স্মৃতিতে নজরুল
--------------------------
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু বলার নেই আমার । আজ কবির জন্মদিন । শুধু একটু স্মৃতি । প্রাইমারি জীবন আমার গ্রামে কেটেছে । আমার প্রাইমারী স্কুলের নাম কৃষ্ণনগর ফ্রি প্রাইমারী স্কুল । আজো আছে সেই স্কুল । এই স্কুল কম্পাউন্ডেই এখন হাই স্কুল এবং কলেজ । শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে । তৃতীয় শ্রেণিতে পড়ার সময় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার কবিতা আবৃতি ছিলো । স্পষ্ট মনে আছে , হাত নেড়ে নেড়ে ছাত্রছাত্রী আর শিক্ষকদের সামনে আবৃতি করেছিলাম...
“থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগতটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে...”।
প্রথম পুরস্কার হিসেবে “ঠাকুর মার ঝুলি” নামের ছোটদের তিনটা বইয়ের এক সেট পুরষ্কার পেয়েছিলাম ।
চট্রগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাহাড়ের উপর বড় করে সাদা চুনের অক্ষরে লেখা “চির উন্নত মম শির”।
নজরুলের অনেক গান আমার আজো মুখস্ত । কলেজ জীবনে
“এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা” -
“তুমি কি এখন দেখিছো স্বপন
আমারে আমারে আমারে”-
“আমায় নহে গো ভালোবাসো শুধু
ভালোবাসো মোর গান”-
"শাওনও রাতে যদি, স্মরণে আসে মোরে"সহ কতো গান যে গেতাম ! নজরুলের একই গান ভিন্ন ভিন্ন শিল্পী গেয়েছেন । বাংলাদেশে নজরুল সংগীতে ফিরোজা বেগম অতুলনীয়া । কিংবদন্তী ।
কলেজ জীবনে মান্না দের গাওয়া একটা নজরুল সংগীত আমার বিশেষ প্রিয় ছিলো । একটা বিশেষ ব্যক্তিগত ঘটনার পর ওই গানটা এতো ভালো গাইতাম যে, আড্ডায় বন্ধুরা প্রায়ই গানটি গাওয়ার অনুরোধ করতো । এক বিকেলে কান্দিরপাড় টাউন হল মাঠে ঘাসের উপর বসে বন্ধুদের আড্ডায় তরুণ বয়সের সবটুকু আবেগ ঢেলে দিয়ে গেয়েছিলাম সেই প্রিয় গান...
--------------------------
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু বলার নেই আমার । আজ কবির জন্মদিন । শুধু একটু স্মৃতি । প্রাইমারি জীবন আমার গ্রামে কেটেছে । আমার প্রাইমারী স্কুলের নাম কৃষ্ণনগর ফ্রি প্রাইমারী স্কুল । আজো আছে সেই স্কুল । এই স্কুল কম্পাউন্ডেই এখন হাই স্কুল এবং কলেজ । শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে । তৃতীয় শ্রেণিতে পড়ার সময় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার কবিতা আবৃতি ছিলো । স্পষ্ট মনে আছে , হাত নেড়ে নেড়ে ছাত্রছাত্রী আর শিক্ষকদের সামনে আবৃতি করেছিলাম...
“থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগতটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে...”।
প্রথম পুরস্কার হিসেবে “ঠাকুর মার ঝুলি” নামের ছোটদের তিনটা বইয়ের এক সেট পুরষ্কার পেয়েছিলাম ।
চট্রগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাহাড়ের উপর বড় করে সাদা চুনের অক্ষরে লেখা “চির উন্নত মম শির”।
নজরুলের অনেক গান আমার আজো মুখস্ত । কলেজ জীবনে
“এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা” -
“তুমি কি এখন দেখিছো স্বপন
আমারে আমারে আমারে”-
“আমায় নহে গো ভালোবাসো শুধু
ভালোবাসো মোর গান”-
"শাওনও রাতে যদি, স্মরণে আসে মোরে"সহ কতো গান যে গেতাম ! নজরুলের একই গান ভিন্ন ভিন্ন শিল্পী গেয়েছেন । বাংলাদেশে নজরুল সংগীতে ফিরোজা বেগম অতুলনীয়া । কিংবদন্তী ।
কলেজ জীবনে মান্না দের গাওয়া একটা নজরুল সংগীত আমার বিশেষ প্রিয় ছিলো । একটা বিশেষ ব্যক্তিগত ঘটনার পর ওই গানটা এতো ভালো গাইতাম যে, আড্ডায় বন্ধুরা প্রায়ই গানটি গাওয়ার অনুরোধ করতো । এক বিকেলে কান্দিরপাড় টাউন হল মাঠে ঘাসের উপর বসে বন্ধুদের আড্ডায় তরুণ বয়সের সবটুকু আবেগ ঢেলে দিয়ে গেয়েছিলাম সেই প্রিয় গান...
“কতোদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখ খানি
স্মৃতির মুকুরে ম ম
আজো তবু ছায়া পড়ে রানী ।
কতোদিন তুমি নাই কাছে
তবু হৃদয়েরও তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরো প্রিয় হয় জানি ।
হয়তো তোমার দেশে আজ
এসেছে মাধুবি রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুনও সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচিকা হায়
এ জীবনে এই শুধু মানি ।
কতোদিন দেখিনি তোমায়’’।
(কলেজ জীবনের একটা ছবি । পতেঙ্গায় । সরি আমার হাতে সিগারেট ছিলো ।)
তবু মনে পড়ে তব মুখ খানি
স্মৃতির মুকুরে ম ম
আজো তবু ছায়া পড়ে রানী ।
কতোদিন তুমি নাই কাছে
তবু হৃদয়েরও তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরো প্রিয় হয় জানি ।
হয়তো তোমার দেশে আজ
এসেছে মাধুবি রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুনও সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচিকা হায়
এ জীবনে এই শুধু মানি ।
কতোদিন দেখিনি তোমায়’’।
(কলেজ জীবনের একটা ছবি । পতেঙ্গায় । সরি আমার হাতে সিগারেট ছিলো ।)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন