ট্রাম্প টাওয়ার
বিতর্ক তৈরিতে যেমন শিরোনামে,তেমনই সম্পদ আর ঐশ্বর্যেও দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
হীরা আর সোনায় মোড়া ট্রাম্পের বিলাসবহুল 'পেন্টহাউস' তার বিশাল সম্পদেরই একটি অংশ।
ফোর্বস সাময়িকীর সমীক্ষা অনুযায়ী- ৩৭০ কোটি ডলার সম্পত্তির মালিক ট্রাম্প।কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি এর থেকেও বেশি সম্পত্তি রয়েছে তার।নিউইয়র্কের ম্যানহাটনে রয়েছে ট্রাম্পের এই বিলাসবহুল পেন্টহাউস।
৬৬ তলা এই পেন্টহাউসের নাম ‘ট্রাম্প টাওয়ার’। প্রেসিডেন্ট হবার আগে ট্রাম্প টাওয়ারেই স্ত্রী মেলানিয়া এবং ১০ বছরের ছেলের সঙ্গে থাকতেন ট্রাম্প।পেন্টহাউসের মার্বেলগুলোতে ২৪ ক্যারেট সোনা বসানো রয়েছে।বর্তমানে এই টাওয়ারটির বাজার দর প্রায় ১০ কোটি মার্কিন ডলার।তবে এই পেন্টহাউস ছাড়াও আরও অনেক ভিলা এবং বাংলোর মালিক ডোনাল্ড ট্রাম্প।আছে নিজস্ব কাস্টোমাইজড বিমান।তবে শুধু সোনার মার্বেলই নয়,এই বাড়ির প্রধান দরজাটিতে সোনা এবং হীরা বসানো রয়েছে।
©Karim Chowdhury
22 May, 2020
Cumilla
বিতর্ক তৈরিতে যেমন শিরোনামে,তেমনই সম্পদ আর ঐশ্বর্যেও দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
হীরা আর সোনায় মোড়া ট্রাম্পের বিলাসবহুল 'পেন্টহাউস' তার বিশাল সম্পদেরই একটি অংশ।
ফোর্বস সাময়িকীর সমীক্ষা অনুযায়ী- ৩৭০ কোটি ডলার সম্পত্তির মালিক ট্রাম্প।কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি এর থেকেও বেশি সম্পত্তি রয়েছে তার।নিউইয়র্কের ম্যানহাটনে রয়েছে ট্রাম্পের এই বিলাসবহুল পেন্টহাউস।
৬৬ তলা এই পেন্টহাউসের নাম ‘ট্রাম্প টাওয়ার’। প্রেসিডেন্ট হবার আগে ট্রাম্প টাওয়ারেই স্ত্রী মেলানিয়া এবং ১০ বছরের ছেলের সঙ্গে থাকতেন ট্রাম্প।পেন্টহাউসের মার্বেলগুলোতে ২৪ ক্যারেট সোনা বসানো রয়েছে।বর্তমানে এই টাওয়ারটির বাজার দর প্রায় ১০ কোটি মার্কিন ডলার।তবে এই পেন্টহাউস ছাড়াও আরও অনেক ভিলা এবং বাংলোর মালিক ডোনাল্ড ট্রাম্প।আছে নিজস্ব কাস্টোমাইজড বিমান।তবে শুধু সোনার মার্বেলই নয়,এই বাড়ির প্রধান দরজাটিতে সোনা এবং হীরা বসানো রয়েছে।
©Karim Chowdhury
22 May, 2020
Cumilla
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন