মালয়শিয়ান ইমিগ্রেশনে ঝামেলা এবং আমার ফুকেট দেখা
পৃথিবীর তিন মহাদেশের অনেকগুলো দেশ দেখা হয়ে গেলো । এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশ । কোনো দেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকেই আমি ডিপোর্ট হইনি । তবে থাইল্যান্ডের সঙ্গে পশ্চিম মালয়শিয়ার সড়ক পথে যে ইমিগ্রেশন সেখান থেকে ২০১১ সালে ডিপোর্ট হয়েছিলাম । এটা ঠিক ডিপোর্ট নয় । আমাকে বিমানে মালয়শিয়া ঢুকতে হবে । সড়ক পথে নয় । মালয়শিয়ার তিন মাসের মাল্টিপল ভিসা ছিলো । তিন মাসের ভিসা হলেও মালয়শিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রথম এন্টৃতে ৩০ দিন থাকার অনুমতি দেয় ।
( আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল ভিসা থাকলেও যেমন প্রথম এন্টৃতে ছয় মাস থাকার অনুমতি দেয় ।) নিয়ম অনুযায়ি এক মাস মানে ঠিক ত্রিশ দিনের মাথায় ভিসা এক্সটেনশন করতে হবে । এটা দু’ভাবে করা যায় ।
একঃ মালয়শিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তাদের ইমিগ্রেশন হেড কোয়ার্টারে গিয়ে ভিসার মেয়াদ বাড়াতে হবে ।
দুইঃ মালয়শিয়া থেকে ত্রিশ দিনের মধ্যে অন্য কোন দেশে চলে যেতে হবে । আবার মালয়শিয়া এলে পুনরায় ত্রিশ দিন থাকার অনুমতি দেবে ।
মালয়শিয়ার প্রতিবেশি সিঙ্গাপুর,থাইল্যান্ড,ইন্দোনেশিয়া এবং ব্রুনাই । আমি ঢাকা থেকেই থাইল্যান্ডের ভিসা নিয়ে গিয়েছিলাম । আগে ছয়বার থাইল্যান্ড গিয়েছিলাম । তো ২৯ দিনের মাথায় কুয়ালামপুর থেকে বাসে থাইল্যান্ডের হাটজাই সিটিতে যাই । মালয়শিয়ার হাইওয়েগুলো যে কোনো উন্নত দেশের সঙ্গে তুলনীয় । উন্নতমানের এসি বাস । কুয়ালালামপুরের পুডুরায়া (Puduraya) বাস স্টেশন থেকে রাত ১১ টায় যাত্রা করে দুই ইমিগ্রেশন( মালয়শিয়া ও থাইল্যান্ড)পার হয়ে পরদিন সকাল সাতটায় থাইল্যান্ডের হাটজাই পৌঁছই । হাটজাই সিটিকে ইংরেজিতে Hatyai লিখে ।
কয়েকদিন থাইল্যান্ড ঘুরাফেরা করে আবারো একই বাস সার্ভিসে মালয়শিয়া রওয়ানা দিই । যথারীতি বাস এসে থামলো থাই ইমিগ্রেশনে । পাসপোর্ট জমা দিলাম এবং এক্সিট ( Exit) সীল নিয়ে বাসে উঠে বসলাম । বাস ছাড়লো এবং মালয়শিয়া ঢুকলো । পাঁচ মিনিট পরই মালয়শিয়ান ইমিগ্রেশন । আবারো বাস থেকে নেমে পাসপোর্ট মালয় ইমিগ্রেশনে জমা দিই । পুলিশের পোশাক আর মাথায় স্কার্ফ পড়া লাস্যময়ী মুসলিম মালয় মেয়েটি আমার পাসপোর্ট দেখেই চোখ বড় বড় করে আমার দিকে তাকালো । তার বুকের নেম শিল্ডে নাম দেখেছি AMELA আমিলা । বেশ কিছুক্ষণ পাসপোর্ট উলটে পালটে দেখে মেয়ে পুলিশ অফিসারটি আমার আপাদমস্তক আবার দেখলো । আমি লাল গেঞ্জি, সবুজ রঙের শর্টস (হাপ প্যান্ট) আর সাদা ক্যাডস পড়া ছিলাম । আমার পাসপোর্ট বেশ ভারীই বলা যায় । জার্মানি, সুইজারল্যান্ড, অস্টৃয়া, জাপান, নেদারল্যান্ড, বেলজিয়াম, ইংল্যান্ড ও আমেরিকাসহ আরো অনেক দেশের ভিসা আমার পাসপোর্টে ।
মেয়ে অফিসারটি বললো, তুমি আমার সঙ্গে এসো । সে আমাকে নিয়ে গেলো এক ঊর্ধ্বতন ইমিগ্রেশন অফিসারের রুমে । রুমে ঢুকেই আমি অফিসারের বুকের নেমশিল্ডে নাম দেখলাম আজমির (Azmir) । বুঝলাম সেও মুসলিম । অফিসারটি আমার পাসপোর্ট দেখে খুবই বিনয়ের সঙ্গে আমার নাম স্পষ্ট উচ্চারণ করে বললো, দেখো করিম, তুমি সড়ক পথে মালয়শিয়া ঢুকতে পারবে না । তোমাকে বিমানে মালয়শিয়া প্রবেশ করতে হবে । ওদিকে বাস দাঁড়িয়ে আছে শুধু আমার জন্য । আমি জানতে চাইলাম, কেন ? আমার মালয়শিয়ার ভ্যালিড ভিসা আছে । আমি কুয়ালা লাম পুর থেকে বাসেই এই ইমিগ্রেশন দিয়ে থাইল্যান্ড গিয়েছি । এখন কেন মালয়শিয়া ঢুকতে পারবো না ? পকেটে সাফিশিয়েন্ট ডলার আছে ।
সে শুদ্ধ উচ্চারণে ইংরেজিতে আমাকে বললো, Please,Try to understand me . I am a Police officer . This is the order from our foreign ministry that no Bangladeshi will be allowed to enter into West Malaysia by Road from Thailand. ( প্লিজ । আমাকে বোঝার চেষ্টা করো । আমি একজন পুলিশ অফিসার ।সড়ক পথে থাইল্যান্ড থেকে কোনো বাংলাদেশি পশ্চিম মালয়শিয়ায় প্রবেশ করতে পারবে না । এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ।)
আমি অবাক হয়ে জানতে চাইলাম, বিমানে যেতে পারবো কিন্তু সড়ক পথে নয় কেন ? তুমি কি কাইন্ডলি আমাকে কারনটা জানাতে পারো । পুলিশ অফিসারটি আমাকে বললো, তোমার দেশের লাখ লাখ লোক থাইল্যান্ড থেকে অবৈধভাবে মালয়শিয়া প্রবেশ করেছে । তাই সরকারের এই সিদ্ধান্ত । আমি লজ্জা পেয়ে শুধু সরি বলেছি আর কিছু বলিনি ।
আমি তার নাম ধরেই বললাম, দেখো আজমির, থাইল্যান্ড আমার পাসপোর্টে এক্সিট (EXIT) সীল মেরে দিয়েছে । অর্থাৎ আমি থাইল্যান্ড থেকে বের হয়ে গেছি । এখন যদি তুমি আমাকে মালয়শিয়া ঢুকতে না দাও তবে আমি থাইল্যান্ডেও ঢুকতে পারবো না । আমি কি এই নো ম্যান্স ল্যান্ডে থাকবো ? আজমির আমাকে অভয় দিয়ে বললো, সমস্যা হবে না । আমি তোমাকে আমাদের ইমিগ্রেশনের একটা পেপারে লিখে দিচ্ছি যে তোমাকে যেন থাই ইমিগ্রেশন আবার তাদের দেশে ঢুকতে দেয় কারন তুমি থাইল্যান্ড থেকে বিমানে মালয়শিয়া আসবে । এই অফিসারের নির্দেশে বাস থেকে আমার লাগেজ নামানো হলে বাস চলে গেলো ।
এবার তিনি একটা পুলিশের গাড়িতে করে আমাকে আবার থাই ইমিগ্রেশনে পৌঁছে দিয়ে থাই ইমিগ্রেশন পুলিশকে কি যেন বললো । থাই ইমিগ্রেশন আমার পাসপোর্টে কিছুক্ষণ আগে মারা তাদের এক্সিট ( Exit) সীলের উপর একটা CANCEL সীল মেরে আমাকে থাইল্যান্ডে ঢুকতে বললে আমি পাসপোর্টে এন্টৃ (ENTRY) সীল মারার দাবি করি । থাই ইমিগ্রেশন পুলিশ অফিসার বললো, এন্টৃ সীল লাগবে না । আগের এন্টৃ সীলই চলবে । কারন তোমার এক মাসের থাই ভিসা আছে আর তুমি মাত্র সাত দিন থেকেছো । আরো একুশ দিন তুমি থাকতে পারবে ।
আবার আগের হোটেলে ফিরে এসে খোঁজ নিয়ে জানলাম, হাটজাইতে কোন এয়ারপোর্ট নেই । আমাকে হয় ব্যাংকক না হয় কাছাকাছি ফুকেট যেতে হবে । মেজাজটা কেমন খারাপ হয় ? ফুকেট খুব বিখ্যাত সমুদ্র সৈকত । আন্দামান সাগর পড়েছে ফুকেটে । পরদিন সকাল আটটায় বাসে যাত্রা করে ফুকেট পৌঁছলাম বিকেল চারটায় । সাতদিন ফুকেট থেকে ইচ্ছা মতো পাগলামি করেছি । তারপর এয়ার এশিয়ায় ফুকেট এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর পৌঁছই ।
ফুকেটের গল্প আরেকদিন । ফুকেটের সৈকতে আন্দামান সাগরের পানির কাছে কিছু ছবি ।
পৃথিবীর তিন মহাদেশের অনেকগুলো দেশ দেখা হয়ে গেলো । এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশ । কোনো দেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকেই আমি ডিপোর্ট হইনি । তবে থাইল্যান্ডের সঙ্গে পশ্চিম মালয়শিয়ার সড়ক পথে যে ইমিগ্রেশন সেখান থেকে ২০১১ সালে ডিপোর্ট হয়েছিলাম । এটা ঠিক ডিপোর্ট নয় । আমাকে বিমানে মালয়শিয়া ঢুকতে হবে । সড়ক পথে নয় । মালয়শিয়ার তিন মাসের মাল্টিপল ভিসা ছিলো । তিন মাসের ভিসা হলেও মালয়শিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন প্রথম এন্টৃতে ৩০ দিন থাকার অনুমতি দেয় ।
( আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল ভিসা থাকলেও যেমন প্রথম এন্টৃতে ছয় মাস থাকার অনুমতি দেয় ।) নিয়ম অনুযায়ি এক মাস মানে ঠিক ত্রিশ দিনের মাথায় ভিসা এক্সটেনশন করতে হবে । এটা দু’ভাবে করা যায় ।
একঃ মালয়শিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তাদের ইমিগ্রেশন হেড কোয়ার্টারে গিয়ে ভিসার মেয়াদ বাড়াতে হবে ।
দুইঃ মালয়শিয়া থেকে ত্রিশ দিনের মধ্যে অন্য কোন দেশে চলে যেতে হবে । আবার মালয়শিয়া এলে পুনরায় ত্রিশ দিন থাকার অনুমতি দেবে ।
মালয়শিয়ার প্রতিবেশি সিঙ্গাপুর,থাইল্যান্ড,ইন্দোনেশিয়া এবং ব্রুনাই । আমি ঢাকা থেকেই থাইল্যান্ডের ভিসা নিয়ে গিয়েছিলাম । আগে ছয়বার থাইল্যান্ড গিয়েছিলাম । তো ২৯ দিনের মাথায় কুয়ালামপুর থেকে বাসে থাইল্যান্ডের হাটজাই সিটিতে যাই । মালয়শিয়ার হাইওয়েগুলো যে কোনো উন্নত দেশের সঙ্গে তুলনীয় । উন্নতমানের এসি বাস । কুয়ালালামপুরের পুডুরায়া (Puduraya) বাস স্টেশন থেকে রাত ১১ টায় যাত্রা করে দুই ইমিগ্রেশন( মালয়শিয়া ও থাইল্যান্ড)পার হয়ে পরদিন সকাল সাতটায় থাইল্যান্ডের হাটজাই পৌঁছই । হাটজাই সিটিকে ইংরেজিতে Hatyai লিখে ।
কয়েকদিন থাইল্যান্ড ঘুরাফেরা করে আবারো একই বাস সার্ভিসে মালয়শিয়া রওয়ানা দিই । যথারীতি বাস এসে থামলো থাই ইমিগ্রেশনে । পাসপোর্ট জমা দিলাম এবং এক্সিট ( Exit) সীল নিয়ে বাসে উঠে বসলাম । বাস ছাড়লো এবং মালয়শিয়া ঢুকলো । পাঁচ মিনিট পরই মালয়শিয়ান ইমিগ্রেশন । আবারো বাস থেকে নেমে পাসপোর্ট মালয় ইমিগ্রেশনে জমা দিই । পুলিশের পোশাক আর মাথায় স্কার্ফ পড়া লাস্যময়ী মুসলিম মালয় মেয়েটি আমার পাসপোর্ট দেখেই চোখ বড় বড় করে আমার দিকে তাকালো । তার বুকের নেম শিল্ডে নাম দেখেছি AMELA আমিলা । বেশ কিছুক্ষণ পাসপোর্ট উলটে পালটে দেখে মেয়ে পুলিশ অফিসারটি আমার আপাদমস্তক আবার দেখলো । আমি লাল গেঞ্জি, সবুজ রঙের শর্টস (হাপ প্যান্ট) আর সাদা ক্যাডস পড়া ছিলাম । আমার পাসপোর্ট বেশ ভারীই বলা যায় । জার্মানি, সুইজারল্যান্ড, অস্টৃয়া, জাপান, নেদারল্যান্ড, বেলজিয়াম, ইংল্যান্ড ও আমেরিকাসহ আরো অনেক দেশের ভিসা আমার পাসপোর্টে ।
মেয়ে অফিসারটি বললো, তুমি আমার সঙ্গে এসো । সে আমাকে নিয়ে গেলো এক ঊর্ধ্বতন ইমিগ্রেশন অফিসারের রুমে । রুমে ঢুকেই আমি অফিসারের বুকের নেমশিল্ডে নাম দেখলাম আজমির (Azmir) । বুঝলাম সেও মুসলিম । অফিসারটি আমার পাসপোর্ট দেখে খুবই বিনয়ের সঙ্গে আমার নাম স্পষ্ট উচ্চারণ করে বললো, দেখো করিম, তুমি সড়ক পথে মালয়শিয়া ঢুকতে পারবে না । তোমাকে বিমানে মালয়শিয়া প্রবেশ করতে হবে । ওদিকে বাস দাঁড়িয়ে আছে শুধু আমার জন্য । আমি জানতে চাইলাম, কেন ? আমার মালয়শিয়ার ভ্যালিড ভিসা আছে । আমি কুয়ালা লাম পুর থেকে বাসেই এই ইমিগ্রেশন দিয়ে থাইল্যান্ড গিয়েছি । এখন কেন মালয়শিয়া ঢুকতে পারবো না ? পকেটে সাফিশিয়েন্ট ডলার আছে ।
সে শুদ্ধ উচ্চারণে ইংরেজিতে আমাকে বললো, Please,Try to understand me . I am a Police officer . This is the order from our foreign ministry that no Bangladeshi will be allowed to enter into West Malaysia by Road from Thailand. ( প্লিজ । আমাকে বোঝার চেষ্টা করো । আমি একজন পুলিশ অফিসার ।সড়ক পথে থাইল্যান্ড থেকে কোনো বাংলাদেশি পশ্চিম মালয়শিয়ায় প্রবেশ করতে পারবে না । এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ।)
আমি অবাক হয়ে জানতে চাইলাম, বিমানে যেতে পারবো কিন্তু সড়ক পথে নয় কেন ? তুমি কি কাইন্ডলি আমাকে কারনটা জানাতে পারো । পুলিশ অফিসারটি আমাকে বললো, তোমার দেশের লাখ লাখ লোক থাইল্যান্ড থেকে অবৈধভাবে মালয়শিয়া প্রবেশ করেছে । তাই সরকারের এই সিদ্ধান্ত । আমি লজ্জা পেয়ে শুধু সরি বলেছি আর কিছু বলিনি ।
আমি তার নাম ধরেই বললাম, দেখো আজমির, থাইল্যান্ড আমার পাসপোর্টে এক্সিট (EXIT) সীল মেরে দিয়েছে । অর্থাৎ আমি থাইল্যান্ড থেকে বের হয়ে গেছি । এখন যদি তুমি আমাকে মালয়শিয়া ঢুকতে না দাও তবে আমি থাইল্যান্ডেও ঢুকতে পারবো না । আমি কি এই নো ম্যান্স ল্যান্ডে থাকবো ? আজমির আমাকে অভয় দিয়ে বললো, সমস্যা হবে না । আমি তোমাকে আমাদের ইমিগ্রেশনের একটা পেপারে লিখে দিচ্ছি যে তোমাকে যেন থাই ইমিগ্রেশন আবার তাদের দেশে ঢুকতে দেয় কারন তুমি থাইল্যান্ড থেকে বিমানে মালয়শিয়া আসবে । এই অফিসারের নির্দেশে বাস থেকে আমার লাগেজ নামানো হলে বাস চলে গেলো ।
এবার তিনি একটা পুলিশের গাড়িতে করে আমাকে আবার থাই ইমিগ্রেশনে পৌঁছে দিয়ে থাই ইমিগ্রেশন পুলিশকে কি যেন বললো । থাই ইমিগ্রেশন আমার পাসপোর্টে কিছুক্ষণ আগে মারা তাদের এক্সিট ( Exit) সীলের উপর একটা CANCEL সীল মেরে আমাকে থাইল্যান্ডে ঢুকতে বললে আমি পাসপোর্টে এন্টৃ (ENTRY) সীল মারার দাবি করি । থাই ইমিগ্রেশন পুলিশ অফিসার বললো, এন্টৃ সীল লাগবে না । আগের এন্টৃ সীলই চলবে । কারন তোমার এক মাসের থাই ভিসা আছে আর তুমি মাত্র সাত দিন থেকেছো । আরো একুশ দিন তুমি থাকতে পারবে ।
আবার আগের হোটেলে ফিরে এসে খোঁজ নিয়ে জানলাম, হাটজাইতে কোন এয়ারপোর্ট নেই । আমাকে হয় ব্যাংকক না হয় কাছাকাছি ফুকেট যেতে হবে । মেজাজটা কেমন খারাপ হয় ? ফুকেট খুব বিখ্যাত সমুদ্র সৈকত । আন্দামান সাগর পড়েছে ফুকেটে । পরদিন সকাল আটটায় বাসে যাত্রা করে ফুকেট পৌঁছলাম বিকেল চারটায় । সাতদিন ফুকেট থেকে ইচ্ছা মতো পাগলামি করেছি । তারপর এয়ার এশিয়ায় ফুকেট এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর পৌঁছই ।
ফুকেটের গল্প আরেকদিন । ফুকেটের সৈকতে আন্দামান সাগরের পানির কাছে কিছু ছবি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন