নীল রঙ
কে প্রথম বলেছিলেন"বেদনার রঙ নীল" তা আমি জানি না। অনুমান করি,বৃটিশ শাসনামলে নীল চাষিদের উপর যে অত্যাচার করা হতো,যে বেদনা চাষিরা ভোগ করতেন, সেই থেকে 'বেদনার রঙ নীল' কথাটা হয়তো এসেছে। দশন শ্রেণিতে দীনবন্ধু মিত্রের ' নীল দর্পন' পড়েছি। অনেক অত্যাচার হতো নীল চাষিদের উপর। কিছু মানুষের সাদা কাপড়কে নীল দিয়ে আরেকটু সাদা করার জন্য মানুষ কী আত্যাচারি হয়!! নইলে দুনিয়ায় এতো রঙ থাকতে 'নীল' কেনো হবে বেদনার রঙ?
আরেকটা কারণ থাকতে পারে৷ শোনেছি, কাউকে সাপে কাটলে বিষে তার শরীর নীল হয়ে যায়৷ এখানেও তীব্র বেদনা।
প্রকৃতপক্ষে, 'নীল' একটা সুন্দর রঙ। তাছাড়া নীল এখন আর ওইভাবে চাষও করে না। এখন নীল রঙ আবিষ্কার হয়ে গেছে। উজালা,চমক এসব নীল না। নীল রঙ। তাই নীল রঙের শার্টের ছবি। নীল আনন্দের রঙ,সুখের রঙ,ভালোবাসার রঙ।
©Karim Chowdhury
4 June,2020
Cumilla.
কে প্রথম বলেছিলেন"বেদনার রঙ নীল" তা আমি জানি না। অনুমান করি,বৃটিশ শাসনামলে নীল চাষিদের উপর যে অত্যাচার করা হতো,যে বেদনা চাষিরা ভোগ করতেন, সেই থেকে 'বেদনার রঙ নীল' কথাটা হয়তো এসেছে। দশন শ্রেণিতে দীনবন্ধু মিত্রের ' নীল দর্পন' পড়েছি। অনেক অত্যাচার হতো নীল চাষিদের উপর। কিছু মানুষের সাদা কাপড়কে নীল দিয়ে আরেকটু সাদা করার জন্য মানুষ কী আত্যাচারি হয়!! নইলে দুনিয়ায় এতো রঙ থাকতে 'নীল' কেনো হবে বেদনার রঙ?
আরেকটা কারণ থাকতে পারে৷ শোনেছি, কাউকে সাপে কাটলে বিষে তার শরীর নীল হয়ে যায়৷ এখানেও তীব্র বেদনা।
প্রকৃতপক্ষে, 'নীল' একটা সুন্দর রঙ। তাছাড়া নীল এখন আর ওইভাবে চাষও করে না। এখন নীল রঙ আবিষ্কার হয়ে গেছে। উজালা,চমক এসব নীল না। নীল রঙ। তাই নীল রঙের শার্টের ছবি। নীল আনন্দের রঙ,সুখের রঙ,ভালোবাসার রঙ।
©Karim Chowdhury
4 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন