কোটা সমর্থক নাতী-পুতি গং
------------------------------------------
জেনে রেখো যে, একটি গ্রাজুয়েট/মাস্টার্স সনদ আর মুক্তিযোদ্ধা সনদ এক জিনিস নয়। মুক্তিযোদ্ধা সনদ কোনো ডিগ্রি নয়, ডিগ্রির চেয়ে হাজার গুণ বেশি এক অমূল্য স্বীকৃতি-দেশপ্রেমের সনদ। জীবন বাজি রেখে বীরত্ব দেখিয়ে দেশের স্বাধীনতার জন্য ঝাপিয়ে পরে মুক্তিযোদ্ধার সনদ অর্জন করতে হয়। মুক্তিযোদ্ধার সনদ এক জিন্দেগীতে বারবার অর্জনের সুযোগ খুব কমই পাওয়া যায় কিন্তু শিক্ষার সনদ জীবনভর নেওয়া যায়। ডিগ্রির সার্টিফিকেটে চাকরি হয়, পদোন্নতি পাওয়া যায়; দেশ প্রেমের সার্টিফিকেটে ইতিহাসে স্থান হয়। চাকরির চেয়ে ইতিহাস বড়। এই বোধ যাদের নেই তারাই মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে চাকরি চায়।
©Karim Chowdhury
12 June,2020
Cumilla.
------------------------------------------
জেনে রেখো যে, একটি গ্রাজুয়েট/মাস্টার্স সনদ আর মুক্তিযোদ্ধা সনদ এক জিনিস নয়। মুক্তিযোদ্ধা সনদ কোনো ডিগ্রি নয়, ডিগ্রির চেয়ে হাজার গুণ বেশি এক অমূল্য স্বীকৃতি-দেশপ্রেমের সনদ। জীবন বাজি রেখে বীরত্ব দেখিয়ে দেশের স্বাধীনতার জন্য ঝাপিয়ে পরে মুক্তিযোদ্ধার সনদ অর্জন করতে হয়। মুক্তিযোদ্ধার সনদ এক জিন্দেগীতে বারবার অর্জনের সুযোগ খুব কমই পাওয়া যায় কিন্তু শিক্ষার সনদ জীবনভর নেওয়া যায়। ডিগ্রির সার্টিফিকেটে চাকরি হয়, পদোন্নতি পাওয়া যায়; দেশ প্রেমের সার্টিফিকেটে ইতিহাসে স্থান হয়। চাকরির চেয়ে ইতিহাস বড়। এই বোধ যাদের নেই তারাই মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে চাকরি চায়।
©Karim Chowdhury
12 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন