একাধিক ফেসবুক একাউন্ট
যারা ফেবুতে সৃজনশীল লেখা লিখেন এবং চান তাদের লেখাগুলো সংগ্রহে থাক ফেবুতে। তাদের উচিৎ একটি বা দু'টি সহযোগী একাউন্ট খোলে রাখা ফেবুতে। যদিও তা ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করে । কোনো ব্যক্তির একাধিক একাউন্ট ফেসবুক অনুমোদন করে না । কিন্তু আমার পরিচিত অনেকের একাউন্ট হ্যাকড হয়েছে । আমার তো নয় বছরের একাউন্টই হ্যাকড । হ্যাকড হওয়া একাউন্ট ফেরত পাওয়া প্রায় অসম্ভব । এতে ফেসবুক অথরিটিরও কিছু করার থাকে না । কারন হ্যাকাররা ইমেইল এড্রেসসহ সবকিছুই চেইঞ্জ করে ফেলে ।
তাই একটি বা দুটি সহযোগি একাউন্ট থাকলে ওইসব সেকন্ডারি একাউন্টে তাদের লেখা পোস্ট করে রাখা যায়। তাতে মুল একাউন্ট হ্যাকড বা ডিসএবল্ড হলেও লেখাগুলো পাওয়া যায় । অথবা ব্লগে একাউন্ট খোলে লেখাগুলো ব্লগে পোস্ট করে রাখা৷ ফেবুর একাউন্টের কোনো গ্যারান্টি নেই। যে কোনো উসিলায় ফেবু একাউন্ট কতৃপক্ষ ব্লক বা ডিসএবল্ড করে দিতে পারে। দুই বছর আগে ২০১৭ সালের মে মাসে আমার Karim Chowdhury একাউন্টটি ১৫ দিনের জন্য ডিসএবল্ড করে রেখেছিলো ফেসবুক।
তখন আমি এই নতুন একাউন্টটি খোলতে বাধ্য হই। পরে ফেবুর সঙ্গে অনেক দেন দরবার করে আমার ওই একাউন্টটি ফেরত পাই। তখন আমি এই নতুন খোলা একাউন্টটি ডিসএবল্ড করে দেবো বলায় বন্ধু Shahed Md Sharif আমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, রেখে দেন। কাজে লাগতে পারে।
আজ থেকে ঠিক তিন দিন আগে ফেবু আমার ওই একাউন্টটি ঠিক রেখে পোস্ট ব্লক করে দিয়েছিলো ৭২ ঘন্টার জন্য ৷ যেমন আমার টাইমলাইনে কিছু পোস্ট করতে পারবো না। তেমনি লাইক, কমেন্টও করতে পারবো না। আমাকে জানানো হয়েছে, আমি এমন কিছু পোস্ট করেছি Which Violates facebook community standard. আমিতো থ!
ওই একাউন্টটি আমার নয় বছরের ৷ আমি ফেসবুক কতৃপক্ষকে তিনটি চিঠি লিখি কঠিন ইংরেজিতে এবং চ্যালেঞ্জ করি যে,আমি এমন কিছু পোস্ট করিনি যা ফেসবুক টার্মস লংঘন করে। আজ বিকেল ৫টায় তা ঠিক হয়েছে। গত বছর যে একাউন্টটি খোলেছিলাম তা এই " যাযাবর" নামে আছে। ওই একাউন্টেরই অনেক পোস্ট আমি ওই যাযাবরেও দিয়ে রাখবো। তবে আমার প্রিন্সিপাল একাউন্ট Karim Chowdhury ই থাকবে।
যদিও ফেবুর গুরুত্বপূর্ন সব লেখা আমি ব্লগেও পোস্ট করে রাখি। উল্লেখ্য, ব্লগে আমার একাউন্ট আছে।
যারা ফেবুতে সৃজনশীল লেখা লিখেন এবং চান তাদের লেখাগুলো সংগ্রহে থাক ফেবুতে। তাদের উচিৎ একটি বা দু'টি সহযোগী একাউন্ট খোলে রাখা ফেবুতে। যদিও তা ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করে । কোনো ব্যক্তির একাধিক একাউন্ট ফেসবুক অনুমোদন করে না । কিন্তু আমার পরিচিত অনেকের একাউন্ট হ্যাকড হয়েছে । আমার তো নয় বছরের একাউন্টই হ্যাকড । হ্যাকড হওয়া একাউন্ট ফেরত পাওয়া প্রায় অসম্ভব । এতে ফেসবুক অথরিটিরও কিছু করার থাকে না । কারন হ্যাকাররা ইমেইল এড্রেসসহ সবকিছুই চেইঞ্জ করে ফেলে ।
তাই একটি বা দুটি সহযোগি একাউন্ট থাকলে ওইসব সেকন্ডারি একাউন্টে তাদের লেখা পোস্ট করে রাখা যায়। তাতে মুল একাউন্ট হ্যাকড বা ডিসএবল্ড হলেও লেখাগুলো পাওয়া যায় । অথবা ব্লগে একাউন্ট খোলে লেখাগুলো ব্লগে পোস্ট করে রাখা৷ ফেবুর একাউন্টের কোনো গ্যারান্টি নেই। যে কোনো উসিলায় ফেবু একাউন্ট কতৃপক্ষ ব্লক বা ডিসএবল্ড করে দিতে পারে। দুই বছর আগে ২০১৭ সালের মে মাসে আমার Karim Chowdhury একাউন্টটি ১৫ দিনের জন্য ডিসএবল্ড করে রেখেছিলো ফেসবুক।
তখন আমি এই নতুন একাউন্টটি খোলতে বাধ্য হই। পরে ফেবুর সঙ্গে অনেক দেন দরবার করে আমার ওই একাউন্টটি ফেরত পাই। তখন আমি এই নতুন খোলা একাউন্টটি ডিসএবল্ড করে দেবো বলায় বন্ধু Shahed Md Sharif আমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, রেখে দেন। কাজে লাগতে পারে।
আজ থেকে ঠিক তিন দিন আগে ফেবু আমার ওই একাউন্টটি ঠিক রেখে পোস্ট ব্লক করে দিয়েছিলো ৭২ ঘন্টার জন্য ৷ যেমন আমার টাইমলাইনে কিছু পোস্ট করতে পারবো না। তেমনি লাইক, কমেন্টও করতে পারবো না। আমাকে জানানো হয়েছে, আমি এমন কিছু পোস্ট করেছি Which Violates facebook community standard. আমিতো থ!
ওই একাউন্টটি আমার নয় বছরের ৷ আমি ফেসবুক কতৃপক্ষকে তিনটি চিঠি লিখি কঠিন ইংরেজিতে এবং চ্যালেঞ্জ করি যে,আমি এমন কিছু পোস্ট করিনি যা ফেসবুক টার্মস লংঘন করে। আজ বিকেল ৫টায় তা ঠিক হয়েছে। গত বছর যে একাউন্টটি খোলেছিলাম তা এই " যাযাবর" নামে আছে। ওই একাউন্টেরই অনেক পোস্ট আমি ওই যাযাবরেও দিয়ে রাখবো। তবে আমার প্রিন্সিপাল একাউন্ট Karim Chowdhury ই থাকবে।
যদিও ফেবুর গুরুত্বপূর্ন সব লেখা আমি ব্লগেও পোস্ট করে রাখি। উল্লেখ্য, ব্লগে আমার একাউন্ট আছে।
১৯ নভেম্বর, ২০১৭
কুমিল্লা ।
কুমিল্লা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন