কন্যা সন্তান
আমাদের দেশের 'অতি ধার্মিক' কিছু লোক যারা পোস্ট দেয়....
" কন্যা সন্তান যাদের হয় তারা অতি ভাগ্যবান। " এটা ইসলাম ধর্মের কতো নাম্বার হাদিস আমার জানা নেই। অথচ ছেলে সন্তানের জন্য এদেশের মানুষ পাগল হয়ে থাকে। ছেলে না হলে তাদের বংশ রক্ষা হবে না বলে তারা বিশ্বাস করে। বার বার মেয়ে সন্তান হওয়ার কারনে অনেকে স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দেয়। কেউ আবার দ্বিতীয় বিয়ে করে। যদিও ছেলে বা মেয়ে হওয়াটা নির্ভর করে পুরুষের উপর। এটাও এই দেশের বেশিরভাগ মানুষ জানে না।
কন্যা সন্তান দিয়েও বংশ রক্ষা হয়। কন্যা সন্তান কি আপনার জেনেটিক কোড বহন করে না? আমাদের দেশে এখনো কন্যা সন্তানকে পিতামাতা বোঝা মনে করে। ছেলেকে যতো গুরুত্ব দেয় মেয়েকে তা দেয় না। কারন সে অন্যের ঘরে চলে যাবে।
এই হাদিস সৌদি আরবের জন্য। যখন ওই দেশের লোকেরা মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দিতো। এই হাদিস দিয়ে তাদের ওই বর্বর কাজকে নিরুৎসাহিত করা হতো। তাছাড়া আমাদের নবীজীর কোনো পুত্র সন্তান ছিলো না।
যারা ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে, যেমন: মাজার ব্যবসা, ওয়াজ মাহফিল করার মাওলানা, মুহাদ্দিস, ক্বারি তারাই পুত্র সন্তান চায় বেশি। তাদের ধর্ম ব্যবসা ধরে রাখার জন্য। কন্যা সন্তান দিয়েতো ওই ব্যবসা হবে না।
আমাদের দেশের 'অতি ধার্মিক' কিছু লোক যারা পোস্ট দেয়....
" কন্যা সন্তান যাদের হয় তারা অতি ভাগ্যবান। " এটা ইসলাম ধর্মের কতো নাম্বার হাদিস আমার জানা নেই। অথচ ছেলে সন্তানের জন্য এদেশের মানুষ পাগল হয়ে থাকে। ছেলে না হলে তাদের বংশ রক্ষা হবে না বলে তারা বিশ্বাস করে। বার বার মেয়ে সন্তান হওয়ার কারনে অনেকে স্ত্রীকে ডিভোর্স পর্যন্ত দেয়। কেউ আবার দ্বিতীয় বিয়ে করে। যদিও ছেলে বা মেয়ে হওয়াটা নির্ভর করে পুরুষের উপর। এটাও এই দেশের বেশিরভাগ মানুষ জানে না।
কন্যা সন্তান দিয়েও বংশ রক্ষা হয়। কন্যা সন্তান কি আপনার জেনেটিক কোড বহন করে না? আমাদের দেশে এখনো কন্যা সন্তানকে পিতামাতা বোঝা মনে করে। ছেলেকে যতো গুরুত্ব দেয় মেয়েকে তা দেয় না। কারন সে অন্যের ঘরে চলে যাবে।
এই হাদিস সৌদি আরবের জন্য। যখন ওই দেশের লোকেরা মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দিতো। এই হাদিস দিয়ে তাদের ওই বর্বর কাজকে নিরুৎসাহিত করা হতো। তাছাড়া আমাদের নবীজীর কোনো পুত্র সন্তান ছিলো না।
যারা ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে, যেমন: মাজার ব্যবসা, ওয়াজ মাহফিল করার মাওলানা, মুহাদ্দিস, ক্বারি তারাই পুত্র সন্তান চায় বেশি। তাদের ধর্ম ব্যবসা ধরে রাখার জন্য। কন্যা সন্তান দিয়েতো ওই ব্যবসা হবে না।
১৭ নভেম্বর, ২০১৯
কুমিল্লা ।
কুমিল্লা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন