দোয়া
---------
জুম্মার নামাজে ইমাম সাহেবদের অনেক কথাই আমি বিশ্বাস করতে পারি না। উনারা কেবল মসজিদ, মাদ্রাসায় দান করার কথা বলেন। এতে নাকি বেশি সওয়াব হবে। আল্লাহ বরকত আরো বাড়িয়ে দেবেন। প্রতিবেশি গরীব আর অসুস্থদের জন্য শুধু দোয়া করতে বলেন ৷ তাদের টাকা দিয়ে সাহায্য করতে বলেন না। তাদের জন্য শুধু দোয়া!!
আমার দেখা, যারা মসজিদে দান খয়রাত বেশি করে তারা প্রায় সকলেই দূর্নীতিবাজ। জুমার নামাজে যে বাক্সটা সবার সামনে ঠেলে দেয়া হয় টাকা দেয়ার জন্য এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। গরীব লোকেরা ১/২ টাকা দেয়। তাদের সামর্থ্যই এই। কিন্তু এদের আল্লাহ বরকত বাড়িয়ে দেয় না। এরা বছরের পর বছর গরীবই থাকে ৷ আর দূর্নীতিবাজ যারা টাকা বেশি দেয় তাদের সম্পদ অনেক বাড়ে। আমার আশেপাশেই এমন অনেকে আছে।
দোয়া কোনো কাজে লাগে বলে আমি মনে করি না। ১৯৪৮ সাল থেকে আজ পর্যন্ত কোটি কোটি মুসলিম প্যালেস্টাইনিদের জন্য দোয়া করে আসছে। দোয়ায় কাজ হলে এতোদিনে ইসরাইল রাস্ট্রের অস্তিত্বই থাকতো না।
©Karim Chowdhury
8 June,2020
Cumilla.
---------
জুম্মার নামাজে ইমাম সাহেবদের অনেক কথাই আমি বিশ্বাস করতে পারি না। উনারা কেবল মসজিদ, মাদ্রাসায় দান করার কথা বলেন। এতে নাকি বেশি সওয়াব হবে। আল্লাহ বরকত আরো বাড়িয়ে দেবেন। প্রতিবেশি গরীব আর অসুস্থদের জন্য শুধু দোয়া করতে বলেন ৷ তাদের টাকা দিয়ে সাহায্য করতে বলেন না। তাদের জন্য শুধু দোয়া!!
আমার দেখা, যারা মসজিদে দান খয়রাত বেশি করে তারা প্রায় সকলেই দূর্নীতিবাজ। জুমার নামাজে যে বাক্সটা সবার সামনে ঠেলে দেয়া হয় টাকা দেয়ার জন্য এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। গরীব লোকেরা ১/২ টাকা দেয়। তাদের সামর্থ্যই এই। কিন্তু এদের আল্লাহ বরকত বাড়িয়ে দেয় না। এরা বছরের পর বছর গরীবই থাকে ৷ আর দূর্নীতিবাজ যারা টাকা বেশি দেয় তাদের সম্পদ অনেক বাড়ে। আমার আশেপাশেই এমন অনেকে আছে।
দোয়া কোনো কাজে লাগে বলে আমি মনে করি না। ১৯৪৮ সাল থেকে আজ পর্যন্ত কোটি কোটি মুসলিম প্যালেস্টাইনিদের জন্য দোয়া করে আসছে। দোয়ায় কাজ হলে এতোদিনে ইসরাইল রাস্ট্রের অস্তিত্বই থাকতো না।
©Karim Chowdhury
8 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন