পূর্ব-পশ্চিম
---------------
"বিশাল ক্যানভাসে রচিত এই উপন্যাসের ঘটনা প্রবাহ একই সঙ্গে ছুঁয়ে আছে এপার এবং ওপার বাংলা। শুরু সেই পঞ্চাশের মধ্যভাগে। দুই বাংলার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের পালাবদলের স্রোত কিভাবে এসে মিশেছে আশির দশকের মোহনায়, এই উপন্যাস তার এক জীবন্ত দলিল।
এক দিকে জওহরলাল নেহেরুর মৃত্যু, ভারত-পাকিস্তান যুদ্ধ, লাল বাহাদুর শাস্ত্রীর অকাল প্রয়াণ, ইন্দিরা গান্ধীর অভ্যুত্থান, অর্থনৈতিক ক্রমাবনতি, তরুণ সমাজের মধ্যে জেগে ওঠা বিপ্লবের আকাঙ্ক্ষা-উন্মাদনা, উগ্রপন্থী রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ; অন্যদিকে ভাষা আন্দোলনের অব্যবহিত পরবর্তী সময় গনতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে যুব সমাজের হতাশা, শেখ মুজিবের হত্যা-এ সমস্ত কিছুকে ছুঁয়ে প্রবাহিত 'পূর্ব- পশ্চিম' এর ঘটনাস্রোত। দুই বাংলার দুই পরিবারকে কেন্দ্র করে রচিত এই উপন্যাসে বিশেষ কোনো চরিত্রকে মূল চরিত্র বলা যাবে না। একইসঙ্গে অনেকগুলো প্রধান চরিত্র। এইসব চরিত্রের কেউ কেউ আবার পূর্ব বা পশ্চিম বাংলার গণ্ডিতেই আবর্তিত নয়, ইউরোপ-আমেরিকাতেও গেছে। ফলে কলকাতার কফি হাউজের পাশাপাশি কখনো পূর্ব বাংলার কাদা- প্যাচপেচে গ্রাম, কখনো আবার আমেরিকার চোখ ধাধাঁনো শহরের কথা এই উপন্যাসে। 'পূর্ব-পশ্চিম' নামকরণেও যেনো নিহিত ত্রিমাত্রিক ব্যঞ্জনা। এই উপন্যাসে শুধুই পূর্ব ও পশ্চিম বাংলার কথা নয়। পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধের বৃহত্তর পটভূমিও এর অন্তর্গত। আবার মানুষের জীবন ও মনে যে পূর্ব ও পশ্চিম, তার উচ্চাকাঙ্খা ও উত্থান-পতন, সুচনা ও দিনাবসান- তাও যেনো সুক্ষ্মভাবে প্রতিফলিত এই নামকরণে।"
বৃহৎ কলেবরের এই উপন্যাস প্রথম খন্ড প্রথম প্রকাশিত হয়েছিলো ১ বৈশাখ ১৩৯৫। দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়েছিলো জানুয়ারি ১৯৮৯। আনন্দ পুরস্কার পাওয়া এই উপন্যাস।
ছাত্রজীবনেই এই উপন্যাস পড়ে ফেলি কয়েকবার। এই উপন্যাস পড়েই প্রথম ইউরোপ আমেরিকা সম্পর্কে আগ্রহ জন্মায়। ইউরোপ আমেরিকার অনেক কিছু চিনে ফেলি এই উপন্যাস পড়ে। মোট ছয়বার এই উপন্যাসটি পড়ি এবং ১৯৯৭ সালে নিউইয়র্কের এক লাইব্রেরিতে খ্যাতিমান লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে এই কথা বলায় তিনি বলেছিলেন, " তোমার (আমার) নাম তো গিনেস বুকে উঠা দরকার।"
ইউরোপে গিয়েও এই উপন্যাস পড়েছি। আমেরিকায় গিয়েও এই উপন্যাস পড়েছি। এখনো সময় পেলে দুই চার পাতা পড়ি।
এই নিয়ে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ে সঙ্গে দেখা ও কথা বলার স্মৃতিচারণমূলক একটা লেখাও আছে আমার এই গ্রুপে।
আমার কাছে এটি শুধুই উপন্যাস বলে বিবেচিত হয়নি। এতে ইতিহাসও বর্নিত হয়েছে নির্মোহভাবে।
চমৎকার এই উপন্যাসের প্রকাশক কলকাতার
'আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড '
৪৫ বেনিয়াটোলা লেন, কলকাতা ৭০০০০৯।
বর্তমান কভার মূল্য প্রথম ও দ্বিতীয় খন্ড এক সঙ্গে ৯০০ টাকা।
পড়ার ও সংগ্রহে রাখার মতো এক উপন্যাস।
একটি ছবি বইয়ের। অন্যটি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমি ১৯৯৭ সালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা লাইব্রেরিতে।
Karim Chowdhury
June 15, 2022
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন