বৃষ্টি
------
কুমিল্লায় বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল আমার প্রিয় ঋতু। বৃষ্টি হচ্ছে। কি সুন্দর দৃশ্য। গাছের পাতাগুলো কি সতেজ, সজীব। ধুলোবালির দেশে গাছের পাতায় বালু পরে সবুজাভ থাকে না। বর্ষাকালের বৃষ্টিতে পাতার বালি ধুয়ে কি সবুজ হয়ে যায়। প্রকৃতি শান্ত থাকে। এই প্রচণ্ড গরমের পর আবহাওয়া বৃষ্টিতে হয়ে যায় এসি। বৃষ্টিতে ভেজা যে কি আনন্দ আর উপভোগ্য। আমি প্রতি বছর বৃষ্টিতে ভিজি।
তবে সাধারণ মানুষের অসুবিধা। রাস্তায় পানি জমে থাকে। অনেক জায়গায় প্যাক কাঁদা। অনেক রাস্তা ডুবে যায়। যাতায়াত ভাড়া বাড়ে। তবু বৃষ্টি আমার প্রিয়।
বৃষ্টি নিয়ে অনেক গানও আছে।
১। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
যেন এক মুঠো রোদ্দুর
আমার দু'চোখ ভরে
তুমি এলে।
২। আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম।
৩। বৈশাখী মেঘের কাছে
জল চেয়ে তুমি কাঁদবে
আমি চাইনা।
৪। ওগো বৃষ্টি আমার
চোখের পাতা ছুঁইয়ো না
আমার এতো স্বাধের
কান্নার দাগ ধুইয়ো না
সে যেন এসেই দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। "
© Karim Chowdhury
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন