ঐতিহাসিক ছবি
এটি একটি ঐতিহাসিক ছবি। তখন Amocoতে জব করতাম। সেদিন ছিলো ১৭ মার্চ ২০০৩। বিকেল ৪ টা বাজে। মাসুদ এলো। আমাদের সকলের তো একদিনে ছুটি হয় না। তাই যার যেদিন ছুটি থাকতো, অন ডিউটিতে থাকা বন্ধুদের কর্মক্ষেত্রে একবার ডু মারবেই। ছুটির দিন নিজের কাজকর্ম শেষ করে গাড়ি নিয়ে এদিক সেদিক ঘুরাই ছিলো আমাদের প্রধান বিনোদন। রাতে একটু ক্লাবে যাওয়া। রোববার ফুটবল খেলা। এই খেলা নিয়ে আরেকদিন লিখবো।
তো সেদিন মাসুদ এসে কফি খেয়ে গল্প করে বললো, আংকেল একটা ছবি তুলি? মাসুদ আমার অনেক জুনিয়র ছিলো। সে তার ক্যামকেডরে ছবিটা তুলেছিলো। আমি দেশে ফেরার পর ইমেইলে ছবিটা পাঠিয়েছিলো অনেক পরে। আমেরিকায় সেদিন কি যে উত্তেজনা!! আমিও ভীষণ উত্তেজিত। সেই রাতেই -২০০৩ সালের ১৭ মার্চ আমেরিকা ইরাক আক্রমণ করেছিলো। এটা সেদিনের ছবি।
©Karim Chowdhury
3 June,2020
Cumilla.
এটি একটি ঐতিহাসিক ছবি। তখন Amocoতে জব করতাম। সেদিন ছিলো ১৭ মার্চ ২০০৩। বিকেল ৪ টা বাজে। মাসুদ এলো। আমাদের সকলের তো একদিনে ছুটি হয় না। তাই যার যেদিন ছুটি থাকতো, অন ডিউটিতে থাকা বন্ধুদের কর্মক্ষেত্রে একবার ডু মারবেই। ছুটির দিন নিজের কাজকর্ম শেষ করে গাড়ি নিয়ে এদিক সেদিক ঘুরাই ছিলো আমাদের প্রধান বিনোদন। রাতে একটু ক্লাবে যাওয়া। রোববার ফুটবল খেলা। এই খেলা নিয়ে আরেকদিন লিখবো।
তো সেদিন মাসুদ এসে কফি খেয়ে গল্প করে বললো, আংকেল একটা ছবি তুলি? মাসুদ আমার অনেক জুনিয়র ছিলো। সে তার ক্যামকেডরে ছবিটা তুলেছিলো। আমি দেশে ফেরার পর ইমেইলে ছবিটা পাঠিয়েছিলো অনেক পরে। আমেরিকায় সেদিন কি যে উত্তেজনা!! আমিও ভীষণ উত্তেজিত। সেই রাতেই -২০০৩ সালের ১৭ মার্চ আমেরিকা ইরাক আক্রমণ করেছিলো। এটা সেদিনের ছবি।
©Karim Chowdhury
3 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন