রংবাজ
"... ঘটনাটি শুনেছিলাম মরহুম সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার কাছ থেকে। তার মগবাজারের বাসায় বলেছিলেন তিনি ঘটনাটি। পরবর্তীতে জনসভায় বক্তৃতাকালেও এই ঘটনাটি তিনি বলেছেন।
সম্ভবত: ১৯৭৩ সাল। মুজিবী কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাদু ভাই। কয়েকদিন পর রাজধানীর একটি থানার ওসির সাথে দেখা করতে গেলেন। ওসি তার বন্ধু। যাদুভাই ওসি সাহেবকে কেমন আছেন জিজ্ঞেস করায় তিনি বললেন, 'কেমন আছি বলে লাভ নেই। তার চেয়ে একটি ঘটনা বলি, তা থেকেই বুঝে নিতে পারবেন কেমন আছি আমরা।'
ওসি সাহেব বললেন, একদিন একজন লম্বা চুলওয়ালা রংবাজকে (তখন সন্ত্রাসীদের রংবাজ বলা হতো) রিভলবারসহ ধরে আনলাম। তাকে এনে আমার রুমে চেয়ারে বসিয়ে চা খাওয়ালাম। তারপর বললাম, 'বাবা, তোমার মাথার চুল এতো সুন্দর আর লম্বা। আমাকে ওখান থেকে দু'গাছি চুল দেবে?' ছেলেটি একটু অবাক হলেও মাথা থেকে দু'টি চুল তুলে আমাকে দিল। আমি চুল দু'টিকে একটি খামে ভরে পকেটে রাখলাম। তারপর বললাম, 'এবার বলো তোমার কোন মুরুব্বী আছেন কিনা, থাকলে ফোন করো।' সে একজন নেতাকে ফোন করলো। সেই আওয়ামী নেতা আমাকে বললেন, 'ও আমার লোক, ওকে ছেড়ে দিন।' আমি ছেলেটিকে বললাম, 'যাও বাবা, তোমাকে কষ্ট দিলাম, কিছু মনে করো না।'
"... ঘটনাটি শুনেছিলাম মরহুম সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার কাছ থেকে। তার মগবাজারের বাসায় বলেছিলেন তিনি ঘটনাটি। পরবর্তীতে জনসভায় বক্তৃতাকালেও এই ঘটনাটি তিনি বলেছেন।
সম্ভবত: ১৯৭৩ সাল। মুজিবী কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাদু ভাই। কয়েকদিন পর রাজধানীর একটি থানার ওসির সাথে দেখা করতে গেলেন। ওসি তার বন্ধু। যাদুভাই ওসি সাহেবকে কেমন আছেন জিজ্ঞেস করায় তিনি বললেন, 'কেমন আছি বলে লাভ নেই। তার চেয়ে একটি ঘটনা বলি, তা থেকেই বুঝে নিতে পারবেন কেমন আছি আমরা।'
ওসি সাহেব বললেন, একদিন একজন লম্বা চুলওয়ালা রংবাজকে (তখন সন্ত্রাসীদের রংবাজ বলা হতো) রিভলবারসহ ধরে আনলাম। তাকে এনে আমার রুমে চেয়ারে বসিয়ে চা খাওয়ালাম। তারপর বললাম, 'বাবা, তোমার মাথার চুল এতো সুন্দর আর লম্বা। আমাকে ওখান থেকে দু'গাছি চুল দেবে?' ছেলেটি একটু অবাক হলেও মাথা থেকে দু'টি চুল তুলে আমাকে দিল। আমি চুল দু'টিকে একটি খামে ভরে পকেটে রাখলাম। তারপর বললাম, 'এবার বলো তোমার কোন মুরুব্বী আছেন কিনা, থাকলে ফোন করো।' সে একজন নেতাকে ফোন করলো। সেই আওয়ামী নেতা আমাকে বললেন, 'ও আমার লোক, ওকে ছেড়ে দিন।' আমি ছেলেটিকে বললাম, 'যাও বাবা, তোমাকে কষ্ট দিলাম, কিছু মনে করো না।'
ছেলেটি উঠে দরোজা পর্যন্ত গিয়ে ফিরে এসে বললো, 'ওসি সাহেব আপনি এতো ভালো
মানুষ, আমাকে এতো খাতির যত্ন করলেন, কিন্তু আমার মাথার দুটি চুল আপনি কেন
রাখলেন বুঝলাম না।' ওসি সাহেব বললেন, 'দেখো বাবা, গতকালও তোমার মত একজনকে
ধরে এনেছিলাম। কিছুক্ষণ পর একটি টেলিফোন পেয়ে তাকে ছেড়ে দিতে হয়েছিল। যাবার
সময় সে আমাকে বলে গেলো, খুবতো ধইরা আনলি। আমার একগাছি চুলও তো রাখতে পারলি
না। তা বাবা তুমিও যাতে ওই কথা বলতে না পারো, সেই জন্যই দুই গাছি চুল রেখে
দিলাম।'
যাদু ভাইর মুখে ঘটনাটি শুনে আমরা হেসেছিলাম। কিন্তু এই ঘটনার মাধ্যমে তৎকালীন আওয়ামী সরকারের আমলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অসহায় আইন প্রয়োগকারী সংস্থার করুণ চিত্রই ফুটে উঠেছিল॥"
- মহিউদ্দিন খান মোহন / স্বর্ণযুগের ইতিকথা ॥ [শুভ প্রকাশন - মে, ২০০৩ । পৃ: ১৩]
যাদু ভাইর মুখে ঘটনাটি শুনে আমরা হেসেছিলাম। কিন্তু এই ঘটনার মাধ্যমে তৎকালীন আওয়ামী সরকারের আমলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অসহায় আইন প্রয়োগকারী সংস্থার করুণ চিত্রই ফুটে উঠেছিল॥"
- মহিউদ্দিন খান মোহন / স্বর্ণযুগের ইতিকথা ॥ [শুভ প্রকাশন - মে, ২০০৩ । পৃ: ১৩]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন