সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

লেখালেখি

লেখালেখি

অনেক দিন আগে, ঠিক অনেক দিন আগে না, অনেক বছর আগে ছাত্র জীবনে মিসেস তালেয়া রেহমানের লেখা একটা বই পড়েছিলাম। নাম ‘লেখালেখি’। ওই বইতে তিনি লিখেছিলেন-আপনি যদি লেখক হতে চান তবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কাগজ কলম নিয়ে টেবিলে বসে পড়ুন। কিছু না কিছু লেখার চেষ্টা করুন। কিছু না লিখতে পারলেও ওই নির্দিষ্ট সময়ে কাগজ কলম নিয়ে টেবিলে বসে পড়ুন। আর কিছু না পারলেও কি ভাবছেন তাই লেখার চেষ্টা করুন। পরে পড়ে ভালো না লাগলে লেখার কাগজটা ছিড়ে ফেলে দেবেন। এভাবে প্রতিদিনই কিছু না কিছু লিখবেন। তিনি আরো লিখেছেন-লেখক হওয়ার জন্য কোনো উচ্চতর ডিগ্রীর প্রয়োজন নেই। মেধাই যথেষ্ট।
তবে লেখক হতে হলে পাঠক হতে হবে আগে। পাঠক না হয়ে লেখক হওয়া যায় না। এটা লেখক হবার পূর্বশর্ত। সাপ্তাহিক যায়যায়দিনের একটা শ্লোগান ছিলো ‘লেখকই যার পাঠক-পাঠকই যার লেখক’ ।
পরে আমাদের কাছে হয়ে গেলো’যায়যায়দিন এ এক নিষিদ্ধ নেশা’।
ধুর, এ মুহূর্তে মনে পড়ে গেলো ছাত্র জীবনের সেই মধুর চেয়েও মধুময় দিনগুলোর কথা। আমি লিখতে বসেছিলাম ইউরোপের একটা ঘটনা। মনে পড়ে গেলো ছাত্র জীবনের কথা। ম্যারাথন আড্ডা মারতাম কান্দিরপাড়। যায়যায়দিন প্রকাশিত হতো প্রতি মঙ্গলবার। ৩২ পৃষ্ঠার ওই জনপ্রিয় ম্যাগাজিনের দাম ছিলো মাত্র ৩ টাকা। যায়যায়দিনের ভেতরের পাতায় লেখা থাকতো ‘যায়যায়দিন পড়ুন-সময়টা ভালো কাটবে’।
হ্যাঁ, অনেক ভালো সময় কাটতো আমাদের। যায়যায়দিন পড়ে আমরা আলোচনা করতাম। ‘দিনের পর দিন’ ছিলো আমার প্রিয় কলাম যা সম্পাদক শফিক রেহমান নিজে লিখতেন। সাবেক প্রেসিডেন্ট এরশাদ দুইবার যায়যায়দিনকে নিষিদ্ধ করেন। সম্পাদককে দেশ থেকে বহিস্কার করেন। তাঁকে জোর করে লন্ডনে পাঠিয়ে দেয়া হয়। পিতার মৃত্যুতে আমাদের প্রিয় সম্পাদক মি.শফিক রেহমান লন্ডন থেকে ঢাকায় এলে ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন তাকে দেশে ঢুকতে দেয়নি। তিনি ফিরতি ফ্লাইটে লন্ডন চলে যেতে বাধ্য হয়েছিলেন। তার পিতা সাইদুর রহমান ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। শেখ মুজিবুর রহমান তার সরাসরি ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইদুর রহমান ফাউন্ডেশন আজো আছে।
আমরা কতো উদ্বিগ্ন ছিলাম। যায়যায়দিন ছাড়া আমরা ছাত্ররা এতিম হয়ে গিয়েছিলাম। সময়ই কাটতো না। তখন বিটিভি ছাড়া আর কোনো টিভি চ্যানেলও ছিলো না। হুমায়ুন আহমেদের ‘এইসব দিনরাত্রি’, 'বহুব্রীহি', 'অয়ময়', ‘কোথাও কেউ নেই’, শহিদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’। আরেকটা ধারাবাহিক ছিলো।‘ঢাকায় থাকি’।
নাট্যকারের নাম মনে নেই। এসবই দেখা হতো।
দল বেধে কান্দিরপাড়( শহরের মুল কেন্দ্রস্থল)এরশাদকে গালাগালিও করতাম ইচ্ছা মতো। যায়যায়দিন নিষিদ্ধ করার কারনে। ইশ ! সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো। কলকাতার আনন্দ পাবলিশার্স এর লেখালেখির উপর একটা বই আছে, নাম 'কি লিখবেন-কেনো লিখবেন '। বিদেশে গিয়ে ‘The writer’s Guide’, ‘How to Write’, ' How to be a good writer 'এ জাতীয় কিছু বইও পড়েছিলাম ।
ছোটখাটো লেখক হওয়ার ইচ্ছা পোষণ করতাম।
আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে 'কৃয়েটিভ রাইটিং' নামে একটা সাবজেক্ট আছে। যারা লেখক হতে চান,তারা ওই সাবজেক্টে পড়েন। বিদেশে লেখক বানায় ওরা। নিউইয়র্ক থাকতে আমি কিছুদিন অনলাইনে তাদের ক্লাস করেছিলাম।
তালেয়া রেহমানের বই পড়ে প্রতিদিন কিছু না কিছু লিখতে বসতাম। তখন তো কাগজ কলমে লিখতাম। এখন আর কাগজ কলম নিয়ে না বসলেও চলে। কম্পিউটারের কী বোর্ড চাপলেই লেখা হয়ে যায়। প্রতিদিন কিছু না কিছু লিখবো বলে রুমের এক কোণায় এই চেয়ার টেবিলে আমি বসি। যায়যায়দিনের মতো এতো বেশি জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন বাংলাদেশের ইতিহাসে আর পাওয়া যাবে না। এটাই আপসোস। আমার একাকী সময়টা অন্তত ভালো কাটতো ।
একবার ভিয়েনা থেকে দেশে বেড়াতে এসে যায়যায়দিন অফিসে গিয়েছিলাম কিছু পুরনো ম্যাগাজিন ও বইয়ের জন্য । যায়যায়দিন প্রকাশনীর কিছু বই ছিলো। ওই ম্যাগাজিনে লেখাগুলো দিয়েই বই প্রকাশ করা হয়েছিলো। ‘খ্যাতির শিখরে প্রেমের গভীরে’, ‘ভালোবাসা', 'আই কিউ', ‘যায়যায়দিন’ বইগুলো ডিসকাউন্টে কিনে সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করে যখন অফিস থেকে বের হয়ে বেইলি রোডে গেইটের সামনে এলাম, তখন মিসেস তালেয়া রেহমান অফিসে ঢুকছিলেন। আমাকে দেখে তিনি কাছে ডেকে জানতে চাইলেন, কার কাছে এসেছিলাম। বললাম-আমি যায়যায়দিনের পাঠক। কিছু বই কিনতে অফিসে এসেছিলাম। তিনি জিজ্ঞেস করলেন-‘তুমি কোথায় থাকো’? বিনয়ের সঙ্গে জানালাম, আমি ভিয়েনায় থাকি। হোম ডিসটৃক্ট কুমিল্লা। তিনি বন্ধুসুলভ হাসি দিয়ে বললেন-‘তোমাকে দেখেই বোঝা যায়। লাল গেঞ্জি পড়েছো তো’। সেদিন আমি কালো প্যান্ট,লাল পলো গেঞ্জি আর কালো শু পড়েছিলাম। সে সময় যায়যায়দিন অফিস ছিলো ১৫ নিউ বেইলি রোডে। আমাকে একটা কার্ড দিয়ে তিনি বলেছিলেন- হোটেল সোনারগাঁও এ আমাদের প্রোগ্রামে তুমি এসো। যায়যায়দিনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রোগ্রাম। আমি গিয়েছিলাম। অনেক ছবি তুলেছিলাম।
চিফ গেস্ট ছিলেন তৎকালীন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মি. ডেভিড এন মেরিল। অনেক গুণীজন ছিলেন ওই অনুষ্ঠানে। এম আর আকতার মুকুল, নাট্যকার আতিকুল হক চৌধুরী, আবুল হায়াত, ডলি জোহর, দিলারা জামান, বিজরি বরকতউল্লাহ, হুমায়ুন ফরিদীসহ সাংস্কৃতিক অঙ্গনের আরো অনেকে। যায়যায়দিনের টিমতো ছিলোই।
তাদের অনেকেই আজ আমাদের মাঝে দৈহিকভাবে উপস্থিত নেই। অনেক ছবি তুলেছিলাম। কিন্তু আমার ল্যাপটপ চুরি হওয়ায় সব গেলো। মনে আছে, ডলি জোহর আপা আমাকে অটোগ্রাফ দেয়ার সময় উনার খাবার প্লেটটা আমার হাতে দিয়ে বলেছিলেন ’এটা তুমি ধরো। রাখার জায়গা নেই?' মি.শফিক রেহমান আধুনিক মানুষ। গেস্টদের জন্য স্ন্যাকস এর ব্যবস্থা করেছিলেন। সেলফ সার্ভিস। এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবে। বড় টেবিলে স্ন্যাকস রাখা আছে। ইচ্ছা মতো নাও। শক্তিমান অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদী আমার ডায়েরিতে লিখেছিলেন-‘মন্টু, হাসো চিরকাল’। নাহ । আজ আর কিছু লেখা হলো না । নস্টালজিয়ায় আমাকে পেয়ে বসেছে ।
পুনশ্চঃ যারা লেখালেখি করতে চান তারা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে লিখতে বসুন। যা মনে আসে তাই লিখবেন। গাইতে গাইতে গায়ক। লিখতে লিখতে লেখক।
* ছবিটা এখনি তোলা। Oppo সেটে ভালো ছবি আসে।
©Karim Chowdhury
23 June,2020
Cumilla

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

ফেবুতে মেয়েদের পোস্ট

ফেবুতে মেয়েদের পোস্ট সকালে ঘুম ভেঙে দেখি আট টা বাজে । শরীরটাও বেশি ভালো লাগছে না । আবার ঘুমাল াম । ১১টায় উঠলাম । ২ মগ চা খেলাম ( বাজারের হিসেবে ৮ কাপ হবে)। সবাই জানেন আমি স্মোক করি । চেইন স্মোকার । কম্পিউটার খোঁচাখুঁচি করে নিজে নিজেই ঠিক করলাম । প্রায় দুই ঘন্টা । আমি থাকি চার তলায় । দুপুর ১টা বাজে । খেতেও ইচ্ছে করছে না কিছু । তখনো মুখ ধুই নি । কম্পিউটারে খোঁচাখোঁচি করতে গিয়ে দেখি এক মেয়ে তার পা’য়ের একটা ছবি আপলোড করেছে । দেখলাম এই পা মানে ঠ্যাং এর ছবিতে লাইক পড়েছে ৯৪৭ টা । কমেন্ট অসংখ্য । ‘কতো সুন্দর এই পা । না জানি তুমি কতো সুন্দর । পা তো নয় যেন একটা গোলাপ ফুল’ । এ জাতীয় অনেক কমেন্ট । আমি পোষ্ট টা দেখে কিছুটা অবাক হলাম । একটা ঠ্যাং এর এতো কদর ! প্রায়ই লক্ষ্য করি, মেয়েরা যখনি কিছু আপলোড করে সেটা তাদের পায়ের ছবিই হোক,হাতের ছবিই হোক আর নাকের ছবিই হোক বা এক চোখের ছবিই হোক সে সব ছবিতে অগনিত লাইক আর কমেন্ট । মেয়ে বন্ধুদের ছোট করার জন্য বলছি না, ফেবুতে প্রায়ই দেখি মেয়েরা কোনো ছবি বা দু এক লাইন হাবিজাবি লিখলে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায় । অনেক মেয়েরা শখ করে পিঠা, ...