লুডু খেলা
----------------
এখন অনেক মেয়েরাই অনলাইনে লুডু খেলেন। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময় আমার ইয়ারমেট শায়লা একদিন লুডু খেলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলো। আমি বলেছিলাম, ধুর,এটা মেয়েদের খেলা। তারপরও সে খুব অনুরোধ করেছিলো। আমি তখন বললাম, তাহলে বাজিতে খেলবো। সে জিজ্ঞেস করলো,কি বাজি? আমি বললাম, যদি আমি জিতি তবে তোমাকে একটা চুমু খাবো। আর যদি তুমি জিতো তবে তুমি আমাকে একটা চুমু খাবা। আমার ক্লাসমেট বান্ধবী বললো,করিম তুমি খুব বান্দর। জিতলেও তোমার লাভ,হারলেও তোমার লাভ। তবে সে রাজি হয়ে খেলেছিলো। আমি ইচ্ছা করে হেরে গেছি। পরের কাহিনী ইতিহাস।
©Karim Chowdhury
11 June,2020
Cumilla.
----------------
এখন অনেক মেয়েরাই অনলাইনে লুডু খেলেন। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময় আমার ইয়ারমেট শায়লা একদিন লুডু খেলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলো। আমি বলেছিলাম, ধুর,এটা মেয়েদের খেলা। তারপরও সে খুব অনুরোধ করেছিলো। আমি তখন বললাম, তাহলে বাজিতে খেলবো। সে জিজ্ঞেস করলো,কি বাজি? আমি বললাম, যদি আমি জিতি তবে তোমাকে একটা চুমু খাবো। আর যদি তুমি জিতো তবে তুমি আমাকে একটা চুমু খাবা। আমার ক্লাসমেট বান্ধবী বললো,করিম তুমি খুব বান্দর। জিতলেও তোমার লাভ,হারলেও তোমার লাভ। তবে সে রাজি হয়ে খেলেছিলো। আমি ইচ্ছা করে হেরে গেছি। পরের কাহিনী ইতিহাস।
©Karim Chowdhury
11 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন