মেয়েটির জন্য খারাপ লাগছে
মেয়েটির জন্য খারাপ লাগছে খুব। কিসের অভাবে,কি প্রত্যাশায় সে এমন অপরাধ জগতে জড়িত হলো? তার তো কোনো কিছুর অভাব ছিলো না। সচিব বাবার অভিজাত ঘরের মেয়ে। দেশের একজন কার্ডিয়াক সার্জন। কতো সম্মান নিয়ে জীবন যাপন করতে পারতো। আর আজ নিজের ভুল বা উচ্চাকাঙ্খার কারনে নিজেকে ধূলোয় মিশিয়ে দিলো! তার জেকেজি ভুয়া রিপোর্ট দিয়ে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এই মেয়ে, ৮ কোটি টাকা তোমার জন্য কোনো টাকা হলো? ঢাকার ভালো জায়গায় ৮ কোটি টাকা দিয়েতো একটা বাড়িও বানানো যায় না। তুমি আমার বয়সে ছোট। আমার বোন, মেয়ে, ভাগ্নী, জুনিয়র বন্ধুও হতে পারতে। কেনো নিজের এতো উজ্জ্বল ক্যারিয়ারটা নষ্ট করলা? তুমি দেশ বিখ্যাত ডাক্তার হতে পারতে। দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে নাচতো। তোমার মতো সুন্দরী, স্মার্ট মেয়েদের আমাদের সমাজের কিছু ক্ষমতাবান চরিত্রহীন পুরুষই নষ্ট করেছে। তুমি তা বুঝোনি কেনো? তুমিতো উচ্চ শিক্ষিত মেয়ে। দেখো, আজ তোমার পাশে কেউ নেই!
মেয়েটির জন্য খারাপ লাগছে খুব। কিসের অভাবে,কি প্রত্যাশায় সে এমন অপরাধ জগতে জড়িত হলো? তার তো কোনো কিছুর অভাব ছিলো না। সচিব বাবার অভিজাত ঘরের মেয়ে। দেশের একজন কার্ডিয়াক সার্জন। কতো সম্মান নিয়ে জীবন যাপন করতে পারতো। আর আজ নিজের ভুল বা উচ্চাকাঙ্খার কারনে নিজেকে ধূলোয় মিশিয়ে দিলো! তার জেকেজি ভুয়া রিপোর্ট দিয়ে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এই মেয়ে, ৮ কোটি টাকা তোমার জন্য কোনো টাকা হলো? ঢাকার ভালো জায়গায় ৮ কোটি টাকা দিয়েতো একটা বাড়িও বানানো যায় না। তুমি আমার বয়সে ছোট। আমার বোন, মেয়ে, ভাগ্নী, জুনিয়র বন্ধুও হতে পারতে। কেনো নিজের এতো উজ্জ্বল ক্যারিয়ারটা নষ্ট করলা? তুমি দেশ বিখ্যাত ডাক্তার হতে পারতে। দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে নাচতো। তোমার মতো সুন্দরী, স্মার্ট মেয়েদের আমাদের সমাজের কিছু ক্ষমতাবান চরিত্রহীন পুরুষই নষ্ট করেছে। তুমি তা বুঝোনি কেনো? তুমিতো উচ্চ শিক্ষিত মেয়ে। দেখো, আজ তোমার পাশে কেউ নেই!
জার্মান সংবাদ মাধ্যম 'ডয়েচে ভেলে' রিপোর্ট করেছে, তার সঙ্গে সরকারের উচ্চ
পর্যায়ের কার কার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো এবং তাদের সহযোগিতায় সে এমন অপরাধ
করতে উদ্ভুদ্ধ হয়। এবং তারা সাবরিনার এই অপরাধ কর্মকাণ্ড জানতেন। তাদের
নামও সে প্রকাশ করেছে। অপরাধীকে সহযোগিতা করার অপরাধে তারাও কেনো অভিযুক্ত
হবেন না? তারাই সাবরিনা, শাহেদ,জিকে শামীম, পাপিয়াদের গড়ে তুলেছেন।
টাকা পয়সার ভাগ বাটোয়ারাসহ যৌন সুখের আনন্দও তারা নিয়েছেন!
আমার মতে তাদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। সরকারের উচ্চ মহলের গৃন সিগনাল ছাড়া এমন অপরাধ করার সাহস কার আছে? জানি,এখন সাবরিনার দেয়া কোনো তথ্যই পুলিশ আমলে নেবে না। উচ্চ পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তাকে কিছু করার ক্ষমতা পুলিশ বা আদালতের নেই। পুলিশ, আদালতও চালায় তারাই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও সাবরিনার এই ভুয়া রিপোর্ট দেয়ার তথ্য জানতেন বলে সাবরিনা পুলিশকে জানিয়েছে। তার সঙ্গে সাবরিনার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও সে পুলিশকে জানিয়েছে। কিন্তু মহাপরিচালকতো আরামেই আছেন! সাবরিনা জেলে!
Karim Chowdhury
15 July, 2020
Cumilla
টাকা পয়সার ভাগ বাটোয়ারাসহ যৌন সুখের আনন্দও তারা নিয়েছেন!
আমার মতে তাদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। সরকারের উচ্চ মহলের গৃন সিগনাল ছাড়া এমন অপরাধ করার সাহস কার আছে? জানি,এখন সাবরিনার দেয়া কোনো তথ্যই পুলিশ আমলে নেবে না। উচ্চ পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তাকে কিছু করার ক্ষমতা পুলিশ বা আদালতের নেই। পুলিশ, আদালতও চালায় তারাই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও সাবরিনার এই ভুয়া রিপোর্ট দেয়ার তথ্য জানতেন বলে সাবরিনা পুলিশকে জানিয়েছে। তার সঙ্গে সাবরিনার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও সে পুলিশকে জানিয়েছে। কিন্তু মহাপরিচালকতো আরামেই আছেন! সাবরিনা জেলে!
Karim Chowdhury
15 July, 2020
Cumilla
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন