সুঁই
আমাদের এক মেয়ে বন্ধু, ফেসবুকে যার যথেষ্ট পরিচিতি,অনেক সেলিব্রেটিও তার বন্ধু। তিনি লিখেছেন, " নিউ মার্কেটে সুঁই বিক্রেতা ডাকছেন - আফা, সুঁই লাগবো সুঁই? মোটা সুঁই, চিকন সুঁই, লম্বা সুঁই সব আছে। মাত্র ৫ টাকায় ভালো মানের সুঁই। নেন আফা নেন। কাজে লাগবো।"
তারপর তিনি লিখেছেন "কেউ আমারে সুঁই দিয়া খোঁচাইয়া মাইরালা।"
আমি তার কাছে কমেন্টে জানতে চেয়েছি, তিনি কেমন সুঁই চান? আমার কাছে একটা লম্বা ও মোটা সুঁই আছে, অনেকদিন ব্যবহার হয় না। তিনি জানতে চেয়েছেন, ঝং ধরেছে কিনা? আমি জানিয়েছি, একটু ঘষলেই ঝং টং ক্লিয়ার হয়ে যাবে।
Karim Chowdhury
22 June, 2020
Cumilla.
আমাদের এক মেয়ে বন্ধু, ফেসবুকে যার যথেষ্ট পরিচিতি,অনেক সেলিব্রেটিও তার বন্ধু। তিনি লিখেছেন, " নিউ মার্কেটে সুঁই বিক্রেতা ডাকছেন - আফা, সুঁই লাগবো সুঁই? মোটা সুঁই, চিকন সুঁই, লম্বা সুঁই সব আছে। মাত্র ৫ টাকায় ভালো মানের সুঁই। নেন আফা নেন। কাজে লাগবো।"
তারপর তিনি লিখেছেন "কেউ আমারে সুঁই দিয়া খোঁচাইয়া মাইরালা।"
আমি তার কাছে কমেন্টে জানতে চেয়েছি, তিনি কেমন সুঁই চান? আমার কাছে একটা লম্বা ও মোটা সুঁই আছে, অনেকদিন ব্যবহার হয় না। তিনি জানতে চেয়েছেন, ঝং ধরেছে কিনা? আমি জানিয়েছি, একটু ঘষলেই ঝং টং ক্লিয়ার হয়ে যাবে।
Karim Chowdhury
22 June, 2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন