প্রেমে পড়লে
প্রেমে পড়লে মানুষের মন ও শরীর শান্ত হয়। বিশেষ এক ধরনের হরমোন নিঃসৃত হওয়ার কারনে মানুষের নার্ভাস সিস্টেমকে পুনঃগঠনে সাহায্য করে। এতে ব্রেনসেল তৈরি হয় যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে। যদি কেউ তার কাঙ্খিত মানুষটির সাথে কথা বলে তাহলে তার হার্টবিট তিনগুণ বেড়ে যায়। গবেষনায় দেখা গেছে এমন ক্ষেত্রে শরীরের স্বাভাবিকের চেয়ে বেশি রক্ত চলাচল করে যা স্বাস্থ্যের জন্যও ভালো। প্রেমিক যুগল যারা পাশাপাশি বসে সময় কাটায়, নিঃস্বার্থভাবে একে অন্যকে ভালোবাসে তাদের চিন্তা কমে যায়, হতাশা দূর হয়,মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। যাদের মনে ভালোবাসা নেই তাদের ইমিউন এন্ডোকার্ডিও ভাস্কুলার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছ মার্কিন দি ইনিস্টিটিউশন অফ রিসার্চ অন আনলিমিটেড লাভ । এছাড়া তারা একাকীত্বে ভোগে যা তাদের অকাল মৃত্যুর আশঙ্কা পাঁচগুণ বাড়িয়ে দেয়। ভালো না বাসলে মনে ক্ষোভ জন্মে যা শরীরের জন্যও ক্ষতিকর। ভালোবাসা এক মহা-ঔষুধের নাম । ভালবাসায় জন্ম নেয়া এন্ডোফিল নামক হরমোন শরীরের ত্বককে নরম ও মসৃণ করে । বাড়ায় মুখের সৌন্দর্য, এমন তথ্য দিয়েছেন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় এর একদল গবেষক। ভালবাসার অমর সৃষ্টি খুঁজে পাওয়া যায় বিশ্বখ্যাত কবি শেকক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ,রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতায়।
©Karim Chowdhury
4 June, 2020
Cumilla.
প্রেমে পড়লে মানুষের মন ও শরীর শান্ত হয়। বিশেষ এক ধরনের হরমোন নিঃসৃত হওয়ার কারনে মানুষের নার্ভাস সিস্টেমকে পুনঃগঠনে সাহায্য করে। এতে ব্রেনসেল তৈরি হয় যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে। যদি কেউ তার কাঙ্খিত মানুষটির সাথে কথা বলে তাহলে তার হার্টবিট তিনগুণ বেড়ে যায়। গবেষনায় দেখা গেছে এমন ক্ষেত্রে শরীরের স্বাভাবিকের চেয়ে বেশি রক্ত চলাচল করে যা স্বাস্থ্যের জন্যও ভালো। প্রেমিক যুগল যারা পাশাপাশি বসে সময় কাটায়, নিঃস্বার্থভাবে একে অন্যকে ভালোবাসে তাদের চিন্তা কমে যায়, হতাশা দূর হয়,মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। যাদের মনে ভালোবাসা নেই তাদের ইমিউন এন্ডোকার্ডিও ভাস্কুলার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছ মার্কিন দি ইনিস্টিটিউশন অফ রিসার্চ অন আনলিমিটেড লাভ । এছাড়া তারা একাকীত্বে ভোগে যা তাদের অকাল মৃত্যুর আশঙ্কা পাঁচগুণ বাড়িয়ে দেয়। ভালো না বাসলে মনে ক্ষোভ জন্মে যা শরীরের জন্যও ক্ষতিকর। ভালোবাসা এক মহা-ঔষুধের নাম । ভালবাসায় জন্ম নেয়া এন্ডোফিল নামক হরমোন শরীরের ত্বককে নরম ও মসৃণ করে । বাড়ায় মুখের সৌন্দর্য, এমন তথ্য দিয়েছেন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় এর একদল গবেষক। ভালবাসার অমর সৃষ্টি খুঁজে পাওয়া যায় বিশ্বখ্যাত কবি শেকক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ,রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতায়।
©Karim Chowdhury
4 June, 2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন