আজ যারা ক্ষমতাসীন ও রাজনীতিতে মুখ্য ভুমিকা পালন করছেন, তারা ভিন্নমতাবলম্বীদের যে দেশপ্রেম আছে বা থাকতে পারে এটা ভাবেনই না । চিন্তা চেতনায় বিন্দুমাত্র ভিন্নতা থাকলেই ক্ষমতাসীনদের দৃষ্টিতে তারা অচ্ছুত এবং দেশের শত্রু হিসেবে বিবেচিত হচ্ছেন । বিস্ময়কর হলেও সত্য, ক্ষমতাসীন নেতৃত্ব দেশপ্রেমের একচেটিয়া মালিক হয়ে গেছেন । তারা ছাড়া ভিন্নমতের সবাই দেশের শত্রু । বাংলাদেশ যেন তাদের নিজস্ব এজমালি সম্পত্তি । তাদের কাছে জনগন এবং ভিন্নমতাবলম্বীরা শুধু অপাঙতেয়ই নয়, দেশদ্রোহী । রাজনীতি করা তো দূরে থাক, নাগরিকের মৌলিক অধিকার নিয়ে এদেশে বসবাস করার অধিকারও যেন তাদের নেই ।
ভলতেয়ারের আমার প্রিয় কয়েকটি লাইন...
‘আপনার সঙ্গে আমি একমত হতে পারবো না, কিন্তু আমার সঙ্গে দ্বিমত পোষণ করার যে অধিকার আপনার আছে, সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে আমি জীবন দিতেও প্রস্তুত।’
‘আপনার সঙ্গে আমি একমত হতে পারবো না, কিন্তু আমার সঙ্গে দ্বিমত পোষণ করার যে অধিকার আপনার আছে, সে অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে আমি জীবন দিতেও প্রস্তুত।’
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন