দুধ খাওয়া
গত দুইমাস ধরে প্রতিদিন আধা কেজি গরুর দুধ খেয়ে আসছি। রাতে। ৮/১০ দিন হয়,দেখি আমার প্যান্টের কোমড় একটু টাইট। কী ব্যাপার? মানে পেট একটু বেড়েছে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম। সবাই বললো,দুধে ফ্যাট আছে।
কয়েকবছর আগে ক্লাশ থৃর বইতে একটা প্রশ্ন দেখেছিলাম।
কোন একটি মাত্র খাবার খেয়ে মানুষ সুস্থভাবে সারাজীবন বেঁচে থাকতে পারে? উত্তর আমার জানা ছিলো না। ক্লাস থৃর বইতে জেনেছি,দুধ।
কাল সন্ধ্যায় এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, এই, দুধ কখন খাওয়া উচিৎ? রাতে না সকালে? বন্ধু বললো,রাতে ঘুমের আগে। আমি বললাম,আরে এটা তো অনেক আগেই জানি। সব বিবাহিত পুরুষ মানুষই ঘুমের আগে দুধ খায়। আমি গরুর দুধের কথা বলছি। বন্ধু বললো,তুমি একটা........।
বন্ধুরা কেউ কি জানেন গরুর দুধ খাওয়ার সঠিক সময় কোনটা?
©Karim Chowdhury
3 June,2020
Cumilla.
গত দুইমাস ধরে প্রতিদিন আধা কেজি গরুর দুধ খেয়ে আসছি। রাতে। ৮/১০ দিন হয়,দেখি আমার প্যান্টের কোমড় একটু টাইট। কী ব্যাপার? মানে পেট একটু বেড়েছে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম। সবাই বললো,দুধে ফ্যাট আছে।
কয়েকবছর আগে ক্লাশ থৃর বইতে একটা প্রশ্ন দেখেছিলাম।
কোন একটি মাত্র খাবার খেয়ে মানুষ সুস্থভাবে সারাজীবন বেঁচে থাকতে পারে? উত্তর আমার জানা ছিলো না। ক্লাস থৃর বইতে জেনেছি,দুধ।
কাল সন্ধ্যায় এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, এই, দুধ কখন খাওয়া উচিৎ? রাতে না সকালে? বন্ধু বললো,রাতে ঘুমের আগে। আমি বললাম,আরে এটা তো অনেক আগেই জানি। সব বিবাহিত পুরুষ মানুষই ঘুমের আগে দুধ খায়। আমি গরুর দুধের কথা বলছি। বন্ধু বললো,তুমি একটা........।
বন্ধুরা কেউ কি জানেন গরুর দুধ খাওয়ার সঠিক সময় কোনটা?
©Karim Chowdhury
3 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন