আজম খান
-----------------
খুব ছোটবেলা থেকেই গান ভালোবাসি খুব। আজো। ছাত্র জীবনে প্রচুর গান গাইতাম। নাইন টেনে উঠে আজম খানের পপ গান প্রথম শুনেছিলাম। কয়েকটা গান এখনো মুখস্থ আছে।
আজ ৫ জুন পপ গানের সম্রাট আজম খানের ১২তম মৃত্যু বার্ষিকী। ২০১১ সালের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন। তাঁর আসল নাম মোহাম্মদ মাহবুবুল হক খান (২৮ ফেব্রুয়ারি ১৯৫০- ৫ জুন ২০১১)। তিনি একজন মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন। তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত। তাঁকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সংগীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়।
আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে
"রেল লাইনের ঐ বস্তিতে...।"
"ওরে সালেকা ওরে মালেকা
ওরে ফুলবানু পারলি না বাজাতে....।"
"আলাল ও দুলাল
তাদের বাবা হাজি চান
চানখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি...।"
"আসি আসি বলে তুমি
আর এলে না
সেই দিন থেকে
জীবনের সাথে শুরু সাধনা .....।"
অনামিকা, অভিমানী, ইত্যাদি।
মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন। প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। তার মৃত্যু দিনে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
Karim Chowdhury
5 June, 2023
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন