সত্য মিথ্যা
--------------------
সত্যই শক্তি। সত্য বর্জিত জাতির জীবন অন্ধকার। মিথ্যা দিয়ে কোনো ব্যক্তি বিশেষের সাময়িক উন্নতি হতে পারে কিন্তু কোনো জাতি এগুতে পারে না। বাংলাদেশের প্রায় সব পলিটিশিয়ান মিথ্যাবাদী।
এই যদি রাজনীতি হয় তবে চরিত্র বিসর্জন দিয়ে রাজনীতি না করাই ভালো। মিথ্যা বলে বড় হতে চাওয়ার মাঝে কোনো গৌরব নেই।
যদি মিথ্যাকে পরিহার করে চলতে না পারেন তবে দেশ সেবকের আসন ত্যাগ করে বরং গ্রামের একজন অজ্ঞাত মানুষ হউন। ছোট জীবনের ক্ষুদ্র কর্তব্যগুলো পালন করুন। মিথ্যার সাহায্যে যদি কোনো বড় কাজ করতে অগ্রসর হউন, বুঝতে হবে আপনি সে কাজের যোগ্য নন।
©Karim Chowdhury
8 June,2020
Cumilla.
--------------------
সত্যই শক্তি। সত্য বর্জিত জাতির জীবন অন্ধকার। মিথ্যা দিয়ে কোনো ব্যক্তি বিশেষের সাময়িক উন্নতি হতে পারে কিন্তু কোনো জাতি এগুতে পারে না। বাংলাদেশের প্রায় সব পলিটিশিয়ান মিথ্যাবাদী।
এই যদি রাজনীতি হয় তবে চরিত্র বিসর্জন দিয়ে রাজনীতি না করাই ভালো। মিথ্যা বলে বড় হতে চাওয়ার মাঝে কোনো গৌরব নেই।
যদি মিথ্যাকে পরিহার করে চলতে না পারেন তবে দেশ সেবকের আসন ত্যাগ করে বরং গ্রামের একজন অজ্ঞাত মানুষ হউন। ছোট জীবনের ক্ষুদ্র কর্তব্যগুলো পালন করুন। মিথ্যার সাহায্যে যদি কোনো বড় কাজ করতে অগ্রসর হউন, বুঝতে হবে আপনি সে কাজের যোগ্য নন।
©Karim Chowdhury
8 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন