সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভাবমূর্তি সংকটে বাংলাদেশ

ভাবমূর্তি সংকটে বাংলাদেশ


কার্ডিয়াক সার্জন ডাক্তার সাবরিনা এবং রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ বিদেশে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। ইটালিতো পুরো বিমানই ফেরত পাঠালো। বিদেশি পত্রপত্রিকা নিউজ করেছে, বাংলাদেশে করোনা পরীক্ষার ভুল রিপোর্ট দেয়া হয়। কয়েকটি দেশ ইতিমধ্যে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। ভবিষ্যতে বাংলাদেশিদের ভিসা পেতেও সমস্যা হবে। এই মহামারীর দুর্যোগে ডাক্তার সাবরিনা ও শাহেদ যা করেছেন তা মৃত্যুদন্ডতূল্য অপরাধ।
ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি, জাপান ও কোরিয়া। অর্থাৎ এসব দেশে বাংলাদেশিরা আপাতত আর যেতে পারছেন না। কারণ ওইসব দেশে যেসব বাংলাদেশি অবস্থান করছিলেন তারা যখন ফিরে যান, তখন তাদের শরীরে কভিড-১৯ 'পজিটিভ' ধরা পড়ে। বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির নাগরিকরা করোনাভাইরাস 'নেগেটিভ' সার্টিফিকেট নিয়ে রোম বিমানবন্দরে অবতরণ করলে তাদের শরীরে করোনাভাইরাস 'পজিটিভ' ধরা পড়ে। ফলে তাদেরকে আর ইতালি ঢুকতে দেওয়া হয়নি। তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই ঘটনায় আকাশপথ বন্ধের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ইতালি আগামী এক সপ্তাহ বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইটে নিষেধজ্ঞা আরোপ করেছে। ইতালির পর তুরস্কও ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমানসহ মধ্যপ্রাচ্যের সব দেশও বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের চায়না সাউদার্ন এয়ারলাইন্সও ঢাকায় ফ্লাইট বন্ধ রেখেছে। এর কারণ হিসেবে যা জানা গেছে বাংলাদেশি যাত্রীদের কাছে ভুয়া করোনা 'নেগেটিভ' সনদ। এদের অনেকেরই করোনা 'পজিটিভ' ছিলো। কিন্তু তারা ভুয়া করোনা 'নেগেটিভ' সনদ সংগ্রহ করে। শাহেদের রিজেন্ট হাসপাতাল ও ডাক্তার সাবরিনার জেকেজি থেকে।
জেকেজি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিলো। ওইসব টেস্টে জনপ্রতি নেওয়া হতো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। বিদেশিদের কাছ থেকে একশ' ডলার। আর এভাবেই তারা হাতিয়ে নিয়েছে সাত কোটি ৭০ লাখ টাকা। অথচ তাদের কোনো ল্যাব বা পরীক্ষাগার ছিল না। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত জেকেজি হেলথের চেয়ারপার্সন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডাক্তার সাবরিনা চৌধুরী। সংবাদপত্রে তাদের সম্পর্কে প্রতিবেদন এলেও, ডা. সাবরিনা জানিয়েছেন জেকেজির সঙ্গে তিনি জড়িত নন। শাহেদ ও সাবরিনা বাংলাদেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে গেছেন, তা ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পো কন্তের একটি মন্তব্য থেকেই বোঝা যায়। বাংলাদেশের সঙ্গে ইতালির ফ্লাইট বন্ধের যৌক্তিকতা তুলে ধরে কন্তে সম্প্রতি বলেছেন, 'বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ যাত্রীর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একেকজন বাংলাদেশি একেকটা 'ভাইরাস বোমা' (ইত্তেফাক, ১১ জুলাই)। কী সাংঘাতিক কথা! একেকজন বাংলাদেশি ভাইরাস বোমা! কন্তে একটি প্রশ্ন তুলেছেন- এসব নাগরিকরা কীভাবে বাংলাদেশের ইমিগ্রেশন পার হলো সেটা অবশ্যই ভাবার বিষয়।
লাখ লাখ বাংলাদেশি বিদেশে যান, কাজ করেন, বিদেশের নাগরিকত্ব নিয়ে অনেকে বিদেশে বসবাস করেন। ইউরোপ আর আমেরিকায় কয়েক লাখ বাংলাদেশি বসবাস করেন। ইতালির ঘটনাবলি বিশ্বের শীর্ষ সংবাদপত্রগুলোতে ছাপা হয়েছে,দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ালো? হাজার হাজার বাংলাদেশি এখন নানা জটিলতায় পড়বেন। আমেরিকান ইমিগ্রেশনের কড়া নজরদারিতে এরা পড়ে যাবেন এখন। এরা বাংলাদেশের কোনো রিপোর্টকেই আর গ্রহণ করবে না। ফলে নতুন নতুন আইন, বিধিনিষেধ আর ডিপোর্টের মুখোমুখি হবেন তারা।
সাবরিনা ও শাহেদ দুজনেই ফৌজদারি অপরাধ করেছেন। এরা রাষ্ট্রকে এক্কেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে । আমার মনে হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
বিঃদ্রঃ সাবরিনার জন্য আমার মায়া হয়। উচ্চশিক্ষিত বাবার অভিজাত ঘরের মেয়ে হয়েও কেনো তিনি এই অপরাধ জগতে জড়ালেন? তিনি নিজেও উচ্চ শিক্ষিত। কিসের অভাবে? কোন তাড়নায়? তিনিতো জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের একজন কার্ডিয়াক সার্জন। রেজিস্ট্রার। দেশ বিখ্যাত ডাক্তার হতে পারতেন। শিক্ষিত, অভিজাত পরিবারের মেয়ে। আর আজ জাতির কাছে পোড়া মুখ দেখালেন!
Karim Chowdhury
13 July, 2020
Cumilla

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ

আমার দেখা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সরকারঃ শেখ মুজিবের শাসনামল ১৯৭৪-এর দুর্ভিক্ষ বাংলাদেশে ১৯৭৪ সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গন্য করা হয়। ওই সময় আমি বুঝতাম। ক্লাশ ফোরে পড়তাম। আহারে ! কি যে অভাব ! অনেকের মতো আমরাও ভাত না খেয়ে রুটি খেয়েছি । তাও পরিমিত । কখনো জাউ খেয়েছি । শুকনো মরিচ পাওয়া যেতো না । কাঁচা মরিচের কেজি ছিলো ১৫০ টাকা । লবন ১২০ টাকা । আর সোনার ভরি ছিলো তখন ১৫০ টাকা । সোনা শুধু ওই সময় কম দাম ছিলো । চারদিকে অভাব । সারাদেশের মানুষের হাহাকার । কতো মানুষ না খেয়ে মারা গেছেন ! বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে । আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে চলে পাচার হয়েছিলো । তখন বর্ডার খোলা ছিলো তখন । মহিলাদের শাড়ি কাপড় ছিলো না । অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিলো । এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিলো । কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিলো না । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর তিন মাসের মাথায় ...

বোতল

বোতল মানব জীবনে বোতল অপরিহার্য । বোতল অনেক অর্থেও ব্যবহার হয় । কোনো কোনো এলাকায় আনস্মার্ট, বেয়াক্কেল প্রকৃতির লোককেও বোতল বলা হয় । ইউরোপ আমেরিকায় থাকতে আমি ডৃংক করতাম । হার্ড ডৃংক কমই খেতাম । প্রতিদিনই বিয়ার খেতাম । বিয়ার স্বাস্থ্য ভালো রাখে ও কাজ করতে এনার্জি জোগায় । পরিমিত বিয়ার খেলে কেউ মাতাল হয় না । মাঝে মাঝে বিশেষ কোনো পার্টিতে হুইস্কি খাওয়া হতো । তাও দামি ব্র্যান্ডের । জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, টিচার্স, পাসপোর্ট, হেনেসি, শিভাস রিগাল, জ্যাক ড্যানিয়েলস । সাকুরায়ও অনেক সময় এসব ব্র্যান্ডের হুইস্কি পাওয়া যায় না । তো দেশে আসার পরও কিছু দিন ডৃংক করেছিলাম । কুমিল্লায় সরকার অনুমোদিত একটা মদের দোকান আছে চক বাজারে । নামঃ নাদের ট্রেডিং কোং । এটা প্রায় আজ ৫০ বছর । এখানে বিদেশি ব্র্যান্ডের ডৃংক পাওয়া যায় না । দেশিয় কোম্পানি ‘কেরো এন্ড কোং’ যা দর্শনায় অবস্থিত তার তৈরি ভদকা, হুইস্কি, জিন পাওয়া যায় । আমাদের সমাজতো রক্ষনশীল । তাই কান্দিরপাড় থেকে একটা স্প্রাইট কিনে অর্ধেক খেতে খেতে চক বাজার যেতাম । নাদেরে যখন পৌঁছতাম তখন স্প্রাইটের বোতল অর্ধেক খালি হয়ে যেতো । আমি বাবুল ভাইকে স্প্...

অশ্লীল নাম

বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান ও স্থানের বিচিত্র বা বিকৃত অর্থের নাম যা পরিবর্তন করা উচিতঃ ১. বোদা মহিলা মহাবিদ্যালয়, বোদা, পঞ্চগড় ২. চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি ৩. সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা ৪. মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারি ৫. সোনাকাটা ইউনিয়ন, তালতলী, বরগুনা ৬.বড়বাল ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর ৭.সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৮. ধনকামড়া গ্রাম, ভোদামারা, দিনাজপুর ৯.গোয়াকাটা, দোহার, ঢাকা ১০. গোয়াতলা, ময়মনসিংহ ১১.লেংটার হাট, মতলব, চাঁদপুর