ক্রোয়েশিয়া
-----------------
৩২ বছর আগে ক্রোয়েশিয়া নামে কোনো দেশ পৃথিবীতে ছিলো না। ইউরোপের যে দেশটিতে আমি প্রথম গিয়েছিলাম সেই দেশটি পৃথিবী থেকে বিলিন হয়ে গেছে। নতুন প্রজন্ম সে দেশের নামই জানে না। দেশটির নাম ছিলো যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়ার ইংরেজি বানান Yugoslavia. রাজধানী ছিলো বেলগ্রেড ( Belgrade)। বেলগ্রেডকে সার্বিয়ান ভাষায় বিওগ্রাড (Beograd) বলা হতো। সার্ভিয়ানরা এখনো তাদের ভাষায় বিওগ্রাড বলে। বেলগ্রেড এয়ারপোর্ট নেমে মনে এক নতুন শিহরন অনুভব করলাম যে,আমি ইউরোপ মহাদেশে আছি এখন।
মার্শাল জোসেফ ব্রুজ টিটোর দেশ হিসেবে যুগোস্লাভিয়ার খুব পরিচয় ছিলো। জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব ছিলো যুগোস্লাভ প্রেসিডেন্ট মার্শাল টিটোর আমলে। ১৫ দিন যুগোস্লাভিয়া চষে বেড়িয়েছিলাম। বলতে গেলে যুগোস্লাভিয়া পুরোটাই ঘুরে বেড়িয়েছি। পরে আমি অস্টৃয়া চলে যাই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে যুগোশ্লাভিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার স্থাপন করে। সোভিয়েট ইউনিয়ন আর যুগোশ্লাভিয়ার যৌথ বাহিনী জার্মান অকুপেশন থেকে সারা দেশকে মুক্ত করে। পরে নব্বইয়ের দশকে আমার চোখের সামনে যুগোস্লাভিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো। যুগোস্লাভিয়ার প্রতিবেশি দেশ অস্টৃয়া। যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক দেশ ছিলো।
একে একে চারটি যুদ্ধের মাধ্যমে ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা আর স্লোভেনিয়া স্বাধীন হয়ে যায়। সার্বিয়া আর মন্টেনিগ্রো ‘ফেডারেল রিপাবলিক অব যুগোস্লাভিয়া’ নাম নিয়ে কিছুকাল টিকে থাকলেও ২০০৬ সালে মন্টেনিগ্রো স্বাধীন হয়ে গেলে পৃথিবী থেকে বিলীন হয়ে যায় যুগোস্লাভিয়া নামের দেশটি। পরবর্তীতে সার্বিয়া ভেঙে দুটি রাষ্ট্র হয়। একটি সার্বিয়া অপরটি কসোভো।
স্বাধীন হয়ে যাওয়া দেশসমূহ
১. ক্রোয়েশিয়া- রাজধানী-জাগরেব , জনসংখ্যা মাত্র ৪৫ লাখ।
২. মেসিডোনিয়া-রাজধানী-স্কপজি,জনসংখ্যা মাত্র ২০ লাখ।
৩. বসনিয়া ও হার্জেগোভিনা - রাজধানী - সারাজেভো, জনসংখ্যা- ৩০ লাখ ২ হাজার।
৪. স্লোভেনিয়া- রাজধানী -লুবলিয়ানা-জনসংখ্যা- ২২ লাখ।
৫. মন্টেনিগ্রো- রাজধানী -পোডগোরিকা - জনসংখ্যা ৬ লাখ ২২ হাজার।
৬. সার্বিয়া- রাজধানী-বেলগ্রেড- জনসংখ্যা--৬৪ লাখ ৩ হাজার।
৭. কসোভো- রাজধানী -প্রিস্টিনা - জনসংখ্যা -১৮ লাখ ৩ হাজার।
যুগোস্লাভিয়ার আয়তন ছিলো ২৫৫৯৫০ বর্গ কিলোমিটার। এই দেশটি ভেঙে যখন ৭টি দেশ হয় তখন সব ক'টি দেশই ছোট হয়ে যায়।
আমি বর্তমান ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব (Zagreb) তিন দিন ছিলাম।( ক্রোয়েশিয়া তখন যুগোস্লাভিয়ার একটা অঙ্গরাজ্য)। পরে একদিন এই নিয়ে ডিটেইলস লিখবো। ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে রাতে তোলা একটা ছবি। ডিসেম্বর মাস। তীব্র শীত তখন। প্রতিদিন তুষারপাত হতো। যেদিকে তাঁকাই সব সাদা। তুষারে আমার পা ডুবে গেছে।
© Karim Chowdhury
12 April, 2022
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন