অস্টৃয়া
ইদানীং ভিডিও আপলোড করি বেশি। বিদেশ নিয়ে লিখলে, তাদের প্রশংসা করলে অনেকেই ট্যারা চোখে দেখেন। বিশেষ করে যারা ধর্মান্ধ। তাই ভিডিওর সঙ্গে অল্প কয়েকটা কথা জুড়ে দেবো বলে মনঃস্থির করেছি। কিন্তু অনেক বন্ধুরাই ভিডিও দেখবেন না। এতে মেগাবাইটও বেশি খরচ হয়।
এটি আমার প্রিয় শহর ভিয়েনা। নিউ ইয়র্ক দ্বিতীয় অবস্থানে। আর টোকিও তৃতীয়।
ভিয়েনা বসবাসের জন্য ২০১৭/২০১৮ এই দুই বছর পর পর পৃথিবীর শ্রেষ্ঠ অর্থাৎ ১ নাম্বার শহরের তালিকায় ছিলো। এই শহরে আমি যৌবনের প্রধান ৭টি বছর কাটিয়েছি। ভিডিওতে দেখা যায় এমন সবগুলো জায়গাগুলো আমি চিনি এবং ওসব জায়গায় গিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু নতুন স্থাপনা হয়েছে। অস্টৃয়ার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো।
বসবাসের জন্য অস্টৃয়া একটি সুন্দর ও নিরাপদ দেশ। কল্যাণমূলক রাস্ট্র ইংরেজিতে যাকে বলে Welfare State. জনসংখ্যা মাত্র ৮২ লাখ। প্রধান নদী ড্যানিউব Danube.এই নদীর তীরেই ভিয়েনা। ৭ বছরে কতো হাজার বার ডানিউব নদীতে সাতার কেটেছি, বোটিং করেছি। ৭টি স্টেট নিয়ে অস্টৃয়া একটি ফেডারেল রাস্ট্র। অস্টৃয়ার ভাষা জার্মান। অস্টৃয়ার স্থানীয় নাম অর্থাৎ জার্মান ভাষায় 'অস্তারাইখ'। ইউরোপে সব দেশ তাদের নিজের ভাষায় দেশের নাম বলে। যেমন জার্মানি 'ডয়েচল্যান্ড', ইটালি 'ইতালিয়া'। অস্টৃয়ার রাজধানীকেও তাদের ভাষায় বলা হয় 'ভিন' Wien.জার্মান ভাষায় W এর উচ্চারণ V হয়।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীতে অস্টৃয়া নামি-দামি দেশ। বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ মোজার্ট Mozart অস্টৃয়ার। আবার জার্মান ডিক্টেটর এডলফ হিটলার Adolf Hitler এর জন্মও অস্টৃয়ার ব্রনো শহরে।
অন্যান্য শহরের নামও তাদের ভাষায়। অস্টৃয়ার প্রতিবেশি ৯ টি দেশ।
Germany, Czech Republic, Slovakia, Hungary, Slovenia, Croatia, Liechtenstein, Italy and Switzerland. মন চাইলেই প্রতিবেশি ৯টি দেশে যে কোনো সময় যাওয়া যায়। ২/৩/৪ ঘন্টা লাগে বাসে,ট্রেনে, কারে। ভিসা কোনো সমস্যা নয়। অস্টৃয়ার রেসিডেন্ট পারমিট থাকলে উন্নত সব দেশের এম্ব্যাসি ভিসা দেয়। আমি হলাম এমনি নাচুনে বুড়ি উনারা ভিসা দিয়ে দিলেন আরো ঢোলে বাড়ি। আমি যে এতোগুলা দেশ ভ্রমণ করেছি তার একমাত্র সাপোর্ট ছিলো অস্টৃয়ার রেসিডেন্ট পারমিট।
Karim Chowdhury
14 July, 2020
Cumilla.
ইদানীং ভিডিও আপলোড করি বেশি। বিদেশ নিয়ে লিখলে, তাদের প্রশংসা করলে অনেকেই ট্যারা চোখে দেখেন। বিশেষ করে যারা ধর্মান্ধ। তাই ভিডিওর সঙ্গে অল্প কয়েকটা কথা জুড়ে দেবো বলে মনঃস্থির করেছি। কিন্তু অনেক বন্ধুরাই ভিডিও দেখবেন না। এতে মেগাবাইটও বেশি খরচ হয়।
এটি আমার প্রিয় শহর ভিয়েনা। নিউ ইয়র্ক দ্বিতীয় অবস্থানে। আর টোকিও তৃতীয়।
ভিয়েনা বসবাসের জন্য ২০১৭/২০১৮ এই দুই বছর পর পর পৃথিবীর শ্রেষ্ঠ অর্থাৎ ১ নাম্বার শহরের তালিকায় ছিলো। এই শহরে আমি যৌবনের প্রধান ৭টি বছর কাটিয়েছি। ভিডিওতে দেখা যায় এমন সবগুলো জায়গাগুলো আমি চিনি এবং ওসব জায়গায় গিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু নতুন স্থাপনা হয়েছে। অস্টৃয়ার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো।
বসবাসের জন্য অস্টৃয়া একটি সুন্দর ও নিরাপদ দেশ। কল্যাণমূলক রাস্ট্র ইংরেজিতে যাকে বলে Welfare State. জনসংখ্যা মাত্র ৮২ লাখ। প্রধান নদী ড্যানিউব Danube.এই নদীর তীরেই ভিয়েনা। ৭ বছরে কতো হাজার বার ডানিউব নদীতে সাতার কেটেছি, বোটিং করেছি। ৭টি স্টেট নিয়ে অস্টৃয়া একটি ফেডারেল রাস্ট্র। অস্টৃয়ার ভাষা জার্মান। অস্টৃয়ার স্থানীয় নাম অর্থাৎ জার্মান ভাষায় 'অস্তারাইখ'। ইউরোপে সব দেশ তাদের নিজের ভাষায় দেশের নাম বলে। যেমন জার্মানি 'ডয়েচল্যান্ড', ইটালি 'ইতালিয়া'। অস্টৃয়ার রাজধানীকেও তাদের ভাষায় বলা হয় 'ভিন' Wien.জার্মান ভাষায় W এর উচ্চারণ V হয়।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীতে অস্টৃয়া নামি-দামি দেশ। বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ মোজার্ট Mozart অস্টৃয়ার। আবার জার্মান ডিক্টেটর এডলফ হিটলার Adolf Hitler এর জন্মও অস্টৃয়ার ব্রনো শহরে।
অন্যান্য শহরের নামও তাদের ভাষায়। অস্টৃয়ার প্রতিবেশি ৯ টি দেশ।
Germany, Czech Republic, Slovakia, Hungary, Slovenia, Croatia, Liechtenstein, Italy and Switzerland. মন চাইলেই প্রতিবেশি ৯টি দেশে যে কোনো সময় যাওয়া যায়। ২/৩/৪ ঘন্টা লাগে বাসে,ট্রেনে, কারে। ভিসা কোনো সমস্যা নয়। অস্টৃয়ার রেসিডেন্ট পারমিট থাকলে উন্নত সব দেশের এম্ব্যাসি ভিসা দেয়। আমি হলাম এমনি নাচুনে বুড়ি উনারা ভিসা দিয়ে দিলেন আরো ঢোলে বাড়ি। আমি যে এতোগুলা দেশ ভ্রমণ করেছি তার একমাত্র সাপোর্ট ছিলো অস্টৃয়ার রেসিডেন্ট পারমিট।
Karim Chowdhury
14 July, 2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন