ডাঃ সাবরিনার হুমকি এবং কিছু কথা
ডাঃ সাবরিনার বিরুদ্ধে কুৎসা রটালে তিনি আইনের আশ্রয় নেবেন বলে হুমকি দিয়েছেন বাংলা ভিশনের সঙ্গে ফোন সাক্ষাৎকারে। আপনার জেকেজির অপকর্মতো ধরেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আগে র্যাবের বিরুদ্ধে মামলা করতে হবে। কয়জনের বিরুদ্ধে মামলা করবেন? এতো হাজার হাজার লোককে রাখার জায়গা জেল খানায় আছে তো?
আর ফোনে কেনো? আপনি চাইলেই যে কোনো টিভি চ্যানেল আপনাকে কথা বলতে দেবে৷ প্রয়োজনে টিভি ক্যামেরা আপনার বাসায় যাবে। ডেকেই দেখুন যায় কিনা? বাসা থেকেই আপনি লাইভে বলুন।
আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুল প্রমাণ করুন। আমরা আপনার কাছে ক্ষমা চাইবো। এতো সুন্দর, আকর্ষণীয়, স্মার্ট, আবেদনময়ী একজন কার্ডিয়াক সার্জন অপমানিত হোক আমরা তা কিছুতেই চাই না। জেকেজি'র ভুয়া পরীক্ষায় মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া ৮ কোটি টাকা দিয়ে করোনা রোগীদের চিকিৎসার জন্য একটা ছোটখাটো টেস্ট সেন্টার গড়ে তুলুন। আমরা অবৈতনিক সার্ভিস দেবো।
নইলে 'সাবরিনা' নামটা আমার মতো অনেকের প্রিয় হলেও কেউ আর সাবরিনা নামটা রাখবে না।
আমরা দুর্নীতি, অন্যায়ের কথাও বলতে পারবো না?
বাংলাদেশে কি উত্তর কোরিয়ার শাসন চলছে? শীর্ষ নেতা কিম জং উন ছাড়াও ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারা ও তার ওয়ারকার্স পার্টির বিরুদ্ধে কিছু বললেই শেষ। আপনিও ক্ষমতার কাছাকাছিই আছেন বলে আমরা জানি। আমরা কি আপনার শত্রু? আপনি দেশের একজন কার্ডিয়াক সার্জন। আপনাকে নিয়ে যে এতো লেখালেখি, আপনার জীপন যাপনের অনেক ছবি সোস্যাল মিডিয়ায় দেখতে পাই এসব কিছুই কি মিথ্যা?
আমিতো আপনার বিরুদ্ধে লিখেছি। ঠিক বিরুদ্ধে নয়। অপকর্মের চিত্র তুলে ধরেছি। আমার নামে মামলা করেন। তবে আদালতে কোনো আইনজীবী রাখবেন না। আমি নিজে আইনজীবী না হলেও আমার মামলা আমি নিজেই লড়তে পারবো। জাজ,ব্যারিস্টার না হলেও পারবো।
ব্যারিস্টার মইনুল হোসেনকেও যে সব মহিলারা অপমান করতে পারে, আমিতো Who are you? আমি দেশেই আছি। খোঁজে পেতে ১৫মিনিটও লাগবে না। আপনি বা পুলিশ ডাকলে নিজেই যাবো। কষ্ট করে আসতেও হবে না। আমার মতো অনেকেই কখনো লুকিয়ে থাকে না।
Karim Chowdhury
11 July 2020
Cumilla.
ডাঃ সাবরিনার বিরুদ্ধে কুৎসা রটালে তিনি আইনের আশ্রয় নেবেন বলে হুমকি দিয়েছেন বাংলা ভিশনের সঙ্গে ফোন সাক্ষাৎকারে। আপনার জেকেজির অপকর্মতো ধরেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আগে র্যাবের বিরুদ্ধে মামলা করতে হবে। কয়জনের বিরুদ্ধে মামলা করবেন? এতো হাজার হাজার লোককে রাখার জায়গা জেল খানায় আছে তো?
আর ফোনে কেনো? আপনি চাইলেই যে কোনো টিভি চ্যানেল আপনাকে কথা বলতে দেবে৷ প্রয়োজনে টিভি ক্যামেরা আপনার বাসায় যাবে। ডেকেই দেখুন যায় কিনা? বাসা থেকেই আপনি লাইভে বলুন।
আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুল প্রমাণ করুন। আমরা আপনার কাছে ক্ষমা চাইবো। এতো সুন্দর, আকর্ষণীয়, স্মার্ট, আবেদনময়ী একজন কার্ডিয়াক সার্জন অপমানিত হোক আমরা তা কিছুতেই চাই না। জেকেজি'র ভুয়া পরীক্ষায় মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া ৮ কোটি টাকা দিয়ে করোনা রোগীদের চিকিৎসার জন্য একটা ছোটখাটো টেস্ট সেন্টার গড়ে তুলুন। আমরা অবৈতনিক সার্ভিস দেবো।
নইলে 'সাবরিনা' নামটা আমার মতো অনেকের প্রিয় হলেও কেউ আর সাবরিনা নামটা রাখবে না।
আমরা দুর্নীতি, অন্যায়ের কথাও বলতে পারবো না?
বাংলাদেশে কি উত্তর কোরিয়ার শাসন চলছে? শীর্ষ নেতা কিম জং উন ছাড়াও ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারা ও তার ওয়ারকার্স পার্টির বিরুদ্ধে কিছু বললেই শেষ। আপনিও ক্ষমতার কাছাকাছিই আছেন বলে আমরা জানি। আমরা কি আপনার শত্রু? আপনি দেশের একজন কার্ডিয়াক সার্জন। আপনাকে নিয়ে যে এতো লেখালেখি, আপনার জীপন যাপনের অনেক ছবি সোস্যাল মিডিয়ায় দেখতে পাই এসব কিছুই কি মিথ্যা?
আমিতো আপনার বিরুদ্ধে লিখেছি। ঠিক বিরুদ্ধে নয়। অপকর্মের চিত্র তুলে ধরেছি। আমার নামে মামলা করেন। তবে আদালতে কোনো আইনজীবী রাখবেন না। আমি নিজে আইনজীবী না হলেও আমার মামলা আমি নিজেই লড়তে পারবো। জাজ,ব্যারিস্টার না হলেও পারবো।
ব্যারিস্টার মইনুল হোসেনকেও যে সব মহিলারা অপমান করতে পারে, আমিতো Who are you? আমি দেশেই আছি। খোঁজে পেতে ১৫মিনিটও লাগবে না। আপনি বা পুলিশ ডাকলে নিজেই যাবো। কষ্ট করে আসতেও হবে না। আমার মতো অনেকেই কখনো লুকিয়ে থাকে না।
Karim Chowdhury
11 July 2020
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন