"শহীদ" কোন ব্যক্তিগত সম্পত্তি নয় যে তাঁর উত্তরাধিকার থাকবে।
"শহীদ" শব্দটা আমরা ইসলামের ঐতিহ্য থেকে ধার করেছি। এটা সর্বোত্তম সন্মানের মৃত্যু। এই মৃত্যু সৌভাগ্যের, কারণ জাতি, সমাজ বা রাষ্ট্র শহীদি মৃত্যুকে সকলের তরফ থেকে গ্রহণ করে; সে অমরত্ব পায়। শহীদি মৃত্যু তখনই মহান যখন সেই শহীদের আত্মত্যাগের উত্তরাধিকার হয় সেই সমাজ, জাতি বা রাস্ট্রের সবাই।
শহীদের একটা বায়োলজিক্যাল জীবনও থাকে। সেখানে তার প্রিয়জনেরা থাকে, সেই হিসেবে সেই পরিবারের কাছে শহীদের মৃত্যু একটা ব্যক্তিগত শোকের বিষয়ও বটে। কিন্তু তাই বলে শহীদের বায়োলজিক্যাল পরিবারের শহীদের আইকনিক এনটিটিতে তার আলাদা কোনো উত্তরাধিকার জন্মায় না। সেটা জন্মালে শহীদ শব্দটা তার তাৎপর্য হারায়। এটা করতে গেলেই সে, শহীদি মৃত্যুকে তার সামস্টিক উত্তরাধিকার থেকে ছিন্ন করে পরিবারের সম্পদ বানায়। এভাবে শহীদি মৃত্যু তার মর্যাদা হারাতে থাকে। শহীদের আদর্শিক উত্তরাধিকারে তার বায়োলজিক্যাল পরিবারের ততটুকুই হিস্যা যতটুকু হিস্যা তার একজন সহ- নাগরিকের।
"শহীদ" শব্দটা আমরা ইসলামের ঐতিহ্য থেকে ধার করেছি। এটা সর্বোত্তম সন্মানের মৃত্যু। এই মৃত্যু সৌভাগ্যের, কারণ জাতি, সমাজ বা রাষ্ট্র শহীদি মৃত্যুকে সকলের তরফ থেকে গ্রহণ করে; সে অমরত্ব পায়। শহীদি মৃত্যু তখনই মহান যখন সেই শহীদের আত্মত্যাগের উত্তরাধিকার হয় সেই সমাজ, জাতি বা রাস্ট্রের সবাই।
শহীদের একটা বায়োলজিক্যাল জীবনও থাকে। সেখানে তার প্রিয়জনেরা থাকে, সেই হিসেবে সেই পরিবারের কাছে শহীদের মৃত্যু একটা ব্যক্তিগত শোকের বিষয়ও বটে। কিন্তু তাই বলে শহীদের বায়োলজিক্যাল পরিবারের শহীদের আইকনিক এনটিটিতে তার আলাদা কোনো উত্তরাধিকার জন্মায় না। সেটা জন্মালে শহীদ শব্দটা তার তাৎপর্য হারায়। এটা করতে গেলেই সে, শহীদি মৃত্যুকে তার সামস্টিক উত্তরাধিকার থেকে ছিন্ন করে পরিবারের সম্পদ বানায়। এভাবে শহীদি মৃত্যু তার মর্যাদা হারাতে থাকে। শহীদের আদর্শিক উত্তরাধিকারে তার বায়োলজিক্যাল পরিবারের ততটুকুই হিস্যা যতটুকু হিস্যা তার একজন সহ- নাগরিকের।
শহীদের পুত্র বা কন্যা হয়ে আপনি দেশের তাবৎ মানুষের মাথা কিনে নেন নি
জনাব। আপনার পিতার বা মাতার মৃত্যুর পরেও আমরা আরো অনেকরেই শহীদের মর্যাদা
দিয়েছি। সেই শহীদেরা যখন তার প্রিয়তম সম্পদ মানুষের জন্য বিলিয়ে দিচ্ছিলো,
সেই লড়াইয়ে আপনি থাকেননি কেনো? আপনার বাপের বা মায়ের মতো গৌরবের মৃত্যুর
আকাংখ্যা আপনাকে পাগল করে দেয় নাই কেনো?
বটম লাইন হলো, আপনার বাপ বা মা পেরেছিলো তাই তাঁকে আমরা গ্রহণ করে আইকন বানিয়েছি। আপনি ভীতু, প্রাণ দেবার সাহস বা হিম্মত নেই তাই আপনি আপনার বাপের বা মায়ের শহীদি মৃত্যুর একটা গ্রেইটার শেয়ার নিয়ে আপনার ভীরুতা ঢেকে একটা শহীদি অভিজাততন্ত্র বানাতে চান। সরি ভাইজান ও বুবুজান, শহীদি মৃত্যুর গৌরব রক্তে প্রবাহিত হয় না।
©Karim Chowdhury
4 June,2020
Cumilla.
বটম লাইন হলো, আপনার বাপ বা মা পেরেছিলো তাই তাঁকে আমরা গ্রহণ করে আইকন বানিয়েছি। আপনি ভীতু, প্রাণ দেবার সাহস বা হিম্মত নেই তাই আপনি আপনার বাপের বা মায়ের শহীদি মৃত্যুর একটা গ্রেইটার শেয়ার নিয়ে আপনার ভীরুতা ঢেকে একটা শহীদি অভিজাততন্ত্র বানাতে চান। সরি ভাইজান ও বুবুজান, শহীদি মৃত্যুর গৌরব রক্তে প্রবাহিত হয় না।
©Karim Chowdhury
4 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন