আজ সংবাদপত্রের কালো দিবস
আজ ১৬ জুন। সংবাদপত্রের কালো দিবস। ৪৪ বছর আগে ১৯৭৫ সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অধ্যাদেশ জারির মাধ্যমে দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার পত্রিকার ডিকারেশন বহাল রেখে সব পত্রিকার ডিকারেশন বাতিল করেন। পরে ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিকারেশন দিয়ে সরকারি ব্যবস্থাপনায় নিয়ে মোট চারটি পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখেন। এর আগে তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করেন এবং এ ব্যবস্থাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে উল্লেখ করেন। এই বিপ্লব সফল করতেই তিনি চারটি দৈনিক পত্রিকা রেখে সব দৈনিক পত্রিকা বন্ধ করে দেন। কয়েক হাজার সাংবাদিক ও সংবাদপত্রসেবী বেকার হয়ে পড়েন।
Karim Chowdhury
16 June,2020
Cumilla.
আজ ১৬ জুন। সংবাদপত্রের কালো দিবস। ৪৪ বছর আগে ১৯৭৫ সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অধ্যাদেশ জারির মাধ্যমে দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার পত্রিকার ডিকারেশন বহাল রেখে সব পত্রিকার ডিকারেশন বাতিল করেন। পরে ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিকারেশন দিয়ে সরকারি ব্যবস্থাপনায় নিয়ে মোট চারটি পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখেন। এর আগে তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করেন এবং এ ব্যবস্থাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে উল্লেখ করেন। এই বিপ্লব সফল করতেই তিনি চারটি দৈনিক পত্রিকা রেখে সব দৈনিক পত্রিকা বন্ধ করে দেন। কয়েক হাজার সাংবাদিক ও সংবাদপত্রসেবী বেকার হয়ে পড়েন।
Karim Chowdhury
16 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন