কোরান ও শিক্ষিত
আমাদের এক সিনিয়র বন্ধু পোস্ট দিয়েছেন এমন...
" পৃথিবীর সব শিক্ষা শেষ করলেও আপনি যদি কোরান না পড়েন তবে আপনি মূর্খ। "
আমাদের এক সিনিয়র বন্ধু পোস্ট দিয়েছেন এমন...
" পৃথিবীর সব শিক্ষা শেষ করলেও আপনি যদি কোরান না পড়েন তবে আপনি মূর্খ। "
আমার প্রশ্ন, কোরান অবতীর্ণ হবার ১০০০ বছর আগে এরিস্টটল, প্লেটো,
সিক্রেটিস তারা কি মূর্খ? বারট্রান্ড রাসেল, শেক্সপিয়র, আইনস্টাইন, নোয়াম
চমস্কি, লিও টলস্টয়, ম্যাক্সিম গোর্কি, আদ্রে শাখারভ, পণ্ডিত নেহেরু তারা
কি মূর্খ? আগাথা ক্রিস্টি, হ্যারল্ড লাসকি, স্টিফেন হকিং, গুন্টার গ্রাস,
কার্ল মার্ক্স, ফ্রেডারিখ এঙ্গেলস তারা কি মূর্খ?
টাইম, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইউএসএ টুডে, লস এঞ্জেলেস টাইমস, হাপিংটন পোস্ট, জাপান টাইমস, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন, সানডে টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেনডেন্ট, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান একপ্রেস, হিন্দুস্থান টাইমস, দ্য ডন, এসব পত্রিকার কলামিস্টরা কি মুর্খ?
অরুন্ধতী রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অমর্ত্য সেন, ফ্রানৎস কাফকা ( চেক লেখক) তারা কি মুর্খ?
হার্বার্ড, কেমব্রিজ, বার্কলে, স্ট্যানফোর্ড, প্রিস্টন, ইয়েল ইউনিভার্সিটি থেকে যারা ডিগ্রী নিয়েছেন তারা কি মুর্খ ?
আপনি মনে হয় খুব মৃত্যু চিন্তায় অস্থির। তাই এসব পোস্ট দেন। দু:খিত আমার মতামত দেয়ার জন্য। আমার দৃষ্টিতে এটা একেবারেই একটা অগ্রনযোগ্য কথা। পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে ১৫০কোটি মাত্র মুসলিম। এই ১৫০ কোটির মধ্যে ১০০ কোটিই কোরান পড়েনি। যদিও আমি আরবি কোরান পড়ে কিছুই বুঝিনি। আর যারা পড়েছে তারা কয়েকজন উচ্চ শিক্ষিত, পিএইচডি করা আলেম, ইসলামিক স্কলার বাদে কেউ কোরান বুঝেনি। পৃথিবীর বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানে না। সমগ্র আরব বিশ্বের জনসংখ্যাও ৩০ কোটি হবে না। শুধু আরবি ভাষীরাই কোরানের অর্থ বুঝে । অর্থ না বুঝে একটা ধর্মগ্রন্থ রিডিং পড়লে বা মুখস্থ করলে কি তাকে শিক্ষিত বলা যায়?
সুরা ফাতিহার অর্থ কয়জন বুঝে? আয়াতুল কুরসি, সুরা মায়েদা,সুরা আর রহমানের অর্থ কয়জন বুঝে? এ ধরনের পোস্ট ইসলাম ধর্মের উগ্রতা প্রকাশ করে। যা কাংখিত নয়। ধন্যবাদ।
( আমি অনেক কোরানে হাফেজকে চিনি যারা জাপান, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স,কানাডার রাজধানীর নাম জানে না। তাবলীগ জামাতে গিয়ে দেখলাম এক আলেম সিরিয়া ও তুরস্কের রাজধানীর নাম জানে না!!! এই নিয়ে আমার সঙ্গে আলেম সাহেবের ঝগড়াও হয়েছিলো। যদি হন্ডুরাস,ভেনিজুয়েলা, পেরু, এল সালবাদরের রাজধানীর নাম জিজ্ঞেস করতাম তবে খাইছিলো।)
১৮ নভেম্বর, ২০১৯
কুমিল্লা।
টাইম, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইউএসএ টুডে, লস এঞ্জেলেস টাইমস, হাপিংটন পোস্ট, জাপান টাইমস, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন, সানডে টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেনডেন্ট, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান একপ্রেস, হিন্দুস্থান টাইমস, দ্য ডন, এসব পত্রিকার কলামিস্টরা কি মুর্খ?
অরুন্ধতী রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অমর্ত্য সেন, ফ্রানৎস কাফকা ( চেক লেখক) তারা কি মুর্খ?
হার্বার্ড, কেমব্রিজ, বার্কলে, স্ট্যানফোর্ড, প্রিস্টন, ইয়েল ইউনিভার্সিটি থেকে যারা ডিগ্রী নিয়েছেন তারা কি মুর্খ ?
আপনি মনে হয় খুব মৃত্যু চিন্তায় অস্থির। তাই এসব পোস্ট দেন। দু:খিত আমার মতামত দেয়ার জন্য। আমার দৃষ্টিতে এটা একেবারেই একটা অগ্রনযোগ্য কথা। পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে ১৫০কোটি মাত্র মুসলিম। এই ১৫০ কোটির মধ্যে ১০০ কোটিই কোরান পড়েনি। যদিও আমি আরবি কোরান পড়ে কিছুই বুঝিনি। আর যারা পড়েছে তারা কয়েকজন উচ্চ শিক্ষিত, পিএইচডি করা আলেম, ইসলামিক স্কলার বাদে কেউ কোরান বুঝেনি। পৃথিবীর বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানে না। সমগ্র আরব বিশ্বের জনসংখ্যাও ৩০ কোটি হবে না। শুধু আরবি ভাষীরাই কোরানের অর্থ বুঝে । অর্থ না বুঝে একটা ধর্মগ্রন্থ রিডিং পড়লে বা মুখস্থ করলে কি তাকে শিক্ষিত বলা যায়?
সুরা ফাতিহার অর্থ কয়জন বুঝে? আয়াতুল কুরসি, সুরা মায়েদা,সুরা আর রহমানের অর্থ কয়জন বুঝে? এ ধরনের পোস্ট ইসলাম ধর্মের উগ্রতা প্রকাশ করে। যা কাংখিত নয়। ধন্যবাদ।
( আমি অনেক কোরানে হাফেজকে চিনি যারা জাপান, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স,কানাডার রাজধানীর নাম জানে না। তাবলীগ জামাতে গিয়ে দেখলাম এক আলেম সিরিয়া ও তুরস্কের রাজধানীর নাম জানে না!!! এই নিয়ে আমার সঙ্গে আলেম সাহেবের ঝগড়াও হয়েছিলো। যদি হন্ডুরাস,ভেনিজুয়েলা, পেরু, এল সালবাদরের রাজধানীর নাম জিজ্ঞেস করতাম তবে খাইছিলো।)
১৮ নভেম্বর, ২০১৯
কুমিল্লা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন