সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ডাঃ সাবরিনার হুমকি এবং কিছু কথা

ডাঃ সাবরিনার হুমকি এবং কিছু কথা

ডাঃ সাবরিনার বিরুদ্ধে কুৎসা রটালে তিনি আইনের আশ্রয় নেবেন বলে হুমকি দিয়েছেন বাংলা ভিশনের সঙ্গে ফোন সাক্ষাৎকারে। আপনার জেকেজির অপকর্মতো ধরেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আগে র‍্যাবের বিরুদ্ধে মামলা করতে হবে। কয়জনের বিরুদ্ধে মামলা করবেন? এতো হাজার হাজার লোককে রাখার জায়গা জেল খানায় আছে তো?
আর ফোনে কেনো? আপনি চাইলেই যে কোনো টিভি চ্যানেল আপনাকে কথা বলতে দেবে৷ প্রয়োজনে টিভি ক্যামেরা আপনার বাসায় যাবে। ডেকেই দেখুন যায় কিনা? বাসা থেকেই আপনি লাইভে বলুন।
আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুল প্রমাণ করুন। আমরা আপনার কাছে ক্ষমা চাইবো। এতো সুন্দর, আকর্ষণীয়, স্মার্ট, আবেদনময়ী একজন কার্ডিয়াক সার্জন অপমানিত হোক আমরা তা কিছুতেই চাই না। জেকেজি'র ভুয়া পরীক্ষায় মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া ৮ কোটি টাকা দিয়ে করোনা রোগীদের চিকিৎসার জন্য একটা ছোটখাটো টেস্ট সেন্টার গড়ে তুলুন। আমরা অবৈতনিক সার্ভিস দেবো।
নইলে 'সাবরিনা' নামটা আমার মতো অনেকের প্রিয় হলেও কেউ আর সাবরিনা নামটা রাখবে না।
আমরা দুর্নীতি, অন্যায়ের কথাও বলতে পারবো না?
বাংলাদেশে কি উত্তর কোরিয়ার শাসন চলছে? শীর্ষ নেতা কিম জং উন ছাড়াও ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারা ও তার ওয়ারকার্স পার্টির বিরুদ্ধে কিছু বললেই শেষ। আপনিও ক্ষমতার কাছাকাছিই আছেন বলে আমরা জানি। আমরা কি আপনার শত্রু? আপনি দেশের একজন কার্ডিয়াক সার্জন। আপনাকে নিয়ে যে এতো লেখালেখি, আপনার জীপন যাপনের অনেক ছবি সোস্যাল মিডিয়ায় দেখতে পাই এসব কিছুই কি মিথ্যা?
আমিতো আপনার বিরুদ্ধে লিখেছি। ঠিক বিরুদ্ধে নয়। অপকর্মের চিত্র তুলে ধরেছি। আমার নামে মামলা করেন। তবে আদালতে কোনো আইনজীবী রাখবেন না। আমি নিজে আইনজীবী না হলেও আমার মামলা আমি নিজেই লড়তে পারবো। জাজ,ব্যারিস্টার না হলেও পারবো।
ব্যারিস্টার মইনুল হোসেনকেও যে সব মহিলারা অপমান করতে পারে, আমিতো Who are you? আমি দেশেই আছি। খোঁজে পেতে ১৫মিনিটও লাগবে না। আপনি বা পুলিশ ডাকলে নিজেই যাবো। কষ্ট করে আসতেও হবে না। আমার মতো অনেকেই কখনো লুকিয়ে থাকে না।
Karim Chowdhury
11 July 2020
Cumilla.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

অশ্লীল নাম

বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর