাঁশের অংকুর খাওয়ার কি উপকারিতা তা নিয়ে রিপোর্ট করেছে। অনেকেই দেখলাম এটাকে খুব নিগেটিভলি নিয়ে ফেবুতে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের পত্রিকায় রিপোর্ট করেছে দুই দিন আগে। আমি ৩০ বছর আগেই জাপানে এটা খেয়েছি।
বাঁশের অংকুর একটা ভালো খাবার। আমরা যারা বিদেশে ছিলাম তারা প্রচুর খেয়েছি। ডিপার্টমেন্ট স্টোরে টিনের কৌটায় তা বিক্রি হয়। স্লাইস আকারে থাকে। বিশেষ বিশেষ কারিতে এই বাঁশের অংকুরের স্লাইস দেয়া হয়। এর ইংরেজি নাম Bamboo Shoots.
ইউরোপ, আমেরিকার সব রেস্টুরেন্টে এই ব্যাম্বো শুটস আছে। চায়না,জাপান,হংকং,ফিলিপিন্স, থাইল্যান্ডেও খেয়েছি। ওরা ৪০/৫০ বছর আগে থেকেই তা খায়। এই ব্যাম্বো শুটসের স্লাইস আরো ছোট করে স্যুপেও দেয়া হয়।
তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে সঙ্গে অন্য সবজিও দেবেন।

Why bamboo shoots are good to eat?
Bamboo shoots contain phytochemicals, which have antibacterial and antiviral effects in the body. They are a good source of dietary fibre. Bamboo shoots contain potassium, important for a healthy heart and to maintain normal blood pressure.
Eating bamboo shoot long-term might decrease the thyroid. Medications for an overactive thyroid decrease the thyroid. Taking bamboo shoot along with medications for an overactive thyroid might decrease the thyroid too much.

Bamboo shoots have immense potential of being used as important health food as they contain high proteins, amino acids, carbohydrates, many important minerals, and vitamins 12.Freshly collected bamboo shoots have good amount of thiamine, niacin, vitamin


A, vitamin B6, and vitamin E.
বাঁশের অঙ্কুর খাওয়া ভালো কেন?
বাঁশের কান্ডে ফাইটোকেমিক্যালস থাকে, যা দেহে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রভাব ফেলে। এগুলো ডায়েট্রি ফাইবারের একটি ভালো উৎস। বাঁশের কান্ডে পটাসিয়াম থাকে যা স্বাস্থ্যকর হার্টের জন্য এবং সাধারণ রক্তচাপ বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
দীর্ঘমেয়াদে বাঁশের অঙ্কুর খেলে থাইরয়েড হ্রাস পেতে পারে। ওভারটিভ থাইরয়েডের ওষুধগুলো থাইরয়েড হ্রাস করে। ওভারটিভ থাইরয়েডের ওষুধের সাথে বাঁশের অঙ্কুর গ্রহণ থাইরয়েডকে খুব বেশি হ্রাস করতে পারে।

বাঁশের অঙ্কুরগুলো গুরুত্বপূর্ণ খাদ্য হিসাবে ব্যবহারের প্রচুর সম্ভাবনা রয়েছে কারণ এগুলোতে উচ্চ প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, অনেকগুলো গুরুত্বপূর্ণ খনিজ এবং ভিটামিন ১২ রয়েছে ।
ভালোভাবে সংগ্রহ করা বাঁশের অঙ্কুরগুলোতে থায়ামিন, নিয়াসিন, ভিটামিন এ, ভিটামিন বি ৬, এবং ভালো পরিমাণ ভিটামিন ই রয়েছে।

২৯ নভেম্বর, ২০১৯
কুমিল্লা ।
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

অশ্লীল নাম

বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর