টাকা ও নারী
রহিম রংপুরের । আমার সঙ্গে তার পরিচয় নিউ ইয়র্কে । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম,এ করেছিলো । আমরা মাঝে মাঝে সময় কাটাতাম এক সঙ্গে । এক বিকেলে আমরা জাতিসংঘ সদর দপ্তরের লাগোয়া ইস্ট রিভারের (পূর্ব নদী) সিঁড়িতে বসে গল্প করছিলাম । অনেকগুলো ছোট বিমান নদীতে । পানি থেকে উড়ে যায় । নিউ ইয়র্কের এরিয়াল ভিউ(Aerial View) দেখে আবার পানিতে এসেই ল্যান্ড করে । ধনী দেশের নাগরিকদের তো আর আনন্দের সীমা নেই । যেভাবে খুশি সময় কাটায় ।
আমি দেশে ফিরে আসবো বলায়, রহিম বললো,কি করতে যাবেন ? কি আছে বাংলাদেশে ? আমিতো মরবোও আমেরিকায় । রহিম বিবাহিত ছিলো । স্ত্রী দেশে । আমি জানতে চাইলাম, স্ত্রীর জন্য খারাপ লাগেনা ? রহিম বললো, না । মোটেও না । এখন স্ত্রীও খুব ভালোবাসে । অনেক কদর করে । আমেরিকা থেকে ডলার যায় তো । টাকা থাকলে বউও বেশি ভালোবাসে । আপনিতো বিয়ে করেননি তাই টের পান না ।
আমি রহিমের কাছে জানতে চেয়েছিলাম, টাকা থাকলেই কি মেয়েরা ভালোবাসে ? রহিম বলেছিলো, আলবৎ । আপনি দেখি এ ব্যাপারে এখনো শিশু । আমি বললাম , কই নাতো । আমাকে তো অনেক মেয়েরাই ভালোবাসে । অনেকের সঙ্গে প্রেমও আছে । রহিম বলেছিলো, আপনি ভালো ছাত্র । লেখালেখি করেন জনপ্রিয় পত্রিকায় । একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো । থাকেন আমেরিকায় । আপনাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে ? আমি রহিমকে বলেছিলাম, আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না । রহিম বলেছিলো, একমত হওয়ার দরকার নেই । তবে আমি অনেক শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে জানি, যারা টাকা ছাড়া আর কোন বিষয়কেই বড় করে দেখে না । এই আমেরিকাতেও ওপি ওয়ান, ডিবি লটারি পেয়ে আসা অনেক মূর্খ্য ছেলে দেশে গিয়ে এম,এ পাশ মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে । নিউ ইয়র্কেও অনেক আছে । খোঁজ নিলেই জানতে পারবেন । ওদের যোগ্যতা শুধু আমেরিকায় থাকে ।
অনেক বছর পর এখন রহিমের সঙ্গে আমিও একমত । টাকা থাকলে আর কিছু না হোক অন্তত যে কোন মেয়েকেই পাওয়া যায় । দেশে যে এতো দুর্নীতিবাজ তা শুধু মেয়েদের কারণে । স্ত্রী যদি সৎ হতো তবে দেশে এতো দুর্নীতিবাজের সৃষ্টি হতো না । বস্তা বস্তা টাকা যখন বাসায় নিয়ে যায় তখন যদি স্ত্রীরা স্বামীকে প্রশ্ন করতো যে, তুমি বেতন পাও এতো টাকা । অতিরিক্ত টাকা কোত্থেকে এলো ?
আমরা দেখি ,দুর্নীতিবাজ স্বামীরা বউয়ের নামে ফ্ল্যাট কেনে । শ্যালক, শ্যালিকার নামেও কেনে । অনেকে শ্বশুর শাশুড়ির নামেও টাকা রাখে, ফ্ল্যাট কিনে । কোটি কোটি টাকা বউয়ের একাউন্টে রাখে । এতে তারা খুশি । আমি মনে করি, দেশে যতো দুর্নীতিবাজ আছে তার জন্য তাদের স্ত্রীরাই প্রধানত দায়ী । স্ত্রীর কাছে আস্কারা না পেলে স্বামীরা দুর্নীতি করতো না । এর জন্য মেয়েরা দায়ী । তাদের কারণেই পুরুষ বিপথে যায় । ওই যে যুবক ছেলেরা ফেসবুকে লিখে-
‘ যদি মেয়েরা আজ ঘোষণা দেয় যে, যে সব পুরুষ সিগারেট খায় তাদেরকে ঠোঁটে চুমু খেতে দেয়া হবে না । তবে সব পুরুষই সিগারেট খাওয়া ছেড়ে দিতো ’ ।
দুর্নীতিবাজ পুরুষ সৃষ্টি হয় স্ত্রীর কারণে ।
রহিম রংপুরের । আমার সঙ্গে তার পরিচয় নিউ ইয়র্কে । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম,এ করেছিলো । আমরা মাঝে মাঝে সময় কাটাতাম এক সঙ্গে । এক বিকেলে আমরা জাতিসংঘ সদর দপ্তরের লাগোয়া ইস্ট রিভারের (পূর্ব নদী) সিঁড়িতে বসে গল্প করছিলাম । অনেকগুলো ছোট বিমান নদীতে । পানি থেকে উড়ে যায় । নিউ ইয়র্কের এরিয়াল ভিউ(Aerial View) দেখে আবার পানিতে এসেই ল্যান্ড করে । ধনী দেশের নাগরিকদের তো আর আনন্দের সীমা নেই । যেভাবে খুশি সময় কাটায় ।
আমি দেশে ফিরে আসবো বলায়, রহিম বললো,কি করতে যাবেন ? কি আছে বাংলাদেশে ? আমিতো মরবোও আমেরিকায় । রহিম বিবাহিত ছিলো । স্ত্রী দেশে । আমি জানতে চাইলাম, স্ত্রীর জন্য খারাপ লাগেনা ? রহিম বললো, না । মোটেও না । এখন স্ত্রীও খুব ভালোবাসে । অনেক কদর করে । আমেরিকা থেকে ডলার যায় তো । টাকা থাকলে বউও বেশি ভালোবাসে । আপনিতো বিয়ে করেননি তাই টের পান না ।
আমি রহিমের কাছে জানতে চেয়েছিলাম, টাকা থাকলেই কি মেয়েরা ভালোবাসে ? রহিম বলেছিলো, আলবৎ । আপনি দেখি এ ব্যাপারে এখনো শিশু । আমি বললাম , কই নাতো । আমাকে তো অনেক মেয়েরাই ভালোবাসে । অনেকের সঙ্গে প্রেমও আছে । রহিম বলেছিলো, আপনি ভালো ছাত্র । লেখালেখি করেন জনপ্রিয় পত্রিকায় । একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো । থাকেন আমেরিকায় । আপনাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে ? আমি রহিমকে বলেছিলাম, আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না । রহিম বলেছিলো, একমত হওয়ার দরকার নেই । তবে আমি অনেক শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে জানি, যারা টাকা ছাড়া আর কোন বিষয়কেই বড় করে দেখে না । এই আমেরিকাতেও ওপি ওয়ান, ডিবি লটারি পেয়ে আসা অনেক মূর্খ্য ছেলে দেশে গিয়ে এম,এ পাশ মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে । নিউ ইয়র্কেও অনেক আছে । খোঁজ নিলেই জানতে পারবেন । ওদের যোগ্যতা শুধু আমেরিকায় থাকে ।
অনেক বছর পর এখন রহিমের সঙ্গে আমিও একমত । টাকা থাকলে আর কিছু না হোক অন্তত যে কোন মেয়েকেই পাওয়া যায় । দেশে যে এতো দুর্নীতিবাজ তা শুধু মেয়েদের কারণে । স্ত্রী যদি সৎ হতো তবে দেশে এতো দুর্নীতিবাজের সৃষ্টি হতো না । বস্তা বস্তা টাকা যখন বাসায় নিয়ে যায় তখন যদি স্ত্রীরা স্বামীকে প্রশ্ন করতো যে, তুমি বেতন পাও এতো টাকা । অতিরিক্ত টাকা কোত্থেকে এলো ?
আমরা দেখি ,দুর্নীতিবাজ স্বামীরা বউয়ের নামে ফ্ল্যাট কেনে । শ্যালক, শ্যালিকার নামেও কেনে । অনেকে শ্বশুর শাশুড়ির নামেও টাকা রাখে, ফ্ল্যাট কিনে । কোটি কোটি টাকা বউয়ের একাউন্টে রাখে । এতে তারা খুশি । আমি মনে করি, দেশে যতো দুর্নীতিবাজ আছে তার জন্য তাদের স্ত্রীরাই প্রধানত দায়ী । স্ত্রীর কাছে আস্কারা না পেলে স্বামীরা দুর্নীতি করতো না । এর জন্য মেয়েরা দায়ী । তাদের কারণেই পুরুষ বিপথে যায় । ওই যে যুবক ছেলেরা ফেসবুকে লিখে-
‘ যদি মেয়েরা আজ ঘোষণা দেয় যে, যে সব পুরুষ সিগারেট খায় তাদেরকে ঠোঁটে চুমু খেতে দেয়া হবে না । তবে সব পুরুষই সিগারেট খাওয়া ছেড়ে দিতো ’ ।
দুর্নীতিবাজ পুরুষ সৃষ্টি হয় স্ত্রীর কারণে ।
৩১ জানুয়ারি, ২০১৬
কুমিল্লা ।
কুমিল্লা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন