মেয়েটি ভেনিজুয়েলার । সিঙ্গাপুরে মেয়েটির সঙ্গে আমার পরিচয় । কারাকাস (ভেনিজুয়েলার রাজধানী) ইউনিভার্সিটিতে ফটোগ্রাফিতে পড়াশোনা করছে । আমি ছাদ ছাড়া খোলা বাসে সিঙ্গাপুর পুরু সিটি ট্যুর করে এসে এখানে নেমেছি । সিঙ্গাপুর ট্যুর করার বাস এখান থেকেই ছাড়ে । জায়গাটির নাম সানটেক সিটি ।
আমাকে ডেকে মেয়েটি কিছু ইনফরমেশন জানতে চেয়েছিলো ।
আমার সঙ্গে অল্প কথায় মেয়েটি ঘনিষ্ঠ হয়ে গেলো । আমেরিকায় ছিলাম বলে দক্ষিন আমেরিকার দেশগূলো সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে । কিছু স্প্যানিশ ভাষাও জানি। ব্রাজিল,আর্জেন্টিনা, পেরু, কোস্টারিকা, হন্ডুরাস, কলাম্বিয়া , নিকারাগুয়া, এল সালভাদর, বলিভিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর, সুরিমান, বেলিজ, গুয়াতেমালা, চিলি । দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ভেনিজুয়েলা । তেল সম্মৃদ্ধ দেশ । রাজধানী কারাকাস । সমাজতান্ত্রিক ভাবধারায় সরকার পরিচালিত হয় । জনপ্রিয় প্রেসিডেন্ট হিউগু শাভেজ ৬ বছর আগে মাত্র ৫৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । তার গুরু ফিদেল কাস্ত্রোর দেশ কিউবার রাজধানী হাভানায় ।
ভেনিজুয়েলার মেয়েগুলো খুব মিশুক । সুন্দর । তাদের গায়ের রঙ সাদা ছাই কালারের । ভেনিজুয়েলার ভাষা স্প্যানিস । একমাত্র ব্রাজিল ছাড়া দক্ষিণ আমেরিকার সব দেশের ভাষা স্প্যানিস । ব্রাজিল পর্তুগালের কলোনি ছিলো । বাকি সব দেশ ছিলো স্প্যানের কলোনি । আমরা যেমন ছিলাম বৃটেনের কলোনী ।
আমিও ছবি তুলতে পছন্দ করি খুব । তার সঙ্গে আরেকজন মেয়ে বন্ধু ছিলো । তারপর অনেক কথা । ছবি তোলা । ছবিগুলো তুলেছিলো তার বান্ধবী ক্রিস্টিনা । আর এই মেয়েটির নাম সুজানা । আমার হাত নেড়ে কথা বলার অভ্যাস তখনো ছিলো ।
২০১১ সালের ছবি ।
২০ নভেম্বর, ২০১৯
কুমিল্লা ।
কুমিল্লা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন