দাঁড়ি
যারা খুব " ধার্মিক"। ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। দাঁড়ি রাখাকে ইসলামের অন্যতম কাজ মনে করেন, সুন্নত তরিকা নিয়ে হৈ হুল্লুর করতে পছন্দ করেন, তারা কাইন্ডলি আমার লিস্ট থেকে চলে গেলে আমি কিছু মনে করবো না।
পাজামা,পাঞ্জাবি,দাঁড়ি, টুপি,রাবারের স্যান্ডেল পরার চেয়ে প্যান্ট,শার্ট, কোট,টাই,জুতা,মোজা পড়তেই আমার বেশি ভালো লাগে। কিছুক্ষণ আগে একজন মুফতিকে জিজ্ঞেস করেছি,দাঁড়ি না রাখলে কোনো পাপ হবে কিনা? তিনি বলেছেন,পাপ হবে না। তবে ধর্মীয়ভাবে নিয়ত করে দাঁড়ি রেখে আবার কেটে ফেললে পাপ হবে। আমি ধর্মীয় কারনে গদগদ হয়ে দাঁড়ি রাখিনি। তাবলীগে গিয়েছিলাম। সেখানে সেভ করার মতো পরিবেশ ছিলো না। তাই কাটা হয়নি। এরপর আর কাটা হয়নি। আর আমি যেভাবে দাঁড়ি রেখেছি এটা সুন্নত তরিকার দাঁড়ি নয়। সুন্নত তরিকা অনুযায়ী এক মুষ্টি প্রায় ৬ ইঞ্চি দাঁড়ি রাখতে হয়।
©Karim Chowdhury
4 June,2020
Cumilla.
যারা খুব " ধার্মিক"। ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। দাঁড়ি রাখাকে ইসলামের অন্যতম কাজ মনে করেন, সুন্নত তরিকা নিয়ে হৈ হুল্লুর করতে পছন্দ করেন, তারা কাইন্ডলি আমার লিস্ট থেকে চলে গেলে আমি কিছু মনে করবো না।
পাজামা,পাঞ্জাবি,দাঁড়ি, টুপি,রাবারের স্যান্ডেল পরার চেয়ে প্যান্ট,শার্ট, কোট,টাই,জুতা,মোজা পড়তেই আমার বেশি ভালো লাগে। কিছুক্ষণ আগে একজন মুফতিকে জিজ্ঞেস করেছি,দাঁড়ি না রাখলে কোনো পাপ হবে কিনা? তিনি বলেছেন,পাপ হবে না। তবে ধর্মীয়ভাবে নিয়ত করে দাঁড়ি রেখে আবার কেটে ফেললে পাপ হবে। আমি ধর্মীয় কারনে গদগদ হয়ে দাঁড়ি রাখিনি। তাবলীগে গিয়েছিলাম। সেখানে সেভ করার মতো পরিবেশ ছিলো না। তাই কাটা হয়নি। এরপর আর কাটা হয়নি। আর আমি যেভাবে দাঁড়ি রেখেছি এটা সুন্নত তরিকার দাঁড়ি নয়। সুন্নত তরিকা অনুযায়ী এক মুষ্টি প্রায় ৬ ইঞ্চি দাঁড়ি রাখতে হয়।
©Karim Chowdhury
4 June,2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন